Last Updated on [modified_date_only] by Ananya Dey
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : পরীক্ষায় বসার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ অযোগ্যদের তালিকায় নাম থাকা চিহ্নিত দাগিদের একাংশ। মামলা দায়েরের অনুমতি বিচারপতি সৌগত ভট্টাচার্য্যের। আগামী কাল তথা মঙ্গলবারই শুনানির সম্ভাবনা। অপরদিকে, এসএসসি প্রকাশিত অযোগ্যদের তালিকাকে অসম্পূর্ণ দাবি করে, সেই তালিকাকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হতে চলেছে সুপ্রিম কোর্টেও।
পরীক্ষায় বসতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ অযোগ্যদের একাংশ (Calcutta High Court)
এবার এসএসসি-এর নতুন নিয়োগের পরীক্ষায় বসতে চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন ‘দাগি’ বা অযোগ্য শিক্ষকদের একাংশ। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য্য। আগামীকাল তথা মঙ্গলবারই শুনানির সম্ভাবনা।
৩৫০ দাগি শিক্ষক কলকাতা হাইকোর্টের দ্বারস্থ (Calcutta High Court)
গত শনিবার রাতে সুপ্রিম কোর্টের নির্দেশে ১৮০৬ জনের অযোগ্য বা চিহ্নিত দাগি শিক্ষকদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। সেই সঙ্গে, আরও একটি তালিকা প্রকাশ করে এসএসসি। যাতে বলা হয়, মোট ১৪০০ জন দাগি পুনরায় নতুন নিয়োগ পরীক্ষা দেওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন। তাদের অ্যাডমিট কার্ড বাতিল করা হয়। এরপরই প্রায় ৩৫০ দাগি শিক্ষক কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন।
দাগি শিক্ষকদের অভিযোগ
তাঁদের অভিযোগ, কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) তাঁদের দাগি বলে চিহ্নিত করেনি। কিন্তু এসএসসি তাঁদের দাগি বা অযোগ্যদের তালিকায় ফেলেছে। তাই তাঁরা নতুন নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষায় অংশ নিতে পারছেন না। পাশাপাশি, সুপ্রিমকোর্ট চিহ্নিত অযোগ্যদের একাধিক ক্যাটাগরিতে ভাগ করতে নির্দেশ দিয়েছিল। কিন্তু এসএসসি তাও করেনি। তাই পরীক্ষায় বসার আবেদন জানিয়েই আদালতের দ্বারস্থ হন চিহ্নিত অযোগ্যদের তালিকায় নাম থাকাদের একাংশ। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য্য। আগামীকাল মামলার শুনানির সম্ভাবনা।
আরও পড়ুন : WB Weather Report: সক্রিয় মৌসুমি বায়ুর জের, দক্ষিণে ফের বৃষ্টির আশঙ্কা!
মামলা হতে চলেছে সুপ্রিম কোর্টেও
শুধু হাইকোর্ট নয়, এসএসসি প্রকাশিত অযোগ্যদের তালিকাকে চ্যালেঞ্জ করে মামলা হতে চলেছে সুপ্রিম কোর্টেও। এই তালিকা সম্পূর্ণ নয়। এর বাইরে আরও অনেক অযোগ্য রয়েছে। এমনকি, ২০১৬ সালের মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে বেআইনিভাবে যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের নামও তালিকায় নেই। এই বিষয়ে খুব শীঘ্রই সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করবেন বলে জানিয়েছেন আইনজীবী ফিরদৌস শামিম।
আরও পড়ুন : Kolkata Metro: চাকরির পরীক্ষা মাথায় রেখে আজ ব্লু ও গ্রিন লাইনে বিশেষ পরিষেবা!
যদিও আজ সুপ্রিম কোর্টে এসএসসি জানিয়ে দিয়েছে যে তারা সমস্ত দাগি বা অযোগ্যদের বাদ দিয়েছে। এদিন বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চে একথা জানিয়েছেন এসএসসি-এর আইনজীবী।