Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : পাঞ্জাবের একাধিক এলাকায় টানা বর্ষণের জেরে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে(Indian Army Rescue Operation)। গ্রামীণ জনপদ ভেসে গেছে জলে, বিপন্ন বহু মানুষের জীবন। এই কঠিন সময়েই ত্রাণ ও উদ্ধারকাজে হাত বাড়িয়েছে ভারতীয় সেনা। আর্মি এভিয়েশন ইউনিটের হেলিকপ্টারগুলো প্রতিকূল আবহাওয়ার মধ্যেও দিন-রাত এক করে চলছে বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে।
সেনার হেলিকপ্টার মোতায়েন (Indian Army Rescue Operation)
ভারতীয় সেনা জানিয়েছে, মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলার (HADR) অংশ হিসাবে সেনার বিমান ইউনিটকে নেমে আসতে হয়েছে পাঞ্জাবের বিভিন্ন অঞ্চলে(Indian Army Rescue Operation)। বিপজ্জনক পরিস্থিতির মধ্যেও আর্মি এভিয়েশনের হেলিকপ্টার পাইলটরা অক্লান্ত পরিশ্রম করছেন। তাঁদের মূল লক্ষ্য—যত দ্রুত সম্ভব বিপদগ্রস্ত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া।
লাসিয়ানে প্রাণরক্ষা অভিযান (Indian Army Rescue Operation)
২৭ অগস্ট বিকেল প্রায় ৪টার দিকে গুরুদাসপুর জেলার লাসিয়ান এলাকায় আকস্মিকভাবে বন্যার জল বেড়ে যায়। নিমেষে জনবসতিপূর্ণ অঞ্চল প্লাবিত হয়। স্থানীয় প্রশাসন খবর দিলে সেনা বিমান ইউনিট দ্রুত তৎপর হয়। সেনার তিনটি চিতা হেলিকপ্টার একের পর এক শাটল চালিয়ে উদ্ধার করে মোট ২৭ জনকে। ভয়াবহ পরিস্থিতির মধ্যেও তাঁদের সাহসী পদক্ষেপ বহু মানুষের জীবন বাঁচিয়েছে।

আরও পড়ুন : Bangladesh Election : বাংলাদেশের নির্বাচনের খসড়া চুড়ান্ত! ভোট হবে ফেব্রুয়ারিতেই
চরম প্রতিকূলতায় সেনার সাহসিকতা (Indian Army Rescue Operation)
বন্যা কবলিত এলাকায় তখন প্রচণ্ড বর্ষণ, ঘন মেঘে আকাশ আচ্ছন্ন, সঙ্গে তীব্র ঝোড়ো হাওয়া। এমন অবস্থায় হেলিকপ্টার উড়ানো সহজ নয়। কিন্তু আর্মি এভিয়েশন ইউনিটের পাইলটরা নিজেদের দক্ষতা ও সাহসিকতার পরিচয় দিয়ে বারবার হেলিকপ্টার নামিয়ে আটকে পড়া মানুষদের তুলে আনেন(Indian Army Rescue Operation)। সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার অভিযানের প্রতিটি ধাপ ছিল জীবন বিপন্ন করে করা এক দুঃসাহসিক প্রয়াস।
সেনার প্রতিশ্রুতি – জনগণের পাশে সবসময় (Indian Army Rescue Operation)
ভারতীয় সেনা (INDIAN ARMY) স্পষ্ট করে জানিয়েছে, বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত তাঁদের ত্রাণ ও উদ্ধারকাজ অব্যাহত থাকবে। সেনার এক মুখপাত্র বলেন, “আমরা সংকটের মুহূর্তে জনগণের পাশে থাকব। যতক্ষণ না সবাই নিরাপদ, আমাদের কাজ থামবে না।”
সেনার মূল মন্ত্র আবারও প্রমাণিত হলো এই অভিযানে – “Service Before Self”। শুধু দায়িত্ব নয়, মানবিক কর্তব্য হিসাবেই সেনার প্রতিটি সদস্য নিজেকে উজাড় করে দিচ্ছেন।

আরও পড়ুন : V Day Parade In China : চিনের বিজয় দিবসের কুচকাওয়াজে পুতিন-কিম সহ ২৬ দেশের নেতা, শক্তি প্রদর্শনে বেজিং
অবকাঠামোয় ক্ষতি (Indian Army Rescue Operation)
পাঞ্জাবের ভয়াবহ বন্যা শুধু সাধারণ মানুষের জীবন নয়, অবকাঠামোকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। গ্রামীণ অর্থনীতি, কৃষিকাজ, রাস্তা ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। এই পরিস্থিতিতে সেনার দ্রুত হস্তক্ষেপ বহু পরিবারকে বিপর্যয়ের মুখ থেকে রক্ষা করেছে।
ভারতীয় সেনার এই ভূমিকা আবারও দেখিয়ে দিল, দেশের প্রতিটি সংকটে তাঁরা নাগরিকদের সুরক্ষায় অটল। প্রতিকূল আবহাওয়ায় দুঃসাহসিক এই অভিযান ভবিষ্যতে দুর্যোগ মোকাবিলার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে।