ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়ের প্রভাব কাটিয়ে ধীরে ধারে কি ফর্মে ফিরছে শীত (Weather Update)? সেই কবে থেকে শীতের অপেক্ষায় শীতপ্রেমীরা। আসছি আসছি করেও দেখা নেই শীতের। কবে পড়বে জাঁকিয়ে ঠান্ডা? প্রশ্ন ঘুরছে শীতপ্রেমীদের মধ্যে। এরইমধ্যে একটু হলেও যেন সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে পারা পতনের ইঙ্গিত হাওয়া অফিসের।
এবার পড়বে কনকনে ঠান্ডা? (Weather Update)
হাওয়া অফিস বলছে, বুধবারের পর বৃহস্পতিবারও কলকাতা-সহ জেলায় জেলায় পারদ আরও নামবে। চলতি সপ্তাহের বাকি দিনগুলিতে মনোরম আবহাওয়া থাকলেও, দিন কয়েকের মধ্যেই কনকনে ঠান্ডার আমেজ (Weather Update) পাওয়া যাবে জেলায় জেলায়। সপ্তাহের শেষ থেকে তাপমাত্রার পারদ ক্রমশ কমতে থাকবে। আগামী সপ্তাহে জাঁকিয়ে ঠান্ডার আমেজ পাওয়া যেতে পারে। বিশেষত উত্তরবঙ্গের সব জেলায় এবং দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে শীত বেশি অনুভূত হবে।
কলকাতার আবহাওয়া (Weather Update)
কলকাতার পারা নেমে যেতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াসে। জাঁকিয়ে শীত (Weather Update) পড়তে পারে পশ্চিমের জেলাগুলিতেও। সোজা কথায়, সপ্তাহ ঘুরতেই শুরু হয়ে যাবে শীতের সেকেন্ড স্পেল। বইবে উত্তর ও উত্তর পশ্চিমের শীতল হাওয়া। তাতেই নামবে তাপমাত্রা।
আরও পড়ুন: Hooghly News: শিশুর রহস্য মৃত্যু! ‘খুনের’ অভিযোগ ডাকাতদের বিরুদ্ধে
দক্ষিণবঙ্গের আবহাওয়া
হাওয়া অফিস বলছে, শনিবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে দেখা যেতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। হাওয়া অফিসের কথায়, একধাক্কায় ৪ ডিগ্রি সেলসিয়াস থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস অবধি তাপমাত্রা কমে যাবে। আজ দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির পূর্বাভাস নেই। আবহাওয়া মোটের ওপর শুষ্কই থাকবে। সোমবার অবধি কোনও জেলায় বর্ষণের সম্ভাবনা না থাকলেও এখনই জাঁকিয়ে শীত পড়ার সম্ভবনা নেই বলেই জানানো হয়েছে।
আরও পড়ুন: Partha Chatterjee Bail: অর্পিতা জামিনে, পার্থর নয় কেন? জামিন পেতে মরিয়া প্রাক্তন মন্ত্রী
উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কমলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা একইরকম থাকবে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শুক্রবার থেকে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকছে দার্জিলিংয়ে। হালকা বৃষ্টি হতে পারে কালিম্পংয়ের পার্বত্য এলাকাগুলিতেও। তবে কোল্ড ওয়েভের সম্ভাবনা অন্যান্য বছরের থেকে এবার কম থাকছে বলে জানাচ্ছে ভারতের মৌসম ভবন। তবে আগামী কয়েক দিন সকালের দিকে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় কুয়াশার দাপট থাকবে। তবে বেলা বাড়লেই সরে যাবে কুয়াশা সেই চাদর।
একইসঙ্গে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে শনিবার ৭ ডিসেম্বর। যার প্রভাবে ৭ থেকে ৯ ডিসেম্বর উত্তর-পশ্চিমের পার্বত্য এলাকায় তুষারপাতের পাশাপাশি বৃষ্টিও হতে পারে। সিকিম ও সিকিম সংলগ্ন উত্তরবঙ্গের এলাকাতেও প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।