Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারতের অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো ইন্ডিয়াজ গট ট্যালেন্ট খুব তাড়াতাড়ি নিয়ে আসছে নতুন সিজন (Indias Got Talent)। এই শো-র বিশেষত্বই হল যে এখানে শুধু গান বা নাচ নয়, এক মঞ্চে জায়গা পান নানা রকমের প্রতিভাধর মানুষ—জাদু থেকে শুরু করে এক্রোবেটিক্স, স্ট্যান্ড-আপ কমেডি থেকে অভিনব শিল্পকলা। সেই কারণেই দেশজুড়ে এই শো-র জনপ্রিয়তা তুঙ্গে। নতুন সিজন ঘিরে দর্শকদের আগ্রহও এখন তুঙ্গে।

বিচারকদের আসনে বড় পরিবর্তন (Indias Got Talent)
গত কয়েকটি সিজন ধরে দর্শক অভ্যস্ত ছিলেন কিরণ খের , বাদশা ও শিল্পা শেট্টিকে বিচারকের আসনে দেখতে। তাঁদের মন্তব্য, হাসি-ঠাট্টা আর আন্তরিকতা এই শো-কে করেছে আরও উপভোগ্য। তবে আসন্ন সিজনে ঘটতে চলেছে বড় পরিবর্তন।
নতুন বিচারক মণ্ডলী (Indias Got Talent)

- নভজ্যোত সিং সিধু – রাজনীতিবিদ ও প্রাক্তন ক্রিকেটার, যিনি তাঁর তীক্ষ্ণ ভাষা ও রসবোধের জন্য পরিচিত।
- নেহা কক্কর – জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার, যিনি ইতিমধ্যেই বিভিন্ন রিয়্যালিটি শো-তে বিচারকের ভূমিকায় সমাদৃত।
- অনুরাগ কাশ্যপ – বলিউডের খ্যাতনামা পরিচালক, যিনি তাঁর ভিন্নধর্মী দৃষ্টিভঙ্গি দিয়ে প্রতিভা বিচার করবেন।

এই তিনজনের মিশ্রণ নিঃসন্দেহে শো-কে একেবারে নতুন মাত্রা দেবে।
সঞ্চালকের আসনেও পরিবর্তন (Indias Got Talent)

গত সিজনে ইন্ডিয়াজ গট ট্যালেন্ট সঞ্চালনা করেছিলেন টেলিভিশন অভিনেতা অর্জুন বিজলানি। তাঁর সহজ-সরল উপস্থাপনা দর্শকদের মন জয় করেছিল। তবে নতুন সিজনে সঞ্চালনায় আসছেন হর্ষ লিম্বাচিয়া। জনপ্রিয় কমেডিয়ান ও চিত্রনাট্যকার হর্ষ তাঁর হিউমার ও উপস্থিত বুদ্ধি দিয়ে শো-র প্রাণ আরও বাড়িয়ে তুলবেন বলে আশা করা হচ্ছে।
১০ সিজনের পর সরে গেলেন কিরণ খের! (Indias Got Talent)
ইন্ডিয়াজ গট ট্যালেন্ট-এর নাম উচ্চারণ করলেই প্রথমেই মনে পড়ে কিরণ খেরের কথা। প্রথম সিজন থেকেই বিচারকের আসনে বসেছেন তিনি, আর এই শো-র সঙ্গে তাঁর নাম যেন অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে গেছে। তবে নতুন সিজনে আর দেখা যাবে না তাঁকে।
এর অন্যতম কারণ হতে পারে তাঁর শারীরিক অসুস্থতা। কিছুদিন আগে অনুপম খেরের ছবি তন্ভি – দ্য গ্রেট এর স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন কিরণ খের, তবে তাঁকে বেশ ক্লান্ত ও অসুস্থ মনে হয়েছিল। এই পরিস্থিতিতে দীর্ঘ শুটিং সিডিউল সামলানো তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না বলে মনে করা হচ্ছে। দর্শকদের কাছে এটি নিঃসন্দেহে একটি দুঃখজনক পরিবর্তন, কারণ তাঁর সহজ-সরল স্বভাব এবং খোলামেলা মন্তব্য বহু প্রতিযোগীর অনুপ্রেরণা ছিল।
আরও পড়ুন: Sridevi: শ্রীদেবীর সম্পত্তি নিয়ে বিতর্ক, আইনের দ্বারস্থ বনি কাপুর
নতুন সিজন ঘিরে প্রত্যাশা
নতুন বিচারক ও নতুন সঞ্চালকের হাত ধরে শো-টি যে নতুন রূপে ফিরবে, তা একপ্রকার নিশ্চিত। একদিকে অভিজ্ঞতা, অন্যদিকে নতুন প্রজন্মের দৃষ্টিভঙ্গি—এই মিশ্রণ দর্শকদের আরও বৈচিত্র্যময় অভিজ্ঞতা দেবে বলে আশা করা হচ্ছে।