Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald J. Trump) ভারতের রফতানি পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করায় চরম বিপাকে পড়েছেন ভারতীয় ব্যবসায়ী ও রফতানিকারকেরা (Impact Of US Tariff)। পোশাক থেকে শুরু করে তথ্যপ্রযুক্তি সরঞ্জাম, যানবাহনের যন্ত্রাংশ, রাসায়নিক পণ্য—সব ক্ষেত্রেই মার্কিন বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে বিকল্প বাজার খুঁজতে মরিয়া হচ্ছেন ভারতীয় রফতানিকারকেরা।
প্রভাব পড়ছে আমেরিকান বাজারেও (Impact Of US Tariff)
শুল্ক বৃদ্ধির সিদ্ধান্তে ভারতের মতোই সমস্যায় পড়েছেন মার্কিন ব্যবসায়ী ও সাধারণ ভোক্তারাও (Impact Of US Tariff)। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে শুরু করেছে আমেরিকায়। বিশেষজ্ঞদের মতে, শুল্কের এই প্রত্যক্ষ প্রভাব আগামী দিনে মুদ্রাস্ফীতি আরও বাড়িয়ে তুলবে। ভারত থেকে আমেরিকায় রফতানিকৃত যন্ত্রাংশ, রাসায়নিক ও প্রযুক্তি সরঞ্জামের উপর নির্ভরশীল বহু মার্কিন সংস্থা এখন জোগান সমস্যায় পড়ছে। ফলে তাদের উৎপাদন ব্যাহত হচ্ছে এবং বিকল্প দেশ থেকে বেশি দামে কাঁচামাল কিনতে হচ্ছে।
ওষুধ ও চিকিৎসা সরঞ্জামে সাময়িক ছাড় (Impact Of US Tariff)
ভারত থেকে আমেরিকায় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের বিপুল রফতানি হয় (Impact Of US Tariff)। বর্তমানে সে দেশের মোট ব্যবহৃত ওষুধের প্রায় ৪০ শতাংশই আসে ভারত থেকে। ট্রাম্প প্রশাসন এখনও পর্যন্ত এই খাতে শুল্ক আরোপ করেনি। তবে পর্যবেক্ষকদের মতে, ভবিষ্যতে যদি এই ছাড় প্রত্যাহার করা হয়, তবে ওষুধ ও চিকিৎসা খরচ হু হু করে বেড়ে যাবে আমেরিকায়। বিমা ও স্বাস্থ্য খরচে চাপ পড়বে সাধারণ মানুষের উপর।

শেয়ার বাজারে ধস (Impact Of US Tariff)
শুল্ক বৃদ্ধির ঘোষণার পর বুধবার থেকেই ভারতের শেয়ার বাজারে বড় ধস নেমেছে। বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, দীর্ঘমেয়াদে এই শুল্ক যুদ্ধ অব্যাহত থাকলে ভারতের রফতানি খাত ও বিনিয়োগ উভয় ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব পড়বে।
ভিসা নীতি নিয়েও কড়াকড়ি (Impact Of US Tariff)
শুধু শুল্ক নয়, ট্রাম্প প্রশাসন ভিসা নীতিতেও কড়াকড়ি শুরু করেছে। গুগল, মাইক্রোসফট, আমাজ়নের মতো প্রযুক্তি সংস্থা বহু ভারতীয় পেশাজীবীর উপর নির্ভরশীল। যদি এ ক্ষেত্রেও বাধা তৈরি হয়, তবে আমেরিকার প্রযুক্তি খাতের উৎপাদন ও কর্মসংস্থান দুই দিকেই প্রভাব পড়বে বলে বিশেষজ্ঞদের মত।

আরও পড়ুন : US Tariff On India : রুশ তেল চালু থাকলে ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক উঠবে না , স্পষ্ট করলো ওয়াশিংটন
শুল্ক আরোপের কারণ (Impact Of US Tariff)
হোয়াইট হাউসের দাবি, রাশিয়ার কাছ থেকে তেল কেনায় ভারতের উপর এই অতিরিক্ত শুল্ক চাপানো হয়েছে (Impact Of US Tariff)। ট্রাম্পের মতে, ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনে সেই অর্থ পরোক্ষে ইউক্রেন যুদ্ধ চালানোর জন্য রাশিয়াকে সাহায্য করছে। তবে প্রশ্ন উঠছে, একই যুক্তিতে কেন চিনের উপর কোনও শুল্ক আরোপ করা হয়নি।
যদিও বিশ্লেষকরা মনে করছেন, এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী নাও হতে পারে। আলোচনার পথ এখনও খোলা আছে। দুই দেশের মধ্যে কূটনৈতিক বৈঠক ও অর্থনৈতিক সংলাপের মাধ্যমেই হয়তো সমাধানসূত্র বেরিয়ে আসবে। তবে ততদিন পর্যন্ত ভারতীয় রফতানি ব্যবসা এবং মার্কিন বাজার উভয়কেই শুল্ক-নীতির চাপে ক্ষতিগ্রস্ত হতে হবে।