Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সদ্য প্রকাশ্যে হয়েছে ‘রক্তবীজ ২’ ( Raktabeej 2 ) ছবির আইটেম গানের দৃশ্য। সেখানে অভিনেত্রী নুসরত জাহানকে ( Nusrat Jahan) সবুজ রংয়ের স্বল্প পোশাকে দেখা গিয়েছে। বিস্ফোরক আবহে চোখ ধাঁধানো অবতারে দর্শকের সামনে উপস্থিত হয়েছেন অভিনেত্রী নুসরাত। এর আগে ‘রক্তবীজ ২’ ছবি নিয়ে মোশন পোস্টার, ট্রেলার সামনে এসেছে। তবে নুসরত জাহানের (Nusrat Jahan) লুক অবশেষে প্রকাশ্যে এল। যে লুক নিয়ে দর্শকের মধ্যে কৌতূহল ছিল অনেকটাই। কোন রূপে ধরা দিলেন অভিনেত্রী? কী গানে ঝড় তুললেন ?
অন্য রূপে ধরা দেওয়া ( Raktabeej 2 )
শিবপ্রসাদ মুখোপাধ্যায় ( Raktabeej 2 ) ও নন্দিতা রায় (Nandita Roy) পরিচালিত নতুন ছবি ‘রক্তবীজ ২’ ( Raktabeej 2) এর আইটেম সং সম্প্রতি মুক্তি পেয়েছে। আইটেম গানটি হল “অর্ডার ছাড়া বর্ডার পার করতে যেও না।” এই আইটেম গানে নুসরত নিজেকে এক অন্য মাত্রায় তুলে ধরেছেন। বিস্ফোরকের ড্রাম ভেঙে বেরোনোর মতো দৃশ্য দেখা গিয়েছে। যেখানে তিনি নির্বিঘ্নে, অর্থাৎ বারুদ রূপে আবির্ভূত হয়েছেন দর্শকের চোখে। আইটেম গানের কথা লিখেছেন জিনিয়া সেন (Zinia Sen) ও সুর দিয়েছেন শিলাজিৎ মজুমদার (Silajit Majumder) । প্লেব্যাক করেছেন শ্রেষ্ঠা দাস (Shreshtha Das)।
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ( Raktabeej 2 )
‘রক্তবীজ ২'( Raktabeej 2 ) ছবিতে যে আইটেম গানটি প্রকাশ্যে এসেছে সেটি শুধু বিনোদনের জন্য নয় , গল্পের দৃশ্যপট এগিয়ে নিয়ে যাওয়ার কাজে এক আলাদা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে গানটি। গানের মাঝখানে মিমি চক্রবর্তী ( Mimi Chakraborty) আকর্ষণীয় অ্যাকশন অবতারে উপস্থিত হয়েছেন ,যা দৃশ্যটিকে ভিন্ন মাত্রা যোগ করেছে। অনেকেই মনে করছেন , নন্দিতা শিবপ্রসাদের ছবি মানে এক অন্যরকম গল্প সামনে ভেসে ওঠা। আর ‘রক্তবীজ ২’ তার ব্যতিক্রম হবে না তা আগেই বোঝা গিয়েছিল। তবে এতটা চমক থাকবে , তা মনে হয় কেউ আন্দাজ করতে পারেননি।
নামী তারকাদের মেলা
‘রক্তবীজ ২’ ছবিটি এই বছরের পুজোতে মুক্তি হতে চলেছে। অর্থাৎ ছবিটি ২৬ সেপ্টেম্বর মুক্তির কথা রয়েছে। ছবিতে অভিনয়ে থাকছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায় (Victor Banerjee), আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee), মিমি চক্রবর্তী (Mimi Chakraborty),অঙ্কুশ হাজরা (Ankush Hazra), কৌশানি মুখোপাধ্যায় (Koushani Mukherjee), সীমা বিশ্বাস ( Seema Biswas) ও আরও অনেকেই। মূল খলনায়কের ভূমিকায় অভিনয় করছেন অঙ্কুশ হাজরা। ‘রক্তবীজ ২’ ছবিতে অঙ্কুশের চরিত্র অনেকখানি গুরুত্বপূর্ণ , তা বোঝা গিয়েছে ছবির কিছু ঝলকে। ছবির ঝলক দেখে মনে হয়েছে, এমন ভূমিকায় অঙ্কুশকে আগে দেখা যায়নি।
আরও পড়ুন: GST Exemption: জীবন ও স্বাস্থ্যবিমায় GST ছাড় কেন্দ্রের, মমতার দাবিতেই নরম মনোভাব!
আগ্রহ বাড়িয়ে দেওয়া
‘রক্তবীজ ২’ ছবির আইটেম সং এর সাথে নুসরতের পোশাক ও শক্তিশালী পারফরমেন্স ও গানের দৃশ্য দর্শকের মনে ঝড় তুলে দিয়েছে। সাথে গানটি শুধু চমক দিয়েছে তাই নয়, সাথে ছবির গল্পের গুরুত্বপূর্ণ অংশ বুঝিয়ে দিয়েছে । সবশেষে বলা যায় , এই গানটি প্রকাশের সাথে সাথে দর্শক যেন আরও বেশি আগ্রহী হয়ে উঠল ছবিটির প্রতি।