Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অপারেশন সিন্ধুর রেশ এখনও কাটেনি। পাহালগামে ২৬ জন নিহতের স্মৃতি ও চার দিনের যুদ্ধের ক্ষত নিয়ে এগোচ্ছে দেশ(Ind vs Pak Asia Cup)। এই পরিস্থিতিতে দুবাইয়ে এশিয়া কাপে ভারত–পাকিস্তান ম্যাচ ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট প্রতিদ্বন্দ্বিতা এবার রেকর্ড দর্শকসংখ্যার বদলে বয়কট হ্যাশট্যাগে ছেয়ে গেছে সামাজিক মাধ্যম।
একযোগে প্রতিবাদ (Ind vs Pak Asia Cup)
অভিনেতা সতীশ শাহ থেকে শুরু করে সেনা অফিসার মানিক এম জলি (অব.)—সবাই বয়কটের ডাক দিয়েছেন(Ind vs Pak Asia Cup)। শহুর্য চক্র পুরস্কারপ্রাপ্ত মেজর পবন কুমার (অব.) সংবাদমাধ্যমকেও অনুরোধ করেছেন ম্যাচটি উপেক্ষা করতে। তিনি লিখেছেন, “কোনও টিকার, কোনও আপডেট নয়। নীরবতাই হোক প্রতিবাদ।”
রাজনৈতিক ভাষ্যকার তেহসিন পুনাওয়ালা বলেছেন, “অপারেশন সিন্ধুর শেষ হয়নি, এটি কেবল থেমে আছে। পাকিস্তানের সঙ্গে ক্রিকেট মানেই জাতীয় অপমান।” একই সুরে লেখক করণ ভার্মাও সরকারের কাছে ম্যাচ বাতিলের আহ্বান জানিয়েছেন।
বিরোধীদের কড়া সমালোচনা(Ind vs Pak Asia Cup)বিরোধীদের কড়া সমালোচনা
এশিয়া কাপের সূচি ঘোষণার পর থেকেই বিরোধীরা সরব। সংসদে AIMIM প্রধান আসাদুদ্দিন ওয়াইসি প্রশ্ন তোলেন, “পাকিস্তানের সঙ্গে বাণিজ্য, উড়ান, জল ভাগাভাগি বন্ধ করা হয়েছে, তবে ক্রিকেট চালু রাখা কীভাবে যুক্তিযুক্ত?”
প্রায় একই সময়ে স্পনসর সংস্থা EaseMyTrip নিজেদের প্রত্যাহার করে জানায়, তারা কোনওভাবেই পাকিস্তানের সঙ্গে সম্পর্ককে স্বাভাবিক করার প্রচেষ্টা সমর্থন করবে না।

আরও পড়ুন : PM Modi Visit Manipur : মনিপুরে অশান্তির জেরে উদ্বাস্তু প্রবীণ ও শিশুদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী
ক্রিকেট বনাম কূটনীতি(Ind vs Pak Asia Cup)
তবে সবাই বয়কটের পক্ষে নন। প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly) বলেছেন, “সন্ত্রাস চলতে পারে না, তবে খেলাধুলা চলতে হবে।” যদিও জনমতের ঢেউ তার বিপরীতে(Ind vs Pak Asia Cup)। টিকিট বিক্রিও আগ্রহহীনতার ছবি তুলে ধরছে। প্রিমিয়াম সিটের চড়া দাম ব্যর্থ হয়েছে, বিক্রি হচ্ছে কেবল সাধারণ গ্যালারির টিকিট।
সরকারি কূটনীতির দিক থেকেও জটিলতা রয়েছে। পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে চাপে রাখলেও ক্রিকেটই এখনও একমাত্র খোলা সেতু। বিশেষজ্ঞরা বলছেন, ভারত যদি এশিয়া কাপের ম্যাচ বাতিল করে, তবে ২০৩৬ অলিম্পিক আয়োজনের স্বপ্ন বিপন্ন হতে পারে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি স্থিতিশীলতা ও সফল আয়োজনের নজিরকে গুরুত্ব দেয়।
শেষ মুহূর্তের টানাপোড়েন(Ind vs Pak Asia Cup)
রবিবারের ম্যাচ ঘিরে এখন দ্বিধাদ্বন্দ্ব—দেশপ্রেম বনাম ক্রীড়া। প্রবীণ ক্রিকেটার কপিল দেব দলকে পরামর্শ দিয়েছেন, মাঠে মনোযোগী হতে। কিন্তু অনেকের চোখে এই ম্যাচ শুধু খেলা নয়, বরং শহিদ পরিবার ও অপারেশন সিন্ধুর স্মৃতির সঙ্গে বিশ্বাসঘাতকতা।
সব মিলিয়ে, ভারত–পাকিস্তান ম্যাচ এবার আর নিছক ক্রিকেট প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং জাতীয় আবেগ, কূটনৈতিক কৌশল এবং রাজনৈতিক অবস্থানের অগ্নিপরীক্ষা।