Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : বীরেন্দ্র শেহবাগ বা রাহুল কাউকেই তিনি রাখলেন না সেরা ওপেনার হিসেবে। বরং পূজারার চোখে সেরা ওপেনার সিএসকের প্রাক্তন (Cheteshwar Pujara)।
তার চোখে সেরা ওপেনার (Cheteshwar Pujara)
সামনেই এশিয়া কাপ, তার আগে চলছে ভারতের প্রাক্তন তারকা ব্যাটসম্যান পূজারা ঘোষণা করেছেন অবসর। ভারতের হয়ে টেস্টে একাই সামলেছেন ভারতের ব্যাটিং। তিন নম্বর পসিশনে রাহুল দ্রাবিড়ের পর হয়ে উঠেছিলেন অন্যতম ভরসাযোগ্য নাম (Cheteshwar Pujara)।
সদ্য নিজের সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে জানিয়েছেন অবসরের কথা। শুভেচ্ছা বার্তা জানিয়েছেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন ও বর্তমান তারকারা। পূজারা সেরা ওপেনার হিসেবে মুরলী বিজয়কেই বেছে নিয়েছেন। মুরলী বিজয়ের প্রশংসা করেছেন তিনি। যাঁদের সঙ্গে খেলেছেন, তাঁদের মধ্যে সেরা ওপেনার হিসেবে পূজারার ভোট গিয়েছে মুরলী বিজয়ের দিকেই (Cheteshwar Pujara)।

মুরলী বিজয় ৬১টি টেস্ট ম্যাচ খেলেছেন, ১৭টি ওয়ানডে ও ৯টি টি-টোয়েন্টি খেলেছেন। চেন্নাই সুপার কিংসের হয়ে দীর্ঘ সময় ধরে মুরলী বিজয় খেললেও পূজারা যখন চেন্নাইয়ের যোগ দেন, তখন তিনি দলে ছিলেন না। পূজারা মুরলী বিজয়কে ব্যতিক্রমী ওপেনার হিসেবে সম্বধন করে বলেছেন আমি যাঁদের সঙ্গে খেলেছি, তাঁদের মধ্যে অন্যতম সেরা। তিনি বলেন ‘তিন নম্বরে ব্যাট করতে নামলে সেরা ওপেনারকেই চাইবে সবাই। বিজয়ের সঙ্গে আমি স্মরণীয় পার্টনারশিপ গড়েছি। আমার মতে ওই সেরা ওপেনার।’
আরও পড়ুন : Sanju Samson: এক বলে জোড়া ছয়, বিধ্বংসী ব্যাটিংয়ে স্বস্তি পেল বোর্ড
২০১০ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেক হয়েছিল পূজারার। মোট ১০৩টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। ৭,১৯৫ রানের মালিক পূজারা। ১৯টি সেঞ্চুরি ও ৩৫টি হাফ সেঞ্চুরি করেন তিনি। তার টেস্টে সর্বোচ্চ রান ২০৬। পাঁচটি ওয়ানডে খেলে ৫১ রান করেছিলেন তিনি। ঘটনাক্রমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই শেষ টেস্ট ম্যাচ তিনি খেলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু হয় ২২ গজের যাত্রা আবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই শেষ হয় তার ক্রিকেট জীবন (Cheteshwar Pujara)।
রাহুল দ্রাবিড় পরবর্তী সময়ে পূজারার ডিফেন্স ভাঙা ছিল কার্যত কঠিন। তাবড় তাবড় বোলারদের বেগ পেতে হয়েছে তাকে আউট করতে। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পিছনে পূজারার অবদান অনস্বীকার্য। ২০২০-২১ মরশুমের ভারত অস্ট্রেলিয়া সিরিজে গাব্বায় শেষ দিন অজি বোলারদের বাউন্সার তাঁর শরীরে আঘাত করেছিল। সেই আঘাত নিয়েও তিনি ব্যাট করে যান। ২১১ বল খেলে ৫৬ রান করেছিলেন পূজারা। অজি বোলাররা পূজারার শরীর লক্ষ্য করে বল করলেও পূজারাকে দমাতে পারে নি। বরং তিনি শক্ত খুঁটি হয়ে দাঁড়িয়ে ছিলেন ক্রিজে (Cheteshwar Pujara)।