Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গতকাল থেকে শুরু হয়েছে এশিয়া কাপ। আজ ভারত নামতে চলেছে UAE-র বিরুদ্ধে (Asia Cup)। তার আগেই নেটে আনকোরা বোলারের কাছে ‘ক্লিন বোল্ড’ হলেন ভারতীয় দলের তারকা ব্যাটার শুভমান গিল।
দুই বন্ধুর বিপরীত চিত্র (Asia Cup)
বুধবার তথা আজ ভারত এশিয়া কাপে প্রথম ম্যাচ খেলতে মাঠে নামছে। প্রতিপক্ষ UAE, তুলনামূলক দুর্বল দল হিসেবেই ধরা হচ্ছে তবে খেলার গতি প্রকৃতি কখন বদলে যায় সেটা বলা যায় না। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে মাঠে নামার আগে ভারত প্রস্তুতিতে কোনও খামতি রাখতে নারাজ। সেই মতো নেটে অনুশীলনে দেখা যাচ্ছে ভারতীয় শিবিরকে (Asia Cup)।
তবে প্রথম ম্যাচ শুরু হওয়ার আগে ঘটলো এমন এক ঘটনা যা এখন ক্রিকেটপ্রেমীদের মধ্যে চর্চার বিষয়। একদিকে ভারতের বাঁ হাতি বাটার যেমন ভরসা জাগিয়েছে সমর্থকদের মনে তেমনই চিন্তায় রাখতে পারে আরেক তারকা ব্যাটার। প্রথম ম্যাচের আগে ব্যাটিং প্র্যাকটিসে অভিষেক শর্মার কীর্তিতে খুশি ভারতীয় সমর্থকরা। তিনি প্রায় ২৫-৩০টা ছয় মারেন। মঙ্গলবার ঐচ্ছিক ট্রেনিং ছিল ভারতীয় দলের আর সেদিনের আকর্ষণ ছিলেন এই তরুণ বাঁ-হাতি ব্যাটসম্যান। সেদিন তিনি নেট বোলাদের বিরুদ্ধে ২৫-৩০টি ছক্কা হাঁকান , এর ফলে তার আত্মবিশ্বাস বাড়বে বলেই মনে করা হচ্ছে।

একদিকে যেমন বাঁ-হাতি তরুণের ব্যাটিং ঝড় তেমনই অন্যদিকে স্থানীয় নেট বোলারের বিরুদ্ধে বোল্ড হন শুভমান গিল। প্র্যাকটিস সেশনে ফাস্ট বোলারদের বিরুদ্ধে গিলকে বেশ ভাল ফর্মে দেখা যায়। তাকে কভার ড্রাইভে চেনা ছন্দে ধরা দিতে দেখা যায় ভারতীয় টেস্ট দলের অধিনায়ককে। কিন্তু তারপরেই হঠাৎ ছন্দপতন। স্থানীয় এক নেট বোলারের বিরুদ্ধে গিলের অফ স্ট্যাম্প ছিটকে যায়।
আরও পড়ুন: Mamata Banerjee: “দেখি কার এত সাহস!”-ডবল ইঞ্জিন সরকারকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর!
প্রথম একাদশে গিলের থাকা নিশ্চিত তবে প্রশ্ন একটাই তিনি কোন পজিশনে খেলবেন। সম্ভাব্য দুটো পজিশনের কথা শোনা যাচ্ছে ওপেন নয়তো তিন নম্বরে , এখন দেখার তাকে কোন পজিশনে নামতে দেখা যায়। তবে এই দুই তরুণ ক্রিকেটারের গুরু ছিলেন ভারতের প্রাক্তন তারকা যুবরাজ সিং।
ঐচ্ছিক অনুশীলন থাকায় সেদিন প্র্যাকটিসে দেখা যায় নি যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন এবং হর্ষিত রানাদের। তবে সেদিন ফিল্ডিং কোচের সাথে অনেকটা সময় মাঠে কাটাতে দেখা যায় জীতেশ শর্মাকে। দলের ফিল্ডিং কোচ টি দিলীপের তত্ত্বাবধানে ক্যাচিং ড্রিল প্র্যাকটিস করতে দেখা যায় আটকে (Asia Cup)।