Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : ভারতীয় রেলে সংরক্ষিত টিকিট বুকিংয়ে আসছে বড়সড় পরিবর্তন(Indian Railway Reservation)। আগামী ১ অক্টোবর থেকে অনলাইনে সংরক্ষিত টিকিট কাটতে গেলে বুকিং খোলার প্রথম ১৫ মিনিটে আধার কার্ড বাধ্যতামূলক করা হবে। অর্থাৎ, আইআরসিটিসি-র ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট কাটতে হলে যাত্রীকে নিজের আধার নম্বর দিয়ে অথেন্টিকেশন করতে হবে।
রেলের তরফে জানানো হয়েছে, এই নিয়ম চালুর মূল উদ্দেশ্য হল অনলাইনে টিকিট জালিয়াতি, ভুয়ো আইডি ব্যবহার এবং কালোবাজারি বন্ধ করা।
কাউন্টার ও এজেন্ট বুকিংয়ে কোনও পরিবর্তন নেই (Indian Railway Reservation)
রেলের তরফে আরও স্পষ্ট করা হয়েছে, এই নিয়ম শুধুমাত্র অনলাইন টিকিট বুকিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে(Indian Railway Reservation)।
- কাউন্টার থেকে টিকিট কাটার নিয়ম আগের মতোই থাকবে।
- অনুমোদিত এজেন্টদের ক্ষেত্রেও নিয়ম অপরিবর্তিত থাকবে। বর্তমানে তারা টিকিট কাটা শুরু হওয়ার প্রথম ১০ মিনিটে বুকিং করতে পারেন না, যাতে সাধারণ যাত্রীরা অগ্রাধিকার পান। সেই নিয়মও বহাল থাকছে।
দীর্ঘদিনের সমস্যার সমাধান?(Indian Railway Reservation)
অনলাইনে টিকিট কাটার ক্ষেত্রে নানা অনিয়মের অভিযোগ দীর্ঘদিন ধরেই আসছিল(Indian Railway Reservation)।
- বুকিং শুরু হতেই কয়েক সেকেন্ডের মধ্যে টিকিট শেষ হয়ে যায়।
- সাধারণ যাত্রী অনেক সময় টিকিট পান না, অথচ একই টিকিট কালোবাজারি হয়ে এজেন্টদের হাত ঘুরে বেশি দামে বিক্রি হয়।
- আইআরসিটিসি-তে একাধিক ভুয়ো ইউজ়ার আইডি তৈরি করে একসঙ্গে প্রচুর টিকিট কেটে রাখার অভিযোগও বহুবার উঠেছে।
এই পরিস্থিতি ঠেকাতেই রেল ধাপে ধাপে ব্যবস্থা নিচ্ছে। কয়েক মাস আগে তৎকাল টিকিটে আধার বাধ্যতামূলক করা হয়েছিল। এবার সেই নিয়ম সংরক্ষিত টিকিট বুকিংয়েও চালু হচ্ছে।
আরও পড়ুন : India US Trade Deal : ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি আলোচনায় ইউ-টার্ন ট্রাম্প প্রশাসনের!
রেলের ব্যাখ্যা(Indian Railway Reservation)
রেল কর্তৃপক্ষ (Indian Railway) জানিয়েছে, নতুন পদক্ষেপের মাধ্যমে প্রকৃত যাত্রীদের ন্যায্য সুবিধা দেওয়া যাবে। কালোবাজারিদের দৌরাত্ম্য রোধ হবে এবং অনলাইন বুকিং আরও স্বচ্ছ হবে। এজন্য সিআরআইএস (Centre for Railway Information Systems) এবং আইআরসিটিসি-কে সফটওয়্যার ও সিস্টেম আপডেটের নির্দেশ দেওয়া হয়েছে।
যাত্রীদের জন্য বার্তা(Indian Railway Reservation)
রেল যাত্রীদের উদ্দেশে জানিয়েছে—
- টিকিট বুকিংয়ের সময় আধার কার্ড হাতের কাছে রাখতে হবে(Indian Railway Reservation)।
- বুকিং শুরু হওয়ার প্রথম ১৫ মিনিটের মধ্যে সংরক্ষিত টিকিট কাটতে গেলে আধার অথেন্টিকেশন না করলে বুকিং সম্পূর্ণ হবে না।
- তবে ১৫ মিনিট পর থেকে আগের নিয়মেই টিকিট বুক করা যাবে, আধার বাধ্যতামূলক হবে না।
আরও পড়ুন : Mother Dairy : জিএসটি সংস্কারের পর লিটারে ২ টাকা দুধের দাম কমাচ্ছে মাদার ডেয়ারি
সামনে পুজো, তাই নতুন নিয়ম
রেলের এই পদক্ষেপ পুজোর আগে কার্যকর হতে চলেছে। উৎসবের মরসুমে বিপুল ভিড় সামাল দিতে এবং কালোবাজারি রুখতে এই নিয়ম বিশেষ ভূমিকা নেবে বলেই মনে করছে রেল।

রেল কর্তৃপক্ষ (Indian Railway) জানিয়েছে, নতুন পদক্ষেপের মাধ্যমে প্রকৃত যাত্রীদের ন্যায্য সুবিধা দেওয়া যাবে। কালোবাজারিদের দৌরাত্ম্য রোধ হবে এবং অনলাইন বুকিং আরও স্বচ্ছ হবে। এজন্য সিআরআইএস (Centre for Railway Information Systems) এবং আইআরসিটিসি-কে সফটওয়্যার ও সিস্টেম আপডেটের নির্দেশ দেওয়া হয়েছে।