ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: চন্দননগরে শিশু মৃত্যুতে চাঞ্চল্যকর মোড়। পরিবারের দাবি, ডাকাত পড়েছিল বাড়িতে। আলমারি খুলে নগদ টাকা গয়না নিয়ে গিয়েছে। ডাকাতদলই সম্ভবত ওই শিশুকে শ্বাসরোধ করে খুন করেছে বলে অভিযোগ। বাড়িতে একা একা কার্টুন দেখছিল বছর ছয়েকের নাবালক। কার্টুন দেখতে দেখতেই ঘুমিয়ে পড়ে। বিকেলে মা ও দিদির ডাকে সাড়া না-দেওয়ায় সন্দেহ হয় তাঁদের। এরপর ওই নাবালককে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কুন্ডুঘাট এলাকার বাসিন্দা নবকুমার বিশ্বাস ও তনুশ্রী বিশ্বাসের এক ছেলে ও এক মেয়ে।
জানা গিয়েছে, নবকুমার বিশ্বাস কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাম্প অপারেটর। বুধবার সকালে তিনি কাজে বেরিয়ে যান। দুপুরে বাড়িতে ছেলেকে একা রেখে কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিলেন মা তনুশ্রী। মেয়ে স্কুলে পরীক্ষা দিতে গিয়েছিল। মা আর দিদি বিকেলে ফিরে এসে দেখেন দোতলার ঘরে নিখিল ঘুমিয়ে আছে। উঠছে না দেখে ডাকতে যায় দিদি। ততক্ষণে নিখিলের হাত-পা ঠান্ডা হয়ে গিয়েছে।
আরও পড়ুন: https://tribetv.in/honeymoon-destination-at-a-low-cost-abroad/
চন্দননগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা জানান অনেকক্ষণ আগেই মৃত্যু হয়েছে শিশুটির। তবে মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। এই মধ্যেই শিশুর রহস্য মৃত্যুতে চাঞ্চল্যকর মোড়। পরিবারের দাবি, ডাকাতি করতে এসেই শিশুকে শ্বাসরোধ করে খুন করেছে দুষ্কৃতীরা। আলমারি থেকে নগদ ও গয়নাও লুট করা হয়েছে। যদিও এ প্রসঙ্গে পুলিশের তরফে কোনও মন্তব্য করা হয়নি। পুলিশে অভিযোগ জানাবেন বলে জানান শিশুর বাবা। তাঁর দাবি, প্রমাণ লোপাট করতেই তার ছেলেকে খুন করা হয়েছে।
আরও পড়ুন: https://tribetv.in/gajoldoba-jalpaiguri-the-beautiful-picnic-spot-for-nature-lover/
পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুর শরীরে কোনও আঘাতের চিহ্ন ছিলো না। এখন ওই শিশুর মৃত্যু কীভাবে হল, তা নিয়ে ধোঁয়াশা ছড়িয়েছে। ধন্দে পুলিশও। শিশুর মৃত্যুর প্রকৃত কারণ জানতে বৃহস্পতিবার তার দেহের ময়নাতদন্তের জন্য পাঠানো হয় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলেই পুলিশের দাবি।