ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: চরম অমানবিক ছবি বাঁকুড়ার সোনামুখী হাসপাতালে। সকলের সামনে অপরিনিত শিশুকে তুলে নিয়ে গেল কুকুর। চরম গাফিলতির অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। জানা গিয়েছে,
বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের কোচডিহি গ্রামের বাসিন্দা প্রিয়া রায় নামের এক প্রসূতি মা সোমবার রাতে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হন সোনামুখী গ্রামীণ হাসপাতালে । পরিবারের দাবি, কর্তব্যরত চিকিৎসক তার ইউরিন টেস্টের কথা বলে। স্বাভাবিকভাবেই ওই প্রসূতি মা ইউরিন সংগ্রহের জন্য বাথরুমে যায়। সেখানেই ওই মা অপরিণত শিশুর জন্ম দেন।
বিষয়টি জানাজানি হতেই তড়িঘড়ি পরিবারের লোকজন কর্তব্যরত নার্সদের ডাকেন। অভিযোগ, সেই সময় নার্সরা আসতে দেরি করেন। পরে ওই মাকে প্রসূতি বিভাগে নিয়ে গেলেও সদ্যোজাত সেখানেই পড়ে থাকে। কিছুক্ষণ পরে পরিবারের লোকজন ওই অপরিণত শিশুকে দেখতে এলে দেখা যায় সেখানে ওই সদ্যোজাত নেই। হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, একটি কুকুর ওই শিশুকে মুখে করে নিয়ে ছুটে বেরিয়ে যাচ্ছে।
আরও পড়ুন: https://tribetv.in/people-facing-trouble-due-air-quality-index-level-too-lower-in-delhi-areas/
এই নিয়ে পরিবারের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের বচসা শুরু হলে ঘটনাস্থলে পৌঁছয় সোনামুখী থানার পুলিশ। এরপরই হাসপাতাল কর্তৃপক্ষ বেগতিক বুঝে তড়িঘড়ি প্রসূতি মাকে বিষ্ণুপুর জেলা হাসপাতালে রেফার করে দেয়।
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে হাসপাতালে নিরাপত্তা নিয়ে এবং হাসপাতালের গাফিলতি নিয়ে। মঙ্গলবার দেখা যায়, হাসপাতাল চত্বরে একাধিক পথ কুকুর ঘোরাফেরা করছে।
আরও পড়ুন: https://tribetv.in/falcon-9-lifts-off-with-gsat-n2-know-all-the-details-here/
তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, বিষয়টি তারা খতিয়ে দেখছেন। রাতে যারা ডিউটিতে ছিলেন তাদের জিজ্ঞাসাবাদ করে দেখা হবে এই ঘটনার কোনও সত্যতা রয়েছে কিনা । যদিও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি এই প্রসঙ্গে ।