Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল :রাবণ বধের আগে শ্রীরামচন্দ্রকে দেবী দুর্গার পূজা করতে হয়েছিল (Durga Puja in Kolkata)। রামচন্দ্রের সেই অকালবোধনের কাহিনি থেকেই শুরু হয় দুর্গাপুজোর পৌরাণিক শিকড়। শারদীয়া দুর্গাপুজো তাই দেবী আরাধনার পাশাপাশি রামায়ণের যুদ্ধকথার সঙ্গেও অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে।
রাজা ও জমিদারবাড়ির পুজো (Durga Puja in Kolkata)
- রাজপরিবারে দুর্গাপুজো হতো ধুমধাম করে, যেখানে ছিল অঢেল রাজকীয় আয়োজন।
- পরবর্তী সময়ে জমিদারবাড়ির দালানঘেরা পুজো বাংলার সংস্কৃতিতে বিশেষ স্থান নেয়।
এই সময় দুর্গাপুজো ছিল ক্ষমতা, ঐশ্বর্য এবং সামাজিক প্রভাব প্রদর্শনের মাধ্যম।

বারোয়ারি পুজোর শুরু? (Durga Puja in Kolkata)
১৮ শতকের শেষদিকে ও ১৯ শতকের শুরুতে দুর্গাপুজো জমিদারবাড়ির গণ্ডি পেরিয়ে আসে সাধারণ মানুষের কাছে।
১৭৯০ সালে গড়ে ওঠে প্রথম বারোয়ারি পুজো, যেখানে কয়েকজন সাধারণ মানুষ একত্র হয়ে পুজো আয়োজন করেন।
পরে বারোয়ারি পুজো রূপ নেয় সার্বজনীনে। ফলে দুর্গাপুজো হয়ে ওঠে সমাজের সকল স্তরের মানুষের মিলনক্ষেত্র।
বিপ্লবীদের দুর্গাপুজো কেমন ছিল? (Durga Puja in Kolkata)
স্বাধীনতা আন্দোলনের সময় বিপ্লবীরা দুর্গাপুজোকে ব্যবহার করেছিলেন সংগঠনের আড়াল হিসেবে।
গোপন বৈঠক, মতবিনিময় এবং সাংস্কৃতিক কার্যকলাপ চালানো হতো পুজোমণ্ডপের আড়ালে।
দুর্গাপুজো শুধু ধর্মীয় উৎসব নয়, রাজনৈতিক-সাংস্কৃতিক চেতনার বাহক হয়ে ওঠে।
পুজোর নতুন ধারা? (Durga Puja in Kolkata)
এক সময় দুর্গাপুজো মানে ছিল সাবেকিয়ানার আবহদালানবাড়ির পুজো, ঢাকের তালে আনন্দ, এবং প্রতিমার ঐতিহ্যবাহী রূপ।
কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই চৌকাঠ পেরিয়ে পুজো শহুরে সমাজে প্রবেশ করে নতুন মাত্রা পেতে থাকে।
থিম পুজোর সূচনা? (Durga Puja in Kolkata)
কলকাতায় থিম পুজোর সূচনা হয় ১৯৮৫ সালে সুরুচি সংঘের হাত ধরে।
প্রথমবার মণ্ডপ ও প্রতিমাকে একটি নির্দিষ্ট বিষয়ভিত্তিক উপস্থাপনায় সাজানো হয়।
প্রাথমিক থিম ছিল গ্রামীণ বাংলার চিত্র, লোকশিল্প, পাটশিল্প ও বাঁশের কাজ।

থিম পুজোর জনপ্রিয়তা? (Durga Puja in Kolkata)
৯০-এর দশক থেকে শুরু করে একে একে একডালিয়া এভারগ্রিন, নাকতলা উদয়ন সংঘ, শিবমন্দির সার্বজনীন, সন্তোষ মিত্র স্কোয়ার প্রভৃতি ক্লাব থিম পুজোয় শামিল হয়।
দর্শনার্থীরা প্রতিমা নয়, মণ্ডপ ও থিমও উপভোগ করতে শুরু করেন।
দুর্গাপুজো হয়ে ওঠে সমসাময়িক শিল্পের অন্যতম ক্যানভাস।
আরও পড়ুন: Beginning of Durga Puja: ইংরেজদের খুশি করতেই কি দুর্গাপুজোর সূচনা?

থিম পুজোর অর্থ কোথায়? (Durga Puja in Kolkata)
আজকের থিম পুজো শুধুই শিল্পকলা নয়, এক বিরাট অর্থনৈতিক কর্মকাণ্ডও বটে। যা ছোট থেকে বড় সমস্ত ব্যবসায়ী- শিল্পীদের ইনকামের নতুন রাস্তা এনে দেয়।
- হাজার হাজার শিল্পী, কারিগর ও আলোকশিল্পী যুক্ত হন প্রতিটি থিম পুজোয়।
- কলকাতার দুর্গাপুজো পর্যটন শিল্পেরও প্রধান আকর্ষণ।
- ২০২১ সালে ইউনেস্কো দুর্গাপুজোকে “Intangible Cultural Heritage of Humanity” হিসেবে স্বীকৃতি দেয়, যেখানে থিম পুজোর অবদান ছিল গুরুত্বপূর্ণ।
রাবণবধের আগে রামচন্দ্রের অকালবোধন থেকে শুরু হওয়া দুর্গাপুজো, রাজরাজাদের ঐশ্বর্য প্রদর্শন, জমিদারবাড়ির দালান, বারোয়ারি পুজোর গণআন্দোলন, বিপ্লবীদের সাংগঠনিক কেন্দ্র সব পথ পেরিয়ে আজ এসে পৌঁছেছে থিম পুজোর শীর্ষে। সময়ের সঙ্গে পরিবর্তন হওয়া দুর্গাপূজার শুধুই আবেগ নয় বয়ে নিয়ে যাওয়া সংস্কৃতির ঐতিহ্য মাত্র।