ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মিজোরামের মুখ্যমন্ত্রী (Mizoram CM) লালদুহোমা (Mizoram CM Lalduhoma) মিজোরামের উপজাতি জনগোষ্ঠী কুকি-জোদের জন্য একটি দেশ চেয়ে হঠাৎই ব্যাপক বিতর্কে জড়িয়েছেন। তিনি আমেরিকা সফরে গিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন।
কী বলেন তিনি? (Mizoram CM Lalduhoma)
আমেরিকা সফরে গিয়ে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহোমা (Mizoram CM Lalduhoma) ভিড়ের উদ্যেশ্যে বলেন, “আমার আমেরিকায় আসার আমন্ত্রণ গ্রহণ করার প্রাথমিক কারণ হল আমাদের সকলের জন্য ঐক্যের পথ খোঁজা। আমরা একই রকম মানুষ, ভাই-বোন এবং আমরা একে অপরের থেকে বিভক্ত বা আলাদা হতে পারি না।“
তিনি আরও বলেন, “আমি চাই আমাদের এই দৃঢ় প্রত্যয় এবং আত্মবিশ্বাসের মাধ্যমে একদিন ঈশ্বরের শক্তিতে আমরা আমাদের জাতিত্বের জন্য একজনের নেতৃত্বে একসঙ্গে জেগে উঠব।”
এরপরেই সেই বিতর্কিত মন্তব্যটি করেন মিজোরামের মুখ্যমন্ত্রী। লালদুহোমা বলেন, “একটি দেশের সীমানা থাকতে পারে, একটি সত্যিকারের জাতি এই ধরনের সীমাবদ্ধতা অতিক্রম করে। আমরা অন্যায়ভাবে বিভক্ত হয়েছি, তিনটি ভিন্ন দেশে তিনটি ভিন্ন সরকারের অধীনে থাকতে বাধ্য হয়েছি, এবং এটি এমন কিছু যা আমরা কখনই মেনে নিতে পারি না।”
পুরনো মন্তব্য (Mizoram CM Lalduhoma)
মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহোমার (Mizoram CM Lalduhoma) এই মন্তব্যটি প্রায় একমাস পুরনো। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এই মন্তব্যের ভিডিয়ো ও লিখিত কপি প্রকাশিত হতেই ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। তাহলে কি নতুন দেশ চাইলেন মিজোরামের মুখ্য মন্ত্রী? এই জল্পনা শুরু হয়েছিল বেশ কয়েক মাস আগে।
আরও পড়ুন: নেক্সট টার্গেট ভাইজান! ফের সলমনকে খুনের হুমকি
নতুন দেশের দাবি?
এই বছরের শুরুতে বাংলাদেশের ভোটের পরেই বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ তুলেছিলেন, একটি পশ্চিমী দেশ বাংলাদেশের উপর প্রভাব খাটিয়ে বাংলাদেশকে ভাগ করতে চাইছে। এরপর সেই প্রসঙ্গ প্রকাশ্যে আনার পরেই পতন ঘটে শেখ হাসিনা সরকারের। তাহলে কী শেখ হাসিনা সরকারের পতনের আবার সেই নতুন দেশ তৈরির করছে সেই পশ্চিমী দেশ?
রিপোর্টের দাবি
একটি রিপোর্টে দাবি করা হয়েছিল, ভারত-মায়ানমার-বাংলাদেশ সীমান্তে কিছু এলাকা ও গোষ্ঠী নিয়ে একটি খ্রিষ্টান প্রধান দেশ তৈরি করতে চায় আমেরিকা। আর ভারতের মিজোরামের কুকি-জো জনগোষ্ঠী একটি খ্রিষ্টান উপজাতি জনগোষ্ঠী। যে উপজাতি জনগোষ্ঠীর মানুষরা ভারত-বাংলাদেশ ও মায়ানমার এই তিনটি দেশেই বসবাস করেন। ব্রিটিশরা দেশ ছাড়ার পর এই জনজাতির মানুষরা তিনটি দেশে তিনটি আলাদা সরকারের অধীনে রয়েছেন। আর এই প্রসঙ্গটিই তুলে ধরে মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহোমা এই বিতর্কিত মন্তব্য করেন।
আরও পড়ুন: Bypoll: ৭ দিন পিছিয়ে গেল উপনির্বাচন, বদলে গেল ১৪ আসনে ভোটগ্রহণের দিনক্ষণ
মিজোরামে প্রভাব
মিজোরামে এই কুকি-জো জনগোষ্ঠীর ব্যপক প্রভাব রয়েছে। এখানে ZPM ( ZORAM PEOPLE’S MOVEMENT) দলের ব্যাপক প্রভাব রয়েছে। আর এই দলেরই মুখ্যমন্ত্রী লালদুহোমা। আর এই জন্য ভারতের কোনও জাতীয় রাজনৈতিক দল মিজোরামের রাজনীতিতে খুব বেশি প্রভাব ফেলতে পারে না। আর এরই মধ্যে মিজোরামের এই উপজাতি জনগোষ্ঠীর হয়ে আমেরিকা সফরে এক দেশ ও এক জাতির কথা বলছেন ZPM নেতা মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহোমা।
হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে যুক্ত হন আমাদের সঙ্গে। ক্লিক করুন এখানে।
কবে বললেন তিনি?
গত ৪ঠা সেপ্টেম্বর মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহোমা আমেরিকার ইন্ডিয়ানাপলিসের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেছিলেন। কিন্তু, তখন সেই বক্তব্য খুব বেশি আলোচিত হয়নি। কিন্তু, সম্প্রতি এই মন্তব্যের ভিডিয়ো ও লিখিত কপিটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় এবং বিতর্ক শুরু হয়।