Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : ভারতীয় নৌবাহিনীর ফার্স্ট ট্রেনিং স্কোয়াড্রন (1TS) আফ্রিকার পূর্ব উপকূলীয় দেশ সেশেলসে চার দিনের সফর সম্পন্ন করেছে (Indian Navy)। ৪ সেপ্টেম্বর পোর্ট ভিক্টোরিয়া থেকে যাত্রা করার আগে নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এই সফরের মূল উদ্দেশ্য ছিল দুই দেশের সামুদ্রিক সহযোগিতা আরও জোরদার করা। সফরটি নৌবাহিনীর চলমান লং রেঞ্জ ট্রেনিং প্রোগ্রামের অংশ ছিল।
স্কোয়াড্রনের অন্তর্গত INS তীর, INS শার্দুল এবং ভারতীয় কোস্ট গার্ড জাহাজ সারথি সেশেলস ডিফেন্স ফোর্সের (SDF) সঙ্গে যৌথ কার্যক্রমে অংশ নেয়।
প্রশিক্ষণ, সংস্কৃতি ও কূটনৈতিক আলাপচারিতা (Indian Navy)
সফরের সময় নানা ধরনের কর্মসূচি আয়োজন করা হয়—পেশাদার প্রশিক্ষণ বিনিময়, সাংস্কৃতিক অনুষ্ঠান, কমিউনিটি আউটরিচ এবং সৌহার্দ্য বৃদ্ধির কার্যক্রম(Indian Navy)।
ক্যাপ্টেন টিজো কে জোসেফের নেতৃত্বে ভারতীয় নৌবাহিনীর সিনিয়র অফিসাররা সেশেলসের পররাষ্ট্র ও পর্যটনমন্ত্রী সিলভেস্ট্রে রাডেগোন্ডে এবং প্রতিরক্ষা বাহিনীর প্রধান মেজর জেনারেল মাইকেল রোসেটের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
নৌবাহিনীর জাহাজে আয়োজিত এক বিশেষ সংবর্ধনায় SDF-এর শীর্ষ নেতৃত্ব, কূটনীতিক, ভারতীয় সম্প্রদায়ের সদস্য এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। মেজর জেনারেল রোসেট আঞ্চলিক নিরাপত্তা বৃদ্ধিতে ভারতীয় নৌবাহিনীর ভূমিকার প্রশংসা করেন।
মানবিক উদ্যোগ ও সাংস্কৃতিক বন্ধন (Indian Navy)
সরকারি বৈঠকের বাইরে সফরে ছিল একাধিক মানবিক ও সামাজিক কর্মসূচি(Indian Navy)। ভারতীয় নাবিকরা স্থানীয় বাসিন্দা এবং সেশেলসে বসবাসরত ভারতীয়দের নিয়ে ইয়োগা সেশন আয়োজন করেন।
ভিক্টোরিয়ার বিখ্যাত ক্লক টাওয়ারের কাছে ভারতীয় নৌবাহিনীর ব্যান্ড সঙ্গীত পরিবেশন করে, যা বিপুল সংখ্যক দর্শককে আকর্ষণ করে। এছাড়া ভারতীয় নাবিক ও সেশেলস বাহিনীর সদস্যদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ সৌহার্দ্যের বার্তা বহন করে। পয়েন্ট লারুর একটি বৃদ্ধাশ্রমে খাদ্য ও চিকিৎসা সহায়তা দেওয়া হয়।

আরও পড়ুন : CDS Anil Chauhan : চিনের সঙ্গে সীমান্ত সমস্যা এখনও বড় চ্যালেঞ্জ, বললেন জেনারেল অনিল চৌহান
প্রশিক্ষণ বিনিময় ও আন্তর্জাতিক সহযোগিতা (Indian Navy)
প্রশিক্ষণ বিনিময় ছিল সফরের অন্যতম মূল দিক(Indian Navy)। ভারতীয় প্রশিক্ষণার্থীরা সেশেলস কোস্ট গার্ড বেস ও মেরিটাইম ট্রেনিং সাপোর্ট সেন্টার পরিদর্শন করেন। অপরদিকে SDF সদস্যরা ভারতীয় জাহাজে অস্ত্র পরিচালনা এবং অগ্নিনির্বাপণ কৌশল বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ নেন।

এই সফরের সময় একটি স্প্যানিশ নৌবাহিনীর জাহাজ, ESPS Navarra,-এর সঙ্গে পেশাদার যোগাযোগও আঞ্চলিক বহুপাক্ষিক সহযোগিতার দিকটি উজ্জ্বল করে তোলে।