Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : টোকিও সফরে গিয়ে জাপানের ঐতিহ্যবাহী দারুমা পুতুল উপহার পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Daruma Doll Gift To Modi)। শোরিনজান দারুমা–জি মন্দিরের প্রধান পুরোহিত এই পুতুলটি তুলে দেন তাঁর হাতে। দুই দিনের সফরে মোদী অংশ নেবেন ১৫তম ভারত–জাপান বার্ষিক সম্মেলনে এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বৈঠক করবেন।
দারুমা পুতুলের ইতিহাস ও তাৎপর্য (Daruma Doll Gift To Modi)
দারুমা জাপানের অন্যতম প্রাচীন সাংস্কৃতিক প্রতীক। ফাঁপা, গোলাকার, উজ্জ্বল রঙে আঁকা এই পুতুলটি স্থিতিশীলতা, অধ্যবসায় এবং সৌভাগ্যের প্রতীক(Daruma Doll Gift To Modi)। এটি বৌদ্ধ ভিক্ষু বোধিধর্মের আদলে তৈরি, যিনি জেন বৌদ্ধধর্মের প্রবর্তক বলে মনে করা হয়।
এর বিশেষ বৈশিষ্ট্য হল— যেভাবেই একে ফেলা হোক না কেন, পুতুলটি আবার সোজা হয়ে দাঁড়ায়। জাপানি প্রবাদে বলা হয়, “নানাকোরোবি ইয়াওকি”— সাতবার পড়ো, আটবার উঠে দাঁড়াও। জীবনে লড়াই চালিয়ে যাওয়ার বার্তা বহন করে এই পুতুল।
লক্ষ্যপূরণের প্রতীক (Daruma Doll Gift To Modi)
দারুমা পুতুল কেনার পর এর চোখ দুটি সাদা থাকে। মালিক প্রথমে একটি চোখে কালো কালি দিয়ে রঙ করেন, সঙ্গে করেন নিজের কোনো ইচ্ছে বা লক্ষ্য স্থির। লক্ষ্য পূরণ হলে অপর চোখে রঙ পূর্ণ করা হয়। এভাবেই এটি হয়ে ওঠে অঙ্গীকার ও সাফল্যের প্রতীক।
ব্যবসায়ী থেকে শুরু করে রাজনৈতিক নেতারা পর্যন্ত জাপানে দারুমা ব্যবহার করেন আশা, সংকল্প এবং উন্নতির চিহ্ন হিসেবে।

আরও পড়ুন : PM Modi Visit Japan : ভারত-জাপান অংশীদারিত্ব পারস্পরিক আস্থার প্রতীক, টোকিও সফরে বললেন মোদি
দারুমা পুতুলের উৎপত্তি (Daruma Doll Gift To Modi)
দারুমার জনপ্রিয়তা ঘিরে রয়েছে তাকাসাকির শোরিনজান দারুমা মন্দির। শতাব্দী আগে মন্দিরের প্রতিষ্ঠাতা নতুন বছরের শুভ প্রতীক হিসেবে বোধিধর্মের ছবি আঁকতেন। পরবর্তী সময়ে নবম পুরোহিত টোগাকু কাগজের তৈরি মূর্তির রূপ দেন, যা আজকের দারুমা পুতুলে রূপান্তরিত হয়েছে।
প্রতি বছর তাকাসাকিতে দারুমা উৎসব (Daruma-ichi) পালিত হয়। হাজারো মানুষ নতুন পুতুল কেনেন, লক্ষ্য স্থির করেন এবং পুরনো পুতুল ফেরত দেন কৃতজ্ঞতা স্বরূপ।
মোদিকে কেন উপহার দেওয়া হল দারুমা? (Daruma Doll Gift To Modi)
প্রধানমন্ত্রী মোদিকে (Narendra Modi) দারুমা উপহার দেওয়ার অর্থ কেবল একটি সৌজন্যমূলক বিনিময় নয়, বরং তা ছিল সাংস্কৃতিক শুভাশিস(Daruma Doll Gift To Modi)। এই পুতুলের মাধ্যমে তাঁর নেতৃত্বে অধ্যবসায়, দৃঢ়তা এবং সাফল্যের কামনা করা হয়েছে।
ভারত–জাপান সম্পর্ককে আরও শক্তিশালী করার বার্তা এবং বিশ্বাসও লুকিয়ে রয়েছে এই উপহারের ভেতরে। জাপানি ঐতিহ্যে দারুমা দেওয়া মানে কাউকে তাঁর লক্ষ্যপূরণের পথে আস্থা জানানো।

আরও পড়ুন : Sanctions Over Iran : পরমাণু চুক্তি লঙ্ঘনে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির
দুই সংস্কৃতির সেতুবন্ধন (Daruma Doll Gift To Modi)
ছোট্ট গোলাকার পুতুলটি হয়ে উঠল দুই দেশের সাংস্কৃতিক সেতুবন্ধনের প্রতীক। জাপানের শতাব্দীপ্রাচীন অধ্যবসায় ও সৌভাগ্যের দর্শন যেন মিলিত হল ভারতের বর্তমান উন্নয়ন ও কূটনৈতিক অঙ্গীকারের সঙ্গে।
এই উপহার শুধু একটি প্রতীক নয়, বরং ভারত–জাপান সম্পর্কের ভবিষ্যৎ যাত্রাপথে সৌভাগ্যের বার্তা বহন করছে।