Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : ইতালির রোমে ১১-১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে চতুর্থ কোস্ট গার্ড গ্লোবাল সামিট (Coast Guard Global Summit)। বিশ্বের ১১৫টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে শুরু হওয়া এই বৈঠকে ভারতীয় কোস্ট গার্ডের দুই সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নিয়েছে। নেতৃত্ব দিচ্ছেন কোস্ট গার্ডের ডিরেক্টর জেনারেল পরমেশ শিবমণি।
আয়োজনে ইতালি ও জাপান (Coast Guard Global Summit)
ইতালি ও জাপানের যৌথ সভাপতিত্বে আয়োজিত এ বছরের সম্মেলনের মূল বিষয়বস্তু হলো— বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করা(Coast Guard Global Summit)। বিশেষত সমুদ্রপথে নিরাপত্তা, সামুদ্রিক পরিবেশ সুরক্ষা এবং সমুদ্র আইন প্রয়োগকে গুরুত্ব দেওয়া হয়েছে। উদ্বোধনী বক্তব্যে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি () এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা (Shigeru Ishiba) আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তাঁরা উল্লেখ করেন, সামুদ্রিক অনুসন্ধান ও উদ্ধার (M-SAR), সমুদ্র দূষণ প্রতিরোধ (MPR) এবং আন্তর্জাতিক আইন প্রয়োগে একযোগে পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি।
ভারতের বিশেষ অবদান
ভারতীয় কোস্ট গার্ড এই সম্মেলনে একটি বিশেষ প্রেজেন্টেশন (Coast Guard Global Summit) উপস্থাপন করেছে— ‘Guardians Against the Blaze: ICG’s Tactical Response to Fire Emergencies’। এতে ভারত কীভাবে অগ্নিকাণ্ডের মতো সমুদ্রপথের বিপদে দ্রুত ও কৌশলগতভাবে সাড়া দেয় তা তুলে ধরা হয়। এর মাধ্যমে শুধু ভারতের কার্যক্ষমতা নয়, বরং বৈশ্বিক পর্যায়ে সমুদ্র নিরাপত্তায় তার নেতৃত্বের ভূমিকা স্পষ্ট হয়েছে।
আরও পড়ুন : Brahmos Missile : ফিলিপিন্সে পৌঁছাতে চলেছে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের শেষ ব্যাচ
গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়(Coast Guard Global Summit)
সামিটে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জরুরি সাড়া, তেল ছড়িয়ে পড়া বা বড় ধরনের দূষণ রোধ, এবং আন্তর্জাতিক জলসীমায় অপরাধ মোকাবিলার উপায় নিয়ে গভীর আলোচনা হয় (Coast Guard Global Summit)। পাশাপাশি কোস্ট গার্ড বাহিনীগুলির মধ্যে প্রযুক্তি ভাগাভাগি, প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির ওপরও জোর দেওয়া হয়েছে।
২০১৭ সালে সূচনা
২০১৭ সালে জাপান কোস্ট গার্ড এবং নিপ্পন ফাউন্ডেশন প্রথমবার এই সামিট আয়োজন করে(Coast Guard Global Summit)। ক্রমবর্ধমান সামুদ্রিক চ্যালেঞ্জ মোকাবিলার উদ্দেশ্যে শুরু হওয়া এই মঞ্চ এখন বিশ্বজুড়ে আস্থা গড়ে তোলার পাশাপাশি যৌথ পদক্ষেপ নেওয়ার একটি বড় মাধ্যম হয়ে উঠেছে।

আরও পড়ুন : IAEA Iran Agreement : ইরান–আইএইএ সমঝোতা! পরমাণু ইস্যুতে কাটতে পারে জট?
২০২৭-এ ভারতের লক্ষ্য(Coast Guard Global Summit)
ভারত ঘোষণা করেছে, ২০২৭ সালে অনুষ্ঠিতব্য পঞ্চম কোস্ট গার্ড গ্লোবাল সামিট আয়োজনের জন্য তারা সভাপতিত্বের দাবিদার হবে। এই উদ্যোগ ভারতের ক্রমবর্ধমান সামুদ্রিক উচ্চাকাঙ্ক্ষা ও বৈশ্বিক সমুদ্র শাসনে নেতৃত্ব দেওয়ার প্রতিফলন। বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ ভারত মহাসাগরীয় অঞ্চলে নয়াদিল্লির প্রভাব আরও সুদৃঢ় করবে।