Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : দৈনন্দিন বাজার করতে গেলে এবার কিছুটা হলেও স্বস্তি মিলবে সাধারণ ভোক্তাদের(Mother Dairy)। মাদার ডেইরি ঘোষণা করেছে, দুধ (টেট্রা প্যাক), মাখন, আইসক্রিম এবং সাফল ব্র্যান্ডের প্রক্রিয়াজাত খাবার–সহ বেশ কিছু পণ্যের দাম কমানো হচ্ছে। কেন্দ্রীয় সরকারের নতুন জিএসটি সংস্কার (GST 2.0) কার্যকর হবে আগামী ২২ সেপ্টেম্বর থেকে। সেই সুবিধা ভোক্তাদের কাছে পুরোপুরি পৌঁছে দিতে এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থা।
জিএসটি সংস্কার ও কোম্পানির ঘোষণা (Mother Dairy)
মাদার ডেইরির ম্যানেজিং(Mother Dairy) ডিরেক্টর মানীশ বন্দ্লিশ জানিয়েছেন,
“আমরা ২২ সেপ্টেম্বর থেকে আমাদের গ্রাহকদের কাছে ১০০ শতাংশ কর-সুবিধা পৌঁছে দেব। এই পরিবর্তনের ফলে প্যাকেজড পণ্যের ব্যবহার বাড়বে এবং নিরাপদ, উচ্চমানের খাবার ক্রয়ের প্রবণতা ত্বরান্বিত হবে।”
তিনি আরও বলেন, নতুন ট্যাক্স ব্যবস্থার ফলে কৃষকরাও উপকৃত হবেন, কারণ প্যাকেজড খাবারের চাহিদা বাড়লে উৎপাদন বৃদ্ধি পাবে। একই সঙ্গে কৃষি সরঞ্জাম ও সংশ্লিষ্ট উপকরণে কর কমায় উৎপাদন ব্যয়ও হ্রাস পাবে।
দুধ, পনির, মাখন ও ঘি-এর নতুন দাম(Mother Dairy)
- ১ লিটার টোনড মিল্ক (টেট্রা প্যাক): আগে ছিল ৭৭ টাকা, এখন হবে ৭৫ টাকা (কারণ এখন কোনো জিএসটি নেই)(Mother Dairy)।
- ৪০০ গ্রাম পনির: আগে ১৮০ টাকা, এখন হবে ১৭৪ টাকা।
- ১০০ গ্রাম মাখন: আগে ৬২ টাকা, এখন ৫৮ টাকা।
- ২০০ গ্রাম চিজ স্লাইস: আগে ১৭০ টাকা, এখন ১৬০ টাকা।
- কাউ ঘি (১ লিটার পাউচ বা টিন): সাশ্রয় হবে ৩০ টাকা।

আরও পড়ুন : Landslide Death : উত্তর ভারতে মৌসুমী বৃষ্টিতে বন্যা-ভূমিধস, শেষ ৪ মাসে মৃত্যু ৪০০ পার
আইসক্রিমে বাড়তি খুশি
আইসক্রিমপ্রেমীদের জন্য এসেছে আরও বড় সুখবর।
- কাসাটা: আগে ৭০ টাকা, এখন ৬০ টাকা।
- শাহী মেওয়া মালাই টব (১ লিটার): আগে ৩৩০ টাকা, এখন ৩০০ টাকা।

সাফল ব্র্যান্ডের প্রক্রিয়াজাত পণ্যের দাম কমবে(Mother Dairy)
সাফলের হিমায়িত পণ্য যেমন ফ্রেঞ্চ ফ্রাই, নাগেটস, আচাড়, টম্যাটো পিউরি ও জ্যাম—এর দামও কমছে ৫ থেকে ১৫ টাকা পর্যন্ত। ফলে সাশ্রয়ী দামে ক্রেতারা পাবেন এ সব নিত্যপ্রয়োজনীয় পণ্য(Mother Dairy)।
কোন পণ্যে দাম অপরিবর্তিত?
এখানে মনে রাখা জরুরি, পলিপ্যাক দুধ (ফুল ক্রিম, টোনড, কাউ মিল্ক–সহ বিভিন্ন ধরণ) আগে থেকেই জিএসটি-মুক্ত ছিল। ফলে এ ধরনের দুধের দামে কোনো পরিবর্তন হবে না(Mother Dairy)।
আরও পড়ুন : India US Trade Deal : ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি আলোচনায় ইউ-টার্ন ট্রাম্প প্রশাসনের!
বাজারে কী প্রভাব পড়তে পারে
বিশেষজ্ঞদের মতে, এই দামের হ্রাস সাধারণ ভোক্তার পাশাপাশি খুচরো দোকানদারদের কাছেও লাভজনক হবে(Mother Dairy)। প্রতিদিনকার ব্যবহারের মতো দুধ, মাখন, পনির বা আইসক্রিমের দামে সাশ্রয় হওয়ায় ক্রেতাদের চাহিদা বাড়বে। একই সঙ্গে কৃষি পণ্য উৎপাদনে উৎসাহ বাড়বে, কারণ কোম্পানিগুলিকে কাঁচামাল জোগান দিতে কৃষকরা আরও আগ্রহী হবেন।
মাদার ডেইরি ও সাফলের এই নতুন দামের ফলে ভোক্তাদের সাশ্রয়ের পাশাপাশি দেশের খাদ্য উৎপাদন শৃঙ্খলেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। তাই ২২ সেপ্টেম্বরের পর থেকে বাজারে গিয়ে দুধ, মাখন, ঘি কিংবা আইসক্রিম কিনতে গেলে কিছুটা হলেও খুশি হবেন সাধারণ ক্রেতা।