Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শুরু হয়েছে হকি এশিয়া কাপ। চিনের দর্প চূর্ণ করে জয় ছিনিয়ে নিলো ভারত। জয় দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু দলের (Hockey Asia Cup 2025)।
জয় দিয়ে শুরু এশিয়া কাপ অভিযান (Hockey Asia Cup 2025)
সামনেই শুরু হতে চলেছে ক্রিকেটের এশিয়া কাপ। ক্রিকেটে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে চলছে বিতর্ক। দুই দেশের সম্পর্ক এখন তলানিতে আর সেই পরিস্তিতিতে অনেকেই চায় না ভারত পাকিস্তান মুখোমুখি হোক এশিয়া কাপে। শুরু হয়ে গেছে হকির এশিয়া কাপ। যেখানে পাকিস্তান তাদের দল ভারতে পাঠাতে অস্বীকার করেছে (Hockey Asia Cup 2025)।
এশিয়া কাপে ভারতের প্রথম খেলা ছিল চিনের সাথে। ভারতীয় দল নিজেদের প্রথম ম্যাচে চিনকে ৪-৩ গোলে হারিয়েছে। ভারতের হয়ে হরমনপ্রীত সিং ৩টি গোল করেছেন। বিহারের রাজগিরে অনুষ্ঠিত ভারত চিন হাড্ডাহাড্ডি লড়াইয়ে ভারত জয়ের হাসি হাসলো শেষ পর্যন্ত।
তৃতীয় কোয়ার্টারে দুই দলের স্কোর ছিল ৩-৩। এরপর চতুর্থ ও শেষ কোয়ার্টারে ভারত নিজেদের দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে প্রতিপক্ষ চিনকে ৪-৩ গোলে হারিয়ে দেয়। এই লিডই শেষ পর্যন্ত বজায় রাখতে সক্ষম হয় টিম ইন্ডিয়া (Hockey Asia Cup 2025)। এশিয়া ভারত রয়েছে গ্রুপ এ’তে। সেখানে চিন ছাড়াও রয়েছে জাপান ও কাজাখস্তান ৷ আগামী 31 অগস্ট ও 1 সেপ্টেম্বর ভারত খেলবে যথাক্রমে জাপান ও কাজাখস্তানের বিরুদ্ধে (Hockey Asia Cup 2025)।
আরও পড়ুন : IPL 2026: নাইট শিবিরে নতুন ক্যাপ্টেন, তবে কি শেষ হতে চললো রাহানের সময়?
বিহারে রাজগিরে এশিয়ার আট দেশকে নিয়ে শুরু হয়েছে এশিয়া কাপ। তিনবারের এশিয়া কাপ বিজয়ী দল পাকিস্তান ভারতে খেলতে না আসার কারণে বাংলাদেশ খেলতে এসেছে এশিয়া কাপ। প্রথম ম্যাচে খেলতে নেমেই হারের মুখোমুখি হতে হয় বাংলাদেশ দলকে। মালয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচে ৪-১ গোলে হেরে যায় বাংলাদেশ দল। বাংলাদেশ শুরুতে এগিয়ে থাকলেও পরপর গোল করে দারুণভাবে লড়াইয়ে ফেরত আসে মালয়েশিয়া এবং ছিনিয়ে নেয় জয় (Hockey Asia Cup 2025)।