Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: হকি এশিয়া কাপে টানা তিন ম্যাচ জিতে শেষ চারে সহজেই জায়গা করে নিয়েছে ভারতীয় হকি দল (Hockey Asia Cup)। ১৫-০ ব্যবধানে কাজাখস্তানের বিরুদ্ধে জয় ভারতের।
ভারতের দাপট অব্যাহত (Hockey Asia Cup)
এশিয়া কাপ হকিতে ভারতের সুপার ফোরে যাওয়া নিশ্চিত হয়ে গিয়েছিল। সোমবারের ম্যাচটি ছিল নিয়মরক্ষার। সেই ম্যাচেও কাজাখস্তানকে নাস্তানাবুদ হতে হলো ভারতের কাছে। চিনের বিরুদ্ধে জয় দিয়ে শুরু হয়েছিল ভারতের এশিয়া কাপ যাত্রা। পরপর ম্যাচে জাপান ও কাজাখস্তানকে হারিয়ে এশিয়া কাপে নিজেদের দাপট ধরে রাখলো হরমনপ্রীতরা (Hockey Asia Cup)।
ম্যাচ শুরুর সময়ে হয়তো স্বপ্নেও এই ফলের আশা করেন নি কাজাখস্তানেই প্লেয়াররা। কিন্তু ভারতের আক্রমণের সামনে কার্যত দাঁড়াতেই পারে নি তারা। শুরুর কিছু সময়ের মধ্যেই একতরফা খেলায় পরিণত হয় ম্যাচ। একাই সেদিন চার গোল করেছেন অভিষেক। হ্যাটট্রিক করলেন যুগরাজ সিং ও সুখজিৎ সিং। তিন ম্যাচেই জিতে গ্রুপ ‘B’-র শীর্ষে থেকে শেষ চারে পৌঁছে গেল ভারত। প্রথম ম্যাচে হাড্ডাহাড্ডি খেলা হয়েছিল যার ফল হয়েছিল ৪-৩। জাপানের বিরুদ্ধে ভারত যেতে ৩-২ গোলে। শুরু থেকেই ব্যাকফুটে থাকা কাজাখস্তানকে নিজেদের দাপটের সামনে টিকতেই দিল না ভারত।

আরও পড়ুন : lifestyle: ভোরবেলার অভ্যাসেই লুকিয়ে আছে অসুখের সূত্র!
এই টুর্নামেন্ট থেকে আগেই ছিটকে গিয়েছিল কাজাখস্তান। ফলে এই ম্যাচে তাদের হারানোর মতো কিছু না থাকলেও এই ফল যেন অপ্রত্যাশিত ছিল। প্রথম কোয়ার্টারেই তিন গোলে লিড নেয় ভারত। ম্যাচের পঞ্চম ও অষ্টম মিনিটে গোল আসে অভিষেকের হাত ধরে। ১৫ মিনিটে গোলের ব্যবধান বাড়ান সুখজিৎ সিং। অভিষেক নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন ২০ মিনিটের মাথায়। তৃতীয় কোয়ার্টার শেষ হওয়ার আগে নিজের হ্যাটট্রিক যখন সম্পূর্ণ করেন সুখজিৎ তখন ভারতের স্কোর দাঁড়ায় ১১-০। দিলপ্রীত সিং ও সঞ্জয় সেদিন গোল পেয়েছেন। শেষ পর্যন্ত ভারত যখন খেলা শেষ করে স্কোর বোর্ড তখন ১৫-০, ফলে বোঝাই যায় গোটা ম্যাচের রাশ ছিল ভারতের হাতে (Hockey Asia Cup)।

ভারত ছাড়াও সুপার ফোরে জায়গা করে নিয়েছে মালয়েশিয়া, চিন ও দক্ষিণ কোরিয়া। সুপার ফোরে প্রত্যেকটা দল একে ওপরের মুখোমুখি হবে। চিন ছাড়াও ভারতের প্রতিপক্ষ হিসেবে থাকছে মালয়েশিয়া এবং কোরিয়া (Hockey Asia Cup)।