Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: RailTel পেয়েছে বড় সরকারি অর্ডার আর তারপরেই বেড়ে গেছে এর শেয়ার দর (Stock Market)।
সরকারি অর্ডারে চাঙ্গা শেয়ার (Stock Market)
বাজার খোলার সাথে সাথেই RailTel-এর শেয়ার বেড়েছে ৬ শতাংশ। তবে বেলা বাড়ার সাথে সাথে সংস্থার শেয়ার কিছুটা পড়তে দেখা গেলেও সেটা আগের দিনের তুলনায় বেড়েছে ৩.৭০ শতাংশ। সংবাদমাধ্যম সূত্রের খবর অনুযায়ী স্টেট প্রজেক্ট ডিরেক্ট এবং বিহার এডুকেশন প্রজেক্ট কাউন্সিলের থেকে একাধিক প্রজেক্টের অর্ডার পেয়েছে এই সংস্থা। তারপরেই দূরন্ত লাফ দেখা গেছে এই সংস্থার শেয়ারে। সোমবার বাজার বন্ধ হওয়ার পর এই প্রজেক্টের বিষয়টা প্রকাশ্যে আসে যার জেরে গতকাল লগ্নিকারিরা ভরসা রেখেছে এই স্টকে (Stock Market)।

কোন কোন প্রজেক্ট হাতে রয়েছে সংস্থার: এক্সচেঞ্জ থেকে প্রাপ্ত নথি অনুযায়ী RailTel-এর হাতে রয়েছে BEPC-র তিনটি বড় অর্ডার। তাছাড়াও সরকারি সেকেন্ডারি ও সিনিয়র সেকেন্ডারি স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরির মতো প্রজেক্ট হাতে পেয়েছে এই সংস্থা। আনুমানিক ২৫০ কোটি টাকার প্রজেক্ট এটা। ICT ল্যাবের জন্যও একটি প্রজেক্ট পেয়েছে সংস্থা। তাছাড়াও বিহারের বিহারের সরকারি স্কুলের প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষা সরঞ্জাম জোগানের অর্ডার রয়েছে RailTel-এর হাতে (Stock Market)।
আরও পড়ুন: Daily Horoscope: শনি ও বুধের যুগল প্রভাব, সৌভাগ্যের দ্বার খুলবে কাদের?
রেলের অধীনে থাকা RailTel পিএসইউ অ্যাসেট। RailTel ভারতের বৃহৎ টেলিকম পরিকাঠামো তৈরির সংস্থাগুলোর মধ্যে অন্যতম। এই সংস্থার নেট প্রফিট বৃদ্ধি পেয়েছে ১২ শতাংশ আর সেটা হয়েছে ২০২৬ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ইয়ার-অন-ইয়ার বেসিসে (Stock Market)।
(শেয়ার মার্কেটে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। লাভের পাশাপাশি আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে। এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্য দেওয়ার জন্য। শেয়ার কেনাবেচা সংক্রান্ত কোনও মত ট্রাইব টিভির নেই। তাই বিনিয়োগের পূর্বে মার্কেট সংক্রান্ত বিষয় খুঁটিয়ে জেনে নিতে হবে এবং অভিজ্ঞদের মতামত নেওয়া বাঞ্চনীয়।)