Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আকাশে বাতাসে পুজোর আমেজ ছড়িয়ে পড়েছে (Durga Puja 2025)। মহালয়া আসতে আর মাত্র কয়েকদিন। কার্যত মহালয়া থেকেই দুর্গাপুজোর সূচনা বলে ধরা হয়। যত দিন যাচ্ছে পুজো এগিয়ে আসছে, মহালয়া থেকেই সকলে ঠাকুর দেখতে বেরিয়ে যাচ্ছে। কিন্তু ব্যস্ত রাস্তায় ব্যস্ত যানবাহন; তার সন্ধান পাওয়া মানে ঘন্টা-খানেক লাইনে দাঁড়িয়ে ‘শ্রীভুমির’ ঠাকুর দেখা। তাই আগে থেকেই কলকাতা পুলিশ শহরবাসীকে জানিয়ে দিল পুজোর দিনগুলিতে যানবাহন চলাচলে একাধিক নিয়ন্ত্রণের কথা।
কী বার্তা দিল? (Durga Puja 2025)
কলকাতা পুলিশের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী (Durga Puja 2025), মহালয়া থেকে শুরু করে লক্ষ্মীপুজোর বিসর্জন পর্যন্ত নানা দিন এবং সময়ে যানবাহনের উপর নিষেধাজ্ঞা জারি থাকবে। শুধু সময় নয়, কোন কোন এলাকায় কোন ধরণের যানবাহন চলাচল বন্ধ থাকবে বা বিকল্প পথে ঘোরানো হবে, তার বিস্তারিত পরিকল্পনাও ঘোষণা করা হয়েছে।
মহালয়ার দিন! (Durga Puja 2025)
এই মাসের ২১ তারিখ মহালয়া। সেদিন ভোর ৪টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্ট্র্যান্ড রোড থেকে সেন্ট জর্জেস গেট রোড এবং রাজা উডমান্ট স্ট্রিট থেকে হেস্টিংস ক্রশিং পর্যন্ত এলাকায় পণ্যবাহী গাড়ির প্রবেশ সম্পূর্ণ বন্ধ থাকবে। পাশাপাশি বড়বাজার, গিরিশ পার্ক, মানিকতলা ক্রশিংসহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায়ও বিশেষ নিয়ন্ত্রণ থাকবে। বন্ধ থাকবে অকল্যান্ড রোড, কিংসওয়ে এবং আরও কয়েকটি রাস্তা।

দুর্গাপুজোর সময়সূচি (Durga Puja 2025)
তৃতীয়ার দিন সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত যান নিয়ন্ত্রণ কার্যকর থাকবে। চতুর্থীর দিন তা চলবে রাত ২টা পর্যন্ত। পঞ্চমী থেকে সপ্তমী প্রতিদিন সকাল ৮টা থেকে বিশেষ নিয়ন্ত্রণ জারি থাকবে। মহাষ্টমীতে সকাল ৭টা থেকে এবং মহানবমীতে সকাল ৮টা থেকে রাত ৪টা পর্যন্ত পণ্যবাহী গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হবে।
বিশেষ করে মহাষ্টমী এবং বিজয়া দশমীর দিনে হাজরা রোড, নেপাল ভট্টাচার্য স্ট্রিট, সদানন্দ রোড ও কালীঘাট রোড দীর্ঘ সময়ের জন্য পুরোপুরি বন্ধ থাকবে। উত্তর ও দক্ষিণ কলকাতার আরও একাধিক রাস্তাতেও একই পদক্ষেপ নেওয়া হবে।

বিসর্জন উপলক্ষে নিয়ন্ত্রণ (Durga Puja 2025)
দুর্গাপ্রতিমা নিরঞ্জন শুরু হবে আগামী ৩ অক্টোবর থেকে, চলবে ৬ অক্টোবর পর্যন্ত। এই চার দিন প্রতিদিন সকাল ৮টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা থাকবে।
লক্ষ্মীপ্রতিমার বিসর্জনের দিন, অর্থাৎ ৭ ও ৮ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একইভাবে পণ্যবাহী গাড়ি ঢুকতে দেওয়া হবে না।
আরও পড়ুন: Temple Bell: মন্দিরে ঘণ্টা কখন বাজাবেন?
প্রয়োজনে বিকল্প রাস্তা
পুলিশের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রয়োজনে নির্দিষ্ট দিনগুলিতে যানবাহন ঘুরিয়ে দেওয়া হবে। শুধু গাড়িই নয়, সময় ও রাস্তা অনুযায়ী পথচারীদের গতি নিয়ন্ত্রণ করা হবে। কিছু রাস্তায় বাস ও ট্রাম চলাচলও বন্ধ রাখা বা নিয়ন্ত্রণ করার সম্ভাবনা রয়েছে। শহরে ভিড়, প্রতিমা নিরঞ্জন, পুজো কার্নিভ্যাল ও উৎসবকে ঘিরে যাতে আইনশৃঙ্খলা ও ট্রাফিক পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে, সেই লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।