Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল:কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজির অর্থপুষ্ট প্রকল্পে কাজ করছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (আইএসআই), বোস ইনস্টিটিউট এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় (Job News)। স্নাতক উত্তীর্ণেরা পাবেন আবেদনের সুযোগ।
বিশ্ববিদ্যালয়ে গবেষক নিয়োগ (Job News)
কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজির অর্থপুষ্ট প্রকল্পে কাজ করছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (আইএসআই), বোস ইনস্টিটিউট এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। সেই প্রকল্পেই সায়েন্টিফিক অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পদে গবেষক নিয়োগ করা হবে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে গবেষক প্রয়োজন। মাইক্রোবায়োলজি এবং প্রাণিবিদ্যা বিভাগের একটি প্রকল্পে গবেষক নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। শূন্যপদ রয়েছে একটি (Job News)।
বিজ্ঞান শাখায় যেকোনো বিষয়ে স্নাতক হয়েছেন এমন ব্যক্তিকেই নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে। নিযুক্ত ব্যক্তি পারিশ্রমিক হিসেবে পাবেন ১৮ হাজার টাকা ও তাছাড়া বাড়ি ভাড়া বাববাদ ভাতা দেয়া হবে। চার বছরের চুক্তিতে কাজের সুযোগ থাকছে এই প্রকল্পে। তবে পরে চুক্তির মেয়াদ পরিবর্তন করা হতে পারে।

আরও পড়ুন : iPhone 17 Series: নতুন চমক নিয়ে বাজারে ফোন লঞ্চ করতে চলেছে এই সংস্থা
২৯ অগাস্ট সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। যোগ্যতা যাচাই করে তবেই নিয়োগ করা হবে। এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট ওয়েবসাইট দেখে নিতে হবে। ইন্টারভিউয়ের দিন বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগে প্রার্থীদের জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের মতো নথি নিয়ে উপস্থিত থাকতে হবে (Job News)।