Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : ইউএস ওপেনের সেমিফাইনালে নোভাক জকোভিচকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিলেন কার্লোস আলকারাজ (US Open 2025)।
জকোভিচকে হারিয়ে ফাইনালে আলকারাজ (US Open 2025)
যুক্তরাষ্ট্র ওপেনে আলকারাজের কাছে থামতে হলো সার্বিয়ান তারকাকে। নোভাক জকোভিচ এখনও লড়াই চালিয়ে যাচ্ছে টেনিস কোর্টে। খেতাব জয়ের থেকে দূরেই থাকতে হলো তাকে। ফাইনালের আগেই ‘জোকার’ বিদায়ে তার সমর্থকদের মনখারাপ। তবে আলকারাজ ও সিনার হাত ধরে যেন সূচনা হতে চলেছে টেনিসের নবযুগের। একদিক যেমন সেমিফাইনালে আলকারেজ জিতলেন জকোভিচের বিরুদ্ধে তেমনই অন্যদিকে অ্যালিয়াসেমের বিরুদ্ধে চার সেটে ম্যাচ জিতে নিলেন সিনার (US Open 2025)।
চলতি বছর গ্র্যান্ড স্ল্যামে ট্রফিহীন থাকতে হলো জকোভিচকে। বিশ্বের প্রথম টেনিস খেলোয়াড় হিসাবে বছরের চারটি গ্র্যান্ড স্ল্যামেরই সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছিলেন তিনি কিন্তু সেখান থেকেই বিদায় নিতে হল টেনিস তারকাকে। একসময়ে গ্র্যান্ডস্ল্যামের ফাইনালেই প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যেত রাফায়েল ও রজার ফেডেরারকে। এখনও কিছুটা পথ বাকি থাকলেও সিনার বনাম আলকারাজ লড়াই যেন অমোঘ নিয়মে পরিণত হচ্ছে। বর্তমান টেনিস ব়্যাঙ্কিংয়ের নিরিখে আলকারাজ ও সিনার বিশ্বের এক ও দুই নম্বর টেনিস তারকা। দিনের সাথে সাথে তাদের খেলাও যেন হয়ে উঠছে আরও ক্ষুরধার। চলতি বছরে তৃতীয় বার মুখোমুখি হতে চলেছেন তারা (US Open 2025)।

আরও পড়ুন: Shah Rukh Khan: ধূসর চুলে ভাইরাল শাহরুখ, বড় অনুরোধ ম্যানেজমেন্ট টিমের!
তবে অভিজ্ঞ জকোভিচ যে লড়াই না করে এক ইঞ্চি জমিও ছাড়বেন না সেটা দ্বিতীয় সেটের শুরুতেই বুঝিয়ে দিয়েছিলেন। দ্বিতীয় গেমে আলকারাজের সার্ভিস ভাঙলেন সার্বিয়ান তারকা। এর আগে ৭৪টি সার্ভিস গেমের মধ্যে ৭৩টি জিতেছিলেন স্প্যানিশ তারকা তবে অভিজ্ঞ জকোভিচের কাছে তাকে সার্ভিস খোয়াতে হল। যদিও দ্রুত নিজের ভুল শুধরে আবার খেলায় ফেরেন আলকারাজ। ০–৩ পিছিয়ে থেকে ৩–৩ করেন তিনি।
আলকারাজের খেলা দেখে বোঝা যাচ্ছিল তিনি সেদিন কোর্টে নেমেছনে আক্রমণাত্মক মেজাজেই। আর সেই আক্রমণের কাছেই হার মানতে হলো অভিজ্ঞ জকোভিচকে। আলাকারাজ চলতি যুক্তরাষ্ট্র ওপেনে এক সেটও না খুইয়ে ফাইনালে পৌঁছেছেন। দ্বিতীয়বার যুক্তরাষ্ট্র ওপেন ও ষষ্ঠ গ্র্যান্ডস্ল্যাম জয়ের লক্ষ্যে দিকে আর একধাপ দূরে তিনি। আলকারাজ ও সিনার কোর্টে মুখোমুখি মানেই সেই খেলা হয়ে ওঠে হাড্ডাহাড্ডি ও উত্তেজনার। আবারও সেরকম একটা ফাইনাল দেখার অপেক্ষায় টেনিস বিশ্ব (US Open 2025)।