Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র। আবেদনকারীদের স্নাতক ডিগ্রি থাকতে হবে (Job News)। অথবা থাকতে হবে ইন্টিগ্রেটেড ডুয়াল ডিগ্রি। যেকোনও বিষয়ে স্নাতক বা এই ইন্টিগ্রেটেড ডুয়াল ডিগ্রি থাকলেই চলবে।
ব্যাঙ্কে অফিসার পদে নিয়োগ (Job News)
ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রতে অফিসার পদে নিয়োগ করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা ব্যাংক অফ মহারাষ্ট্রের অফিসিয়াল ওয়েবসাইট bankofmaharashtra.in এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। মোট শূন্যপদ রয়েছে ৫০০। সেই সকল শূন্যপদের জন্য আবেদন জানানো যাবে। ১৩ অগাস্ট থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া, আবেদন প্রক্রিয়া চলবে ৩০ অগাস্ট পর্যন্ত (Job News)।
অনলাইন পরীক্ষা, ইন্টারভিউ এবং ফাইনাল সিলেকশনের ক্ষেত্রে নূন্যতম কাট-অফ মার্কস ৫০ শতাংশ ধার্য হয়েছে অসংরক্ষিত শ্রেণি এবং ইকোনমিকালি উইকাল সেকশনের জন্য। অন্যদিকে তফশিলি জাতি, তফশিলি উপজাতি, ওবিসি, বিশেষভাবে সক্ষমদের জন্য ৪৫ শতাংশ নূন্যতম নম্বর ধার্য করা হয়েছে (Job News)। প্রার্থীর বয়সসীমা ২২ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
আবেদনকারীদের স্নাতক ডিগ্রি থাকতে হবে। অথবা ইন্টিগ্রেটেড ডুয়াল ডিগ্রি থাকতে হবে। যেকোনও বিষয়ে স্নাতক বা এই ইন্টিগ্রেটেড ডুয়াল ডিগ্রি থাকলেই চলবে। তবে নূন্যতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে মোট নম্বরে। সমস্ত সেমেস্টারে/বছরে এই নম্বর পেতে হবে। তফশিলি জাতি, তফশিলি উপজাতি, ওবিসি, বিশেষভাবে সক্ষমদের ক্ষেত্রে নম্বরে ছাড় রয়েছেম ৫৫ শতাংশ। ভারত সরকার অথবা রেগুলেটরি বডি অথবা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এদের দ্বারা অনুমোদিতে বিশ্ববিদ্যালত কিংবা প্রতিষ্ঠান থেকে ডিগ্রি পেতে হবে আবেদনকারীদের (Job News)।

অসংরক্ষিত শ্রেণি, ইকোনমিকালি উইকার সেকশন এবং ওবিসি ক্যাটেগরির আবেদন ফি ধার্য করা হয়েছে ১১৮০ টাকা। তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষ ভাবে সক্ষমদের দিতে হবে ১১৮ টাকা। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে (Job News)।