Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কলকাতা মেট্রোয় (Kolkata Metro Rail) সমস্যা যেন থামছেই না। সপ্তাহের মাঝামাঝি দিনেও তার অন্যথা হল না। বুধবারের পর বৃহস্পতিবার ফের থমকে গেল শহরের অন্যতম গুরুত্বপূর্ণ গণপরিবহন ব্যবস্থা। দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত প্রায় আধ ঘণ্টা ধরে পরিষেবা ব্যাহত হওয়ায় ব্যাপক সমস্যায় পড়তে হয় যাত্রীদের।
আপাতত পরিষেবা বন্ধ (Kolkata Metro Rail)
বেলা ১২টা ২০ মিনিটে আচমকা মেট্রো কর্তৃপক্ষ ঘোষণা করে (Kolkata Metro Rail), কবি সুভাষ স্টেশনে একটি ‘পয়েন্ট’ খারাপ হয়ে যাওয়ায় শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশন পর্যন্ত আপাতত পরিষেবা বন্ধ রাখা হচ্ছে। এর ফলে দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত মেট্রো চালানো হয় ‘শর্ট রুট’-এ। যদিও কর্তৃপক্ষের দাবি, বেলা ১২টা ৫০ মিনিট নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং পরিষেবা স্বাভাবিক হয়েছে।
যাত্রীদের তীব্র অসুবিধা (Kolkata Metro Rail)
তবে এই সাময়িক গোলযোগও যাত্রীদের তীব্র অসুবিধার মুখে ফেলেছে (Kolkata Metro Rail)। কালীঘাট, রবীন্দ্র সরোবর, মহানায়ক উত্তম কুমার, এমনকি মধ্য কলকাতার বেশ কয়েকটি স্টেশনে দেখা গিয়েছে প্রচণ্ড ভিড়। যাত্রীদের অভিযোগ, বারবার পরিষেবা ব্যাহত হলেও আগাম কোনও সতর্কতা বা বিকল্প পরিকল্পনার কথা জানানো হয় না।
টালিগঞ্জ ও রবীন্দ্র সরোবর স্টেশনে দু’টি মেট্রো আটকে
উদাহরণস্বরূপ, কালীঘাট স্টেশনে চাঁদনি চকে যাওয়ার জন্য অপেক্ষারত সুতপা চক্রবর্তী জানান, তিনি প্রায় ২৮ মিনিট ধরে দাঁড়িয়ে রয়েছেন। ১২টা ৫৭ মিনিটে যে মেট্রোর আসার কথা ছিল, সেটি আসেনি। এরপরের ট্রেনগুলিরও দেখা মেলেনি। অবশেষে ১টা ২৫ মিনিট নাগাদ ঘোষণা হয়, টালিগঞ্জ ও রবীন্দ্র সরোবর স্টেশনে দু’টি মেট্রো আটকে থাকায় এই বিলম্ব ঘটছে।
মঙ্গলবার মেট্রো চলেছে নির্বিঘ্নে
এই একাধিক সমস্যার জেরে প্রশ্ন উঠছে মেট্রোর রক্ষণাবেক্ষণ এবং তাৎক্ষণিক পরিস্থিতি মোকাবিলা নিয়ে। চলতি সপ্তাহে প্রায় প্রতিদিনই কোনও না কোনও বিভ্রাট ঘটেছে। সোমবার কবি নজরুল স্টেশনে রেক বিকল হওয়ার কারণে টালিগঞ্জ থেকে পরিষেবা ব্যাহত হয়। বুধবার দক্ষিণেশ্বর থেকে বরাহনগর পর্যন্ত পরিষেবা সীমাবদ্ধ রাখা হয়েছিল। একমাত্র মঙ্গলবার মেট্রো চলেছে নির্বিঘ্নে।
আরও পড়ুন: Metro Railway Kolkata: বনগাঁ লোকাল বনাম কলকাতা মেট্রো! বেহাল অবস্থা নিত্যদিনের যাত্রীদের…
এদিকে ব্লু লাইনের কবি সুভাষ স্টেশনের একটি পিলারে ফাটল দেখা দেওয়ার পর থেকেই সেই স্টেশনটি বন্ধ রাখা হয়েছে। এখন প্রান্তিক স্টেশন শহিদ ক্ষুদিরাম। ফলে যাত্রীদের সংখ্যা বেড়েছে শহিদ ক্ষুদিরাম এবং আশপাশের স্টেশনগুলিতে। কিন্তু পরিষেবা সেই তুলনায় নিরবিচ্ছিন্ন নয়, যা যাত্রীদের ক্ষোভ আরও বাড়িয়ে তুলছে।