Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারতের এমন অনেক জায়গাই রয়েছে যা ঘুরতে যাওয়ার জন্য আদর্শ (Tour)। তবে এবার ছুটিতে চেনা জায়গা ছেড়ে ঘুরে আসতেই পারেন কিছু অচেনা জায়গা থেকে। রইলো সেইরকম তিনটে জায়গার খোঁজ।
অফবিট জায়গার খোঁজে (Tour)
একঘেয়ে জীবন থেকে কিছুটা বিরতি দরকার হয়ে পড়ে সবার। সেই বিরতিতে মন সতেজ করতে তাই অনেকেই বেরিয়ে পড়েন ঘুরতে। পরিবার হোক বা বন্ধুদের সঙ্গে অথবা সোলো ট্রিপে, ঘুরতে যাওয়া মানেই মন ভাল করা অভিজ্ঞতা। তবে বন্ধুদের সঙ্গে ঘুরতে গেলে বাড়ানোর আনন্দ যেন আরও কয়েকগুণ বেড়ে যায়। এবার সেই বন্ধুদের সাথে ঘুরে আসুন কিছু অফবিট জায়গা থেকে (Tour)।
হরসিল ভ্যালি
এখানকার নৈসর্গিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। চারপাশে তুষারাবৃত পর্বতশ্রেণি, উপত্যকা ঘেরা পাইন-দেওদারের বনে। পাশ দিয়ে বয়ে চলেছে ভাগীরথী। উত্তরাখণ্ডের গাড়োয়ালের কোলে লুকিয়ে হরসিল উপত্যকা। রুদ্রপ্রয়াগ থেকে গঙ্গোত্রী যাওয়ার পথেই পড়বে হরসিল ভ্যালি। এখান থেকে গঙ্গোত্রী মাত্র ২৫ কিলোমিটারের রাস্তা। গঙ্গোত্রী ধামের একটি পবিত্র জায়গা হলো এই ভ্যালি। নানা ছোট ছোট গ্রামনিয়ে গড়ে উঠেছে এই উপত্যকা। এই গ্রামগুলো উত্তরাখণ্ডের প্রাচীন গ্রাম। এখানে আপেল বাগানও বেশ জনপ্রিয়। এই উপত্যকায় ক্যাম্পিং করার পাশাপাশি থাকার জন্য হোটেল, রিসোর্টের ব্যবস্থা রয়েছে (Tour)।
মেছুকা
বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার জন্য অরুণাচল প্রদেশ তালিকায় রাখতেই পারেন। অরুণাচল প্রদেশে অবস্থিত জিরো ভ্যালি একটি আকর্ষণীয় গন্তব্য। জিরো মিউজিক ফেস্টিভ্যালের সময় এই উপত্যকায় অনেকেই আসেন। তবে এবার ঘুরে আসতে পারেন আলো থেকে ১৮০ কিলোমিটার দূরে অবস্থিত মেছুকা থেকে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৬ হাজার ফুট উপরে, চিন সীমান্তের একেবারে কাছে অবস্থিত মেছুকা বিশ্বের বিভিন্ন প্রান্তের পর্যটকদের অন্যতম আকর্ষণের জায়গা। এই গ্রাম পায়ে হেঁটেই ঘুরে দেখতে পারবেন (Tour)। এখানে সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে।

আরও পড়ুন: Durand Cup 2025: ডার্বি জিতেও ডুরান্ড থেকে ছিটকে গেল দল, স্বপ্নভঙ্গ সমর্থকদের
সিসু
বন্ধুদের সাথে বেড়াতে যাওয়ার জন্য এবারের গন্তব্য হতেই পারে সিসু। অটল ট্যানেল পার করে দেখা মিলবে এই পাহাড়ি গ্রামের। চন্দ্র নদীর পাশের এই গ্রামে গ্রীষ্ম ও বর্ষাকালে মূলত পর্যটকদের ভিড় দেখা যায়। সেই সোনায় সবুজে ভোরে থাকে এই গ্রাম। পাহাড়ের ঢাল রঙিন ফুল আর শাকসব্জিতে ভরা থাকে। মাত্র ৩ দিন হাতে সময় নিয়েই ঘুরে দেখতে পারেন সিসু। গ্রামের মধ্যে রয়েছে লর্ড গিফাংয়ের মন্দির, সিসু নালা, সিসু জলপ্রপাত আর একটি বৌদ্ধ গুম্ফা। এখানে থাকার জন্য আছে একাধিক হোমস্টে, হোস্টেল ও হোটেল (Tour)।