Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারতের পুরুষ হকি দল এশিয়া কাপ জিতলেও মেয়েদের কাপ জেতার স্বপ্ন অধরা থাকলো। চিনের কাছে ৪-১ গোলে হারতে হলো মহিলা হকি দলকে (Hockey Asia Cup)।
এশিয়া কাপে রানার্স আপ ভারত (Hockey Asia Cup)
হকিতে পুরুষ দলকে দাপটের সাথে খেলতে দেখা গেছিল। সেই দাপট বজায় রেখেই এশিয়া কাপের শিরোপা নিজেদের নাম করে নিয়েছে ভারতীয় পুরুষ দল। তাদের পর সমর্থকরা স্বপ্ন দেখছিলো ভারতীয় মহিলা দলকে নিয়ে তবে সেই স্বপ্ন সফল হলো না। সমর্থকদের কার্যত হতাশ হতে হলো। চীনের বিরুদ্ধে বড় ব্যবধানে হারতে হলো ভারতকে (Hockey Asia Cup)।
ভারত রবিবার চিনের বিরুদ্ধে ফাইনালে খেলতে নাম আর সেই ম্যাচেই ৪-১ গোলের বড় ব্যবধানে হারতে হয় ভারতীয় দলকে। রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো টিম ইন্ডিয়াকে। এই হারের জেরে পরের বছর হকি বিশ্বকাপে সরাসরি প্রবেশ করার অনুমতি পেলো না ভারতীয় মহিলা দল।
তবে সেদিনের শুরুটা হয়েছিল অন্যভাবে। শুরুতেই ভারতের খাতায় গোল আসে নবনীত কৌরের করা পেনাল্টি কর্নার থেকে। তবে সময়ের সাথে সাথে ম্যাচের ছবি পাল্টাতে থাকে। শুরুতে পিছিয়ে থেকেও ২০ মিনিটে খেলার সমতা ফেরাতে সক্ষম হয় চিন। চীনের হয়ে গোল করে ওউ জিক্সিয়া পেনাল্টি কর্নার থেকে। হাফ টাইমে খেলা শেষের সময় স্কোর ছিল ১-১ (Hockey Asia Cup)।
আরও পড়ুন: Anirban Bhattacharya: অবশেষে মিটল দ্বন্দ্ব, সিনে পাড়ায় কাজে ফিরছেন অনির্বাণ!
খেলার দ্বিতীয় কোয়ার্টারে কোনও গোল না হলেও তৃতীয় কোয়ার্টারে চিনের হয়ে লি হং দূরপাল্লার শটে গোল করে এগিয়ে দেন দলকে। তারপর শেষ কোয়ার্টারে জোউ মেইরং ও জং জিলাকির গোলে চিন ব্যবধান বাড়িয়ে নিতে সক্ষম হয়। কার্যত তারপর আর ম্যাচে ফেরার আর কোনও রাস্তা চল না ভারতের কাছে। রানার্স আপ হয়েই বিদায় নিতে হলো ভারতকে। ফাইনালে জিতে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়ে গেল চিন।

সেদিনের খেলার পর দলের প্রশংসায় পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিঁনি নিজের এক্স হ্যান্ডেলে লেখেন ‘আমাদের মহিলা দল এশিয়া কাপে রুপো জিতে ভারতকে গর্বিত করেছে।’ প্রধানমন্ত্রী আরও মহিলা দলের উদ্দেশ্যে আরও লেখেন ভারতীয় মহিলা দল প্রমান করেছে দলগত পারফরম্যান্স কাকে বলে, প্রধানমন্ত্রী ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন নিজের পোস্টে (Hockey Asia Cup)।