Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : ২০১৫ সালের বহুল আলোচিত পরমাণু চুক্তি ভঙ্গের অভিযোগ তুলে ইরানের বিরুদ্ধে একযোগে নিষেধাজ্ঞা আরোপ করল ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি(Sanctions Over Iran)। আন্তর্জাতিক কূটনৈতিক মহলে পরিচিত এই তিন দেশকে ‘ই থ্রি’ নামে ডাকা হয়। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে তারা ইতিমধ্যেই একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে জানিয়েছে, ইরান তার প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে এবং চুক্তির একাধিক শর্ত লঙ্ঘন করেছে।
রাষ্ট্রপুঞ্জে নথিভুক্ত চিঠি (Sanctions Over Iran)
সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, নিরাপত্তা পরিষদে জমা দেওয়া চিঠিতে স্পষ্ট বলা হয়েছে, চুক্তি অনুযায়ী ইরানকে তার পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণে রাখতে হতো(Sanctions Over Iran)। কিন্তু তাদের কার্যকলাপ চুক্তির শর্ত ভঙ্গ করেছে। ফলে রাষ্ট্রপুঞ্জের কাছে অনুরোধ জানানো হয়েছে, অবিলম্বে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হোক। পাশাপাশি, ইরানকে ৩০ দিনের সময়সীমা দেওয়া হয়েছে যাতে তারা নিজেদের অবস্থান সংশোধন করতে পারে।
‘জেসিপিওএ’-র ছাড়পত্র ফের প্রত্যাহার (Sanctions Over Iran)
২০১৫ সালের ‘জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন’ (জেসিপিওএ) চুক্তির অধীনে ইরানের উপর থেকে বেশ কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল। কিন্তু নতুন পরিস্থিতিতে সেই সব ছাড় আবার প্রত্যাহার করা হতে পারে। যদিও ‘ই থ্রি’ জানিয়েছে, কূটনৈতিক পথে সমাধানের দরজা এখনও খোলা রয়েছে।

আরও পড়ুন : US Tariff On India : রুশ তেল চালু থাকলে ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক উঠবে না , স্পষ্ট করলো ওয়াশিংটন
আমেরিকার সমর্থন (Sanctions Over Iran)
ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। বরাবরই ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সরব ছিল আমেরিকা। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald J. Trump) আমলে একাধিক বার ইরানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল যে তারা গোপনে পরমাণু অস্ত্র তৈরি করছে।
ইরানের পাল্টা হুঁশিয়ারি (Sanctions Over Iran)
অন্যদিকে, ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাদের বিরুদ্ধে নেওয়া এই পদক্ষেপের ‘যথাযোগ্য উত্তর’ দেওয়া হবে(Sanctions Over Iran)। একই সঙ্গে তারা সতর্ক করেছে, যদি নিষেধাজ্ঞা আরোপ করা হয়, তবে আন্তর্জাতিক পরমাণু সংস্থা (আইএইএ)-র সঙ্গে সহযোগিতা থেকে তারা সরে দাঁড়াবে। ফলে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনার আবহ তৈরি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

অতীত সংঘাতের প্রেক্ষাপট (Sanctions Over Iran)
গত জুনেই ইজরায়েলের সঙ্গে সংঘাতে ইরানের বেশ কয়েকটি পরমাণু গবেষণাকেন্দ্রে বিমান হামলা চালিয়েছিল আমেরিকা। এই প্রেক্ষাপটে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ হওয়ায় ইরান ও পশ্চিমী শক্তির মধ্যে সম্পর্ক আরও তিক্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইরান বরাবরই দাবি করেছে যে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে। তবে পশ্চিমী দেশগুলির সন্দেহ, গোপনে তারা অস্ত্র তৈরি করছে। নতুন করে নিষেধাজ্ঞা আরোপ ও পাল্টা হুঁশিয়ারির কারণে আন্তর্জাতিক কূটনীতিতে উত্তেজনার নতুন অধ্যায় শুরু হলো বলেই মনে করছেন বিশ্লেষকরা।