Last Updated on [modified_date_only] by Sumana Bera
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ট্যাব কেলেঙ্কারিতে (tab scam) এবার পুলিশের জালে আরও এক। বর্ধমান সাইবার পুলিশের জালে ধরা পড়ল রবীন্দ্র প্রসাদ সিং নামে এক ব্যক্তি। প্রধাননগর থানা পুলিশের সহযোগিতায় গতকাল তাকে গ্রেফতার করা হয়। আজ শিলিগুড়ি (Siliguri) আদালতে পেশ করা হয়। জানা গিয়েছে, ট্রানজিট রিমান্ডে ধৃতকে বর্ধমান নিয়ে যাওয়া হবে এদিনই।
জানা গিয়েছে, বিহারের কিষানগঞ্জের বাসিন্দা রবীন্দ্র প্রসাদ সিং। ট্যাব কেলেঙ্কারিতে (tab scam) তাঁর নাম জড়াতেই খোঁজ শুরু করে বর্ধমান সাইবার পুলিশ। যদিও গা ঢাকা দেয় রবীন্দ্র। এরপরই সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ জানতে পারে সে শিলিগুড়ির দেবীডাঙ্গা এলাকায় গা ঢাকা দিয়েছিল। সেই মোতাবেক শিলিগুড়িতে হানা দেয় বর্ধমান সাইবার পুলিশ। প্রধাননগর থানা পুলিশের সহযোগিতায় গ্রেফতার করা হয় তাকে।
আরও পড়ুন: ট্যাব দুর্নীতির ‘হোম সেন্টার’ চোপড়া, পুলিশি অভিযানে ধৃত আরও ১৫
আরও পড়ুন: আবাস যোজনার নামে প্রতারণার ফাঁদ! ফোন করে টাকা চাওয়ার অভিযোগ
ট্যাব কেলেঙ্কারির (tab scam) ধরপাকড়, এখনও পর্যন্ত গ্রেফতার প্রায় ২১ জন। ট্যাব কেলেঙ্কারির ১৪০ টি মামলায় গ্রেফতার করা হয় ২১ জনকে। ফ্রিজ করা হয়েছে ৭৯৭টি অ্যাকাউন্ট। কয়েক লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।
একাদশ শ্রেণির ছাত্রদের ট্যাব দেওয়ার জন্য সরকার ১০ হাজার টাকা করে বরাদ্দ করেছে। কিন্তু সেই টাকার বন্টন শুরু হওয়ার সময়ে ভিন রাজ্য থেকে দেদার অনলাইন হ্যাকিং শুরু হয়ে গিয়েছে। গত সপ্তাহ খানেক ধরে গোটা বাংলায় এ নিয়ে তোলপাড় চলছে। এই ঘটনার সঙ্গে শিক্ষা দফতরের কেউ যুক্ত রয়েছে কিনা সেই প্রশ্নও উঠেছে। যা কিছুটা বিড়ম্বনায় ফেলেছে সরকারকে। সূত্রের খবর, কে বা কারা কোথা থেকে ট্যাবের টাকা (tab scam) হাতিয়ে নিচ্ছে সে ব্যাপারে এখনও পর্যন্ত তদন্তে অনেকটাই এগিয়েছে পুলিশ। তবে হ্যাকাররা কোথা থেকে পাসকোড পেল বা কে তাদের অ্যাকসেস দিল সে ব্যাপারে কিছু জানতে পারেনি পুলিশ।