Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পুজোর ঠিক আগে আবারও ভোটমুখী (Modi in WB) পশ্চিমবঙ্গে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চলতি বছরে এই নিয়ে চতুর্থবার রাজ্যে পা রাখলেন তিনি। তবে এবার তাঁর সফরের লক্ষ্য রাজনৈতিক মঞ্চ নয়, বরং দেশের প্রতিরক্ষা ও কৌশলগত ভবিষ্যৎ পরিকল্পনা। আজ, সোমবার সকালেই তিনি পৌঁছে যান কলকাতার ফোর্ট উইলিয়ামে। সেখানে আয়োজিত হচ্ছে সেনার গুরুত্বপূর্ণ ‘কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স’।
রাজভবন থেকে রওনা দেন প্রধানমন্ত্রী (Modi in WB)
সকাল ৯টার কিছুটা পরেই রাজভবন থেকে রওনা দেন প্রধানমন্ত্রী (Modi in WB)। ফোর্ট উইলিয়ামের ইস্টার্ন কমান্ড হেডকোয়ার্টারে পৌঁছে ‘Year of Reforms – Transforming for the Future’ থিমে আয়োজিত এই কনফারেন্সের উদ্বোধন করেন তিনি। এই সম্মেলনে উপস্থিত রয়েছেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান, তিন বাহিনীর প্রধানরা, প্রতিরক্ষা সচিব-সহ প্রতিরক্ষা মন্ত্রকের শীর্ষ কর্তারা।
গভীর উদ্বেগের সৃষ্টি (Modi in WB)
এই সম্মেলনের গুরুত্ব এই কারণে আরও বেড়েছে (Modi in WB), কারণ সাম্প্রতিক সময়ে নেপাল এবং বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা পরিস্থিতি গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। নেপালে গণবিদ্রোহ এবং বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা, দুই প্রতিবেশী দেশেই অস্থিরতা বাড়ছে। এর প্রভাব পড়ছে ভারতের পূর্বাঞ্চলেও, বিশেষ করে সীমান্তবর্তী রাজ্যগুলিতে। নেপালের সঙ্গে বাংলা, সিকিম এবং বিহারের সংযোগ রয়েছে, আর বাংলাদেশ তো পশ্চিমবঙ্গের দীর্ঘ সীমান্তের সঙ্গেই লেগে।

কেবল প্রতিরক্ষা নয়, কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ
এই অবস্থায় ফোর্ট উইলিয়ামে আয়োজিত সেনাবাহিনীর এই বৈঠক কেবল প্রতিরক্ষা নয়, কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। সম্মেলনে তিন বাহিনীর মধ্যে সমন্বয়, ভবিষ্যতের যুদ্ধ পরিকল্পনা, প্রযুক্তিগত উন্নয়ন ও পরিকাঠামো ঢেলে সাজানোর বিষয়েও আলোচনা হচ্ছে বলে জানা গিয়েছে।
সরকারি কর্মসূচির জন্যই কলকাতায় এসেছেন
বিজেপি নেতৃত্বের দাবি, ১৯৭০-এর দশকের পর এই প্রথম কোনও প্রধানমন্ত্রী ফোর্ট উইলিয়ামে পা রাখলেন, যা নিঃসন্দেহে নজিরবিহীন। তাঁরা এটিকে কেন্দ্রীয় সরকারের পূর্ব ভারতের উপর ক্রমবর্ধমান গুরুত্ব দেওয়ার ইঙ্গিত বলেই ব্যাখ্যা করছেন। তবে প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে বিরোধীরা কটাক্ষ করতে ছাড়েনি। রাজ্যে ভোটের আগে মোদির সফরের ঘনঘটা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল-সহ অন্যান্য দল। যদিও এবার তাঁর কোনও রাজনৈতিক সভা বা জনসভা নেই, শুধুমাত্র সরকারি কর্মসূচির জন্যই তিনি কলকাতায় এসেছেন বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: Mumbai Monorail: বৃষ্টিতে ফের মনোরেল বিভ্রাট, ঝুলন্ত কামরায় আটকে শতাধিক যাত্রী
জানা গিয়েছে, ফোর্ট উইলিয়ামে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময় কাটাবেন প্রধানমন্ত্রী। তারপর দুপুর দেড়টা নাগাদ তিনি কলকাতা থেকে বিহারের উদ্দেশে রওনা দেবেন। পুরো শহর জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে মোদির সফরকে কেন্দ্র করে।