Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাঙালির কাছে পুজোর সাজ মানেই (Monami Ghosh) নস্টালজিয়ায় ভাসা। বিশেষ করে, অষ্টমীর দিন বাঙালির কাছে শুধু পুজোর অন্যতম দিন বলে নয়, পরম এটি এক আবেগ, সাজগোজ , আনন্দের, উৎসবের চূড়ান্ত রূপ। আর এই দিন নিজের মতো করে সাজেন অনেকেই বিশেষ করে তারকারা। টলিউডের অভিনেত্রী মনামি ঘোষও ( Monami Ghosh) তার মধ্যে ব্যতিক্রম নয়। অষ্টমীর দিন কেমন সাজতে চলেছেন অভিনেত্রী? পুজোর প্ল্যান কী? পুজোর অন্যান্য দিনগুলি কীভাবে কাটাবেন অভিনেত্রী? আর এসবই তিনি শেয়ার করে নিলেন ট্রাইব টিভির সাক্ষাৎকারে।
অষ্টমীর লুক (Monami Ghosh)
অভিনেত্রী মনামী ঘোষ (Monami Ghosh) জানিয়েছেন, অষ্টমীর দিন তিনি পরবেন নীল রঙের শাড়ি। শুধু তাই নয়, শাড়ির সাথে মানানসই করে পরবেন নীল রঙের আলতা ,যা তাঁর সাজকে সম্পূর্ণ করে তুলবে। অর্থাৎ অষ্টমীতে অন্য লুকে ধরা দেবেন অভিনেত্রী। কারণ সাধারণত নীল আলতা পরতে দেখা যায় না কাউকেই। ২০২৫ সালের পুজোর মনামী ঘোষের (Monami Ghosh) অষ্টমীর লুক, গানের সুর, রঙিন মুড সব মিলিয়ে তাঁর ভক্তদের জন্য এক নতুন চমক অপেক্ষা করছে, তা বলাই যায়।
ডায়েটে ছাড় দেওয়া (Monami Ghosh)
সাজগোজের পাশাপাশি অষ্টমীর দিন অঞ্জলি নিয়েও অভিনেত্রী মনামী (Monami Ghosh) বেশ সিরিয়াস। প্রতি বছর তিনি এই দিন অঞ্জলি দেন। আর এ বছরও অন্যথা হবে না অভিনেত্রীর । এমন কি ডায়েটের বিষয়ও এই দিন ছাড় দেন তিনি। অষ্টমীর দিন অঞ্জলি দিয়ে সাধারণত লুচি ছোলার ডাল খেতে ভীষণ পছন্দ করেন অভিনেত্রী মনামী (Monami)।
পুজোর বাকি দিনগুলিতে যদি একান্তই অভিনেত্রীর বেরোতে বা সাজতে ইচ্ছা না হয়, তবে তিনি হালকা সাজ অর্থাৎ টি শার্ট পরে একেবারে সাদামাটা লুকে বেরিয়ে পড়েন। তবে এ বছরে তিনি প্রচুর শাড়ি সংগ্রহ করে রেখেছেন। কাছের মানুষদের জন্য উপহারও কিনেছেন।
পুজোর পরিকল্পনা
অভিনেত্রী মনামি ঘোষ (Monami Ghosh) আশা করছেন, তাঁর আগের ‘ আইলো উমা বাড়িতে ‘ গানের মতো জনপ্রিয়তা পাবে তাঁর এবারের নতুন গানটিও। গানটি যখন মন্ডপে মন্ডপে বাজবে এবং লোকজনদের সাথে দেখা হলে, তিনি তাঁদের সাথে রিলস বানাতে পারেন, যেমনটি আগের বারে করেছিলেন। এছাড়াও ভক্তদের সঙ্গে সময় কাটানোর দিকেও মনামী বরাবরই আগ্রহী। তিনি চান পুজোর আনন্দে সবাই মেতে উঠুক। আর তাঁর গান ও সাজ যদি মানুষকে অনুপ্রাণিত করে, তাহলে তো তিনি তাতে ভীষণ খুশি হবেনই।
আরও পড়ুন: Solar Eclipse 2025: মহালয়ার দিন সূর্যগ্রহণ, তবে ভারতে প্রভাব পড়বে তো?
বরাবরই নজর কাড়া
অভিনেত্রী মনামী ঘোষ (Monami Ghosh) শুধুমাত্র অভিনয়ের জন্যই নয়, নাচ, ফ্যাশন সেন্স এবং সোশ্যাল মিডিয়ার সক্রিয় উপস্থিতির জন্য ভীষণ জনপ্রিয়। মনামীর নাচের প্রতি ভালবাসা বরাবরই নজর কেড়েছে দর্শকদের। ছোট পর্দা থেকে বড় পর্দা, মিউজিক ভিডিও থেকে রিল, সবেতেই অভিনেত্রী নিজের প্রতিভার ছাপ রেখেছেন । মাঝেমধ্যেই মনামীর বিভিন্ন রিলস ভিডিও সমাজের মাধ্যমে ঝড় তোলে।