ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: টানা চারদিন। শনিবারও দিল্লির বায়ুদূষণ (Delhi Air Pollution) মাত্রা ‘মারাত্মক’ আকারেই রয়ে গেল। ঘন ধোঁয়াশায় ঢাকা আধো অন্ধকারে ভোর হল রাজধানী শহরে। এদিন সকাল ৯টায় শাদিপুরে বাতাস দূষণের সূচক ছিল ৪৫৭। যা মারাত্মকের থেকেও বেশি।
নাজেহাল রাজধানী (Delhi Air Pollution)
মাত্রাতিরিক্ত বায়ুদূষণ ও ধোঁয়াশায় (Delhi Air Pollution) নাজেহাল অবস্থা রাজধানী দিল্লিতে। দূষণ, ধোঁয়াশার জাল থেকে বেরোতে পারছে না দিল্লি। শনিবারও রাজধানী দিল্লিতে বাতাসের গুণগতমান অত্যন্ত খারাপ পর্যায়েই থাকল। এদিন সকালেও দিল্লির ইন্ডিয়া গেট, অক্ষরধাম, কর্তব্যপথ প্রভৃতি এলাকা ঘন ধোঁয়াশার চাদরে আচ্ছন্ন ছিল। দিল্লি ছাড়াও সংলগ্ন নয়ডা, গাজিয়াবাদ, গুরুগ্রাম ও এনসিআরেও বিষাক্ত বাতাসে ভরা আকাশ। এদিন সকাল ৯টায় শাদিপুরে বাতাস দূষণের সূচক ছিল ৪৫৭। যা মারাত্মকের থেকেও বেশি।
অন্যান্য জায়গার বাতাস (Delhi Air Pollution)
এছাড়া নারেলা (৪৪৯), ওয়াজিরপুর (৪৪১) এবং জাহাঙ্গিরপুরীতে বায়ুদূষণের (Delhi Air Pollution) সূচক ছিল ৪৪৫। সকাল ৬টায় ন্যাশনাল ক্যাপিটাল এলাকার মোট সূচক ছিল ৪০৪। উল্লেখ্য, বাতাসের মানের ৬টি স্তর হয়। যার প্রথমটি হল ভালো (০-৫০), সন্তোষজনক (৫১-১০০), মাঝারি মানের দূষিত (১০১-২০০), খারাপ (২০১-৩০০), খুব খারাপ (৩০১-৪০০) এবং মারাত্মক (৪০১-৫০০)।
আরও পড়ুন: Jhansi Hospital Fire: হাসপাতালে ভয়াবহ আগুন! ১০ নবজাতকের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর
স্কুল চলবে অনলাইনে (Online School)
এই অবস্থায় দিল্লির প্রবল দূষণে প্রাথমিক স্কুল অনলাইনে চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল বৃহস্পতিতে। শুক্রবার অফিস টাইমেও বদল আনে দিল্লি সরকার। দিল্লির মুখ্যমন্ত্রী আতিশী শুক্রবার সরকারি অফিসের পরিবর্তিত সময়সূচি ঘোষণা করেন। শহরের খারাপ থেকে খারাপ হতে চলা দূষণ পরিস্থিতির জেরে নাকাল দিল্লির আম আদমি পার্টির সরকার। ঘরে-বাইরে প্রবল সমালোচনার মুখে অরবিন্দ কেজরিওয়ালের পার্টি।
সময় বদল (Time Change)
এসব কিছুর পরিপ্রেক্ষিতে শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রী সরকারি অফিসের সময় বদলের ঘোষণা করেন। মূলত একই সময়ে রাজধানীর ট্রাফিক দূষণ এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশে বলা হয়েছে, দিল্লি পুরসভা চলবে সাড়ে ৮টা থেকে ৫টা পর্যন্ত। কেন্দ্রীয় সরকার অফিস খুলবে ৯টায়। চলবে সাড়ে ৫টা পর্যন্ত। দিল্লি সরকারি দফতরগুলি ১০টা শুরু হয়ে চলবে সাড়ে ৬টা পর্যন্ত।
জলবায়ু সম্মেলনেও একই প্রসঙ্গ (COP 2024)
দিল্লির দূষণ যখন মারাত্মক আকার নিয়েছে, তখন আজারবাইজানের বাকুতে চলা জলবায়ু পরিবর্তন সম্পর্কিত রাষ্ট্রসঙ্ঘের সম্মেলনেও উঠে আসে সেই প্রসঙ্গ। বৈঠকে ভারতকে দূষণকে রোধে পদক্ষেপের আর্জি জানানো হয়েছে। স্বল্পস্থায়ী দূষণ কমানোর ব্যাপারে ভারতকে অনুরোধ করেছেন বিশ্বের পরিবেশবিদরা। এই দূষণের মধ্যে রয়েছে প্রধানত মিথেন, ব্ল্যাক কার্বন, ভূমিস্তরের ওজোন এবং হাইড্রোফ্লুয়োরোকার্বন। যা মূলত ফসলের গোড়া পোড়ানোর ফলে বাতাসে মেশে।
আরও পড়ুন: PM Narendra Modi: বিমানে যান্ত্রিক ত্রুটি, মাঝপথেই নামতে হল প্রধানমন্ত্রীকে
শুরু জিআরএপি (GRAP)
ইতিমধ্যেই শুক্রবার সকাল ৮টা থেকে দিল্লিতে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান চালু হয়ে গিয়েছে। যার ফলে সকাল থেকেই দিল্লি ও এনসিআর এলাকায় সমস্ত নির্মাণকাজ ও নির্মাণ ভাঙার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। ভারত স্টেজ থ্রি পেট্রল এবং বিএস স্টেজ ফোর ডিজেল গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা চালু হয়েছে।
পরিবেশবিদদের অনুমান, বাতাসের এই দূষণ আগামী ১৭ নভেম্বর পর্যন্ত চলবে। তারপরেও বাতাসের খারাপ স্তরে থাকার মেয়াদ চলবে আরও সাতদিন ধরে।