ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাংলা সংস্কৃতি জগতে নক্ষত্রপতন। প্রয়াত নাট্যকার মনোজ মিত্র (Manoj Mitra)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৬ বছর। থিয়েটার ও চলচ্চিত্র জগতের কিংবদন্তি শিল্পী বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। মঙ্গলবার সকাল ৮.৫০ নাগাদ তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
ভর্তির সময় হাসপাতাল জানিয়েছিল, প্রবীণ এই নাট্যকারের হৃদ্যন্ত্র ঠিক মতো কাজ করছে না। তা ছাড়াও তাঁর রক্তচাপ নিয়ন্ত্রণে নেই। সোডিয়াম-পটাশিয়ামের ভারসাম্যহীনতাও দেখা দিয়েছিল। প্রবীণ অভিনেতার চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছিল। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে প্রয়াত হলেন ‘বাঞ্ছারামের বাগান’, ‘আদর্শ হিন্দু হোটেল’ খ্যাত অভিনেতা।
আরও পড়ুন: সৃজিতের বাড়িতে কিলবিল করছে সাপ, পার্টিতেও বিষকন্যাদের আনাগোনা
অভিনয় জগৎ (Manoj Mitra):
১৯৫৭ সালে নাটকে অভিনয় শুরু মনোজ মিত্রর (Manoj Mitra)। ১৯৭৯ সালে তিনি সিনেমায় অভিনয় শুরু করেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের অধ্যক্ষ হিসেবে যোগ দেওয়ার আগে বিভিন্ন কলেজে দর্শন বিষয়েও শিক্ষকতা করেছিলেন। প্রথম নাটক ‘মৃত্যুর চোখে জল’ লেখেন ১৯৫৯ সালে। কিন্তু ১৯৭২-এ ‘চাক ভাঙা মধু’ নাটকের মাধ্যমে তাঁর খ্যাতি এবং পরিচিতি বাড়ে। ওই নাটকটির নির্দেশনা দিয়েছিলেন বিভাস চক্রবর্তী। তাঁর প্রতিষ্ঠিত নাট্যগোষ্ঠীর নাম ‘সুন্দরম’।
তপন সিংহের একাধিক ছবিতে অভিনয় করেছিলেন মনোজ। থিয়েটারের মতোই চলচ্চিত্রে অভিনয় করেও খ্যাতি অর্জন করেন কিংবদন্তি শিল্পী। সারা জীবনে বহু পুরস্কার, সম্মান পেয়েছেন এই শিল্পী। বলা বাহুল্য, মনোজ মিত্রের মৃত্যু একটি যুগের অবসান।
আরও পড়ুন: ৩ কন্যার জন্য ‘পাত্র চাই’ বিজ্ঞাপন! অবাক কান্ড জুনিয়র পিসি সরকারের
কিংবদন্তি শিল্পী মনোজ মিত্রর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ‘প্রখ্যাত নট, নাট্যকার ও পরিচালক, ‘বঙ্গবিভূষণ’ মনোজ মিত্র’র প্রয়াণে শোকাহত হলাম। বাংলা থিয়েটার ও চলচ্চিত্র জগতে তাঁর অবদান ছিল অসামান্য।’ নাট্যকারের (Manoj Mitra) পরিবার, ন্ধুবান্ধব ও অনুরাগীদের সমবেদনাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।