ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দর্শকদের ইচ্ছের দাম দিল ধারাবাহিক। এত তাড়াতাড়ি ক্লাইম্যাক্স (Neem Phooler Madhu) আসবে ভাবতেও পারা যায়নি। দর্শকদের ইচ্ছে পূরণ করতে চলেছে জি বাংলার (Zee Bangla ) এই জনপ্রিয় ধারাবাহিক। এই ধারাবাহিকে শাশুড়ি বৌমার সমীকরণটা ছিল কিন্তু আসল আকর্ষণ। এই শাশুড়ি বৌমা জুটির মিলন দেখতে চেয়েছিল অনেকদিন আগে থেকেই দর্শক। এই অপেক্ষার অবসান ঘটলো ৭০০ পর্বের গন্ডি পেরিয়ে।
পেরিয়েছে ৭০০ পর্ব (Neem Phooler Madhu)
সদ্য ৭০০ পর্বের গণ্ডি পেরিয়েছে ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) ধারাবাহিক। আর এই ধারাবাহিকে শাশুড়ি বৌমার যে সমীকরণ আছে, সেটি দর্শকদের ভীষণই পছন্দের। আর তার সঙ্গে দর্শক বারবার চায়, এই শাশুড়ি বৌমার খুনসুটির সঙ্গে সঙ্গে তাদের মধ্যে মেলবন্ধনও যেন হয়। অবশেষে সেই দীর্ঘ প্রতীক্ষারাও অবসান ঘটতে চলেছেন খুব শীঘ্রই।
গল্পে নতুন মোড় (Neem Phooler Madhu)
সম্প্রতি জি বাংলায় মুক্তি পেয়েছে এই ধারাবাহিকের (Neem Phooler Madhu) নতুন প্রোমো (Promo)। আর সেই প্রোমোতে দেখা যাচ্ছে, রুবেল (Rubel) হয়েছে গুলিবিদ্ধ। রুবেল মানে সৃজনকে (Srijan) বাঁচাতে এক হয়েছে কৃষ্ণা (Krishna) ও পর্ণা (Parna)। কৃষ্ণা মনে করছে, তার ছেলেকে সব থেকে বেশি ভালোবাসে পর্ণা। ছেলের প্রাণ মায়ের কাছে সব থেকে বেশি গুরত্বপূর্ণ। শেষমেষ পর্ণাকে কাছে টেনে নেবে কৃষ্ণা। কিন্তু সেটা কবে? প্রোমো দেখে দর্শকরা আবেগে আপ্লুত। এই ধারাবাহিকের আসল গল্পই ছিল, শাশুড়ি বৌমার তিক্ত সম্পর্ককে মিষ্টি সম্পর্কে পরিণত করার। ৭০০ পর্বের গন্ডি পেরিয়ে সেই দিকে গল্প খানিকটা ঘুরেছে। সেই জন্য দর্শক ভীষণই খুশি।
আরও পড়ুন: Diamond Didi Zindabad: জনপ্রিয়তা থাকলেও স্লট-হারা, বন্ধ হয়ে গেল ডায়মন্ড দিদি জিন্দাবাদ
কবে দেখাবে?
সৃজনকে বাঁচাতে বাবুর মা ও বাবুর বউয়ের এই যৌথ প্রচেষ্টা কতটা কার্যকর হবে, সেটা এখন সিক্রেট। এপিসোড টেলিকাস্ট হওয়ার অপেক্ষায় রয়েছেন দর্শকরা। আর এর মাঝেই ধারাবাহিক সম্প্রচারের সময়ও পরিবর্তন হয়েছে। আগে ধারাবাহিকটি আটটায় সম্প্রচারিত হত। বর্তমানে সময় পরিবর্তন হয়ে সন্ধ্যে ছটায় সম্প্রচারিত হচ্ছে।
টিআরপি একই থাকবে?
আশা করা হচ্ছে, এই ছটায় সম্প্রচার হওয়ার দরুণ এই ধারাবাহিকের টিআরপিতে (TRP) কোনো আঁচ আসবে না। গল্পের মোড় দর্শকদের ইচ্ছে মতো করা হচ্ছে। আর এটাই এই ধারাবাহিকের মূল মন্ত্র হিসাবে গ্রহণ করছেন সবাই। এই ধারাবাহিকের গল্পের আসল বিষয়বস্তু, যৌথ পরিবারের সবাই একসঙ্গে মিলেমিশে থাকা। বিয়ের এক বছর পর নিমপাতার যে তেতো ভাবটা, সেটা সংসার থেকে উঠে যায়। সংসারে আসে মিষ্টতা।
আরও পড়ুন: Abhishek-Aishwarya Divorce: অভিষেক-ঐশ্বর্যার সম্পর্ক ভাঙনে নতুন মোড়, সিলমোহর দিলেন পরিচালক!
নতুন ট্যুইস্ট
‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) ধারাবাহিকে এই বিষয়বস্তুটাই তুলে ধরতে চেয়েছেন লেখক। কিন্তু গল্পের খাতিরে পর্ণা সৃজনের বিয়ের অনেক বছর হয়ে গেলেও, শাশুড়ি বৌমার মধ্যে মধুর সম্পর্ক তৈরি হয়নি। বর্তমানের সৃজনের প্রাণ বাঁচানোর জন্য এক হচ্ছে কৃষ্ণা ও পর্ণা। তবে কি ধারাবাহিক শেষের পথে? এমন প্রশ্ন আগেও উঠেছিল। তবে আপাতত ধারাবাহিকটি শেষ হওয়ার কোনও ইঙ্গিত নেই। বরং আগামী পর্ব গুলোতে থাকছে অনেক টুইস্ট।