Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পুজোর ঢাকে কাঠি পড়তে আর (Kolkata Metro) বেশি দেরি নেই। শহরজুড়ে শুরু হয়ে গেছে উৎসবের প্রস্তুতি। সেই ভিড় সামলাতে আরও এক ধাপ এগোল কলকাতা মেট্রো। এবার থেকে শহরের সমস্ত মেট্রো লাইনে যাত্রীরা মোবাইল ফোন ব্যবহার করে কিউআর টিকিট কাটতে পারবেন। একই সঙ্গে থাকছে কাগজের কিউআর টিকিটের ব্যবস্থাও। মঙ্গলবার থেকে এই পরিষেবা চালু করল মেট্রো রেল কর্তৃপক্ষ।
বাড়িতে বসেই টিকিট বুক করতে পারবেন (Kolkata Metro)
এই নতুন ব্যবস্থায় যাত্রীরা ‘আমার কলকাতা মেট্রো’ অ্যাপ ব্যবহার করে (Kolkata Metro) বাড়িতে বসেই টিকিট বুক করতে পারবেন। ফলে আর টিকিট কাউন্টারে দীর্ঘ লাইন দেওয়ার প্রয়োজন নেই। পুজোর সময় শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার চাহিদা বেড়ে যাওয়ায়, মেট্রোর এই পদক্ষেপ নিঃসন্দেহে যাত্রীদের অনেকটাই স্বস্তি দেবে।
পার্পেল ও ইয়োলো লাইনেও এই সুবিধা (Kolkata Metro)
উল্লেখ্য, এর আগে শুধুমাত্র গ্রিন, ব্লু এবং অরেঞ্জ লাইনে মোবাইল কিউআর (Kolkata Metro) টিকিট ব্যবহারের সুযোগ ছিল। তবে এখন পার্পেল ও ইয়োলো লাইনের যাত্রীরাও এই সুবিধা পাবেন। সম্প্রতি এই নতুন লাইনের উদ্বোধনের ফলে শহরের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলি মেট্রো নেটওয়ার্কে যুক্ত হয়েছে। ফলে পুজোর সময় যাত্রীসংখ্যা বাড়বে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
কিউআর টিকিট কেটেছেন প্রায় ২৩ হাজারেরও বেশি যাত্রী
গত সোমবার মোবাইলে কিউআর টিকিট কেটেছেন প্রায় ২৩ হাজারেরও বেশি যাত্রী। যা আগের সপ্তাহের তুলনায় দ্বিগুণ। এই চিত্রই প্রমাণ করছে যে যাত্রীরা ধীরে ধীরে এই ডিজিটাল পরিষেবার দিকেই ঝুঁকছেন। সময় বাঁচানো তো বটেই, টিকিটের মূল্যের উপর ৫ শতাংশ ছাড়ও মিলছে, যা যাত্রীদের জন্য বাড়তি সুবিধা।

আরও পড়ুন: WB Weather Report: অবশেষে দেখা দিল সুয্যি মামা, কিন্তু থাকবে কতক্ষণ?
সময়ের সাশ্রয়, ভিড়ও অনেকটাই কম
মেট্রো সূত্রে খবর, যাত্রীরা এখন স্টেশনে ঢোকার অনেক আগেই নিজের গন্তব্য নির্ধারণ করে মোবাইলে টিকিট কাটতে পারছেন। এতে করে একদিকে যেমন সময়ের সাশ্রয় হচ্ছে, অন্যদিকে ভিড়ও অনেকটাই কমছে স্টেশনগুলিতে। এই সুবিধার প্রচারে ইতিমধ্যেই বিভিন্ন স্টেশনে নিয়মিত ঘোষণা শুরু করেছে কর্তৃপক্ষ।