ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সোনালী সাজে একসঙ্গে থাকার অঙ্গীকার (Naga-Sobhita Wedding) করলেন নাগা চৈতন্য (Naga Chaitanya) আর শোভিতা ধুলিপালা (Sobhita Dhulipala) । গত আগস্ট মাসেই এই জনপ্রিয় জুটি বাগদান পর্ব সেরেছিলেন। নাগা চৈতন্যের বাবা অভিনেতা নাগার্জুন (Nagarjuna Akkineni) সেই ছবি প্রকাশ্যে আনেন। তারপর থেকে শুরু হয়ে যায় বিয়ের প্রস্তুতি। নানান আচার অনুষ্ঠানে বিগত কয়েক মাস রীতিমত মেতে ছিল আক্কিনেনি (Akkineni) আর ধুলিপালা (Dhulipala) পরিবার।
তেলেগু মতে বিয়ে (Naga-Sobhita Wedding)
তেলেগু মতে হল বিয়ে (Naga-Sobhita Wedding)। বিয়ের আসর বসেছিল হায়দরাবাদের অন্নপূর্ণা স্টুডিওতে। বলতে পারেন, একটা বড় প্রতীক্ষার অবসান। নাগা চৈতন্য সঙ্গে সামান্থার (Samantha Ruth Prabhu) বিবাহ বিচ্ছেদের পর সোশ্যাল মিডিয়ায় কম সমালোচনার ঝড় ওঠেনি। এখনও পর্যন্ত সামান্থার অনুরাগীরা এই বিষয়ে কথা বলছেন। যদিও বিয়ে থেকে শুরু করে তারকারা তাদের জীবন কিভাবে কাটাবেন, সেটা তাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার।
পোশাকেও চমক (Naga-Sobhita Wedding)
নাগা আর শোভিতার বিয়ের পোশাকেও ছিল চমক। নাগার পরনে ছিল ঘিয়ে রঙের পাঞ্জাবি। সাদা ধুতি আর লাল পাড়ের সাদা উড়নি। অপরদিকে শোভিতার পরনে ছিল সোনালী রঙের দক্ষিণী কাঞ্জিভরম শাড়ি। মাথায় চওড়া সোনার মাথা পট্টি। গলায় ভারী সোনার হার। হাতে বালা সহ কয়েকগাছা চুরি।
আরও পড়ুন: KIFF 2024: শুরু ৩০ তম কলকাতা চলচ্চিত্র উৎসব, উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
কেমন হবে অনুষ্ঠান?
নাগা আর শোভিতার বিয়ের অনুষ্ঠান কেমন হতে চলেছে? এই নিয়ে আগে থেকেই বিনোদন মহলে জল্পনা ছিল। নানান প্রশ্ন ঘোরাফেরা করছিল। প্রশ্ন উঠেছিল, বিয়ে জাঁকজমক ভাবেই হবে, নাকি একেবারেই পারিবারিক ভাবে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করবেন নাগা? কারণ এটা নাগার দ্বিতীয় বিয়ে। যদিও সেসব জল্পনা উড়িয়ে দিয়ে ঘনিষ্ঠ পরিজন সহ দক্ষিণী বিনোদন দুনিয়ার তাবড় তাবড় তারকাদের উপস্থিতিতে তারা বিয়ে করলেন। সেই তারকাদের তালিকায় রয়েছেন নয়নতারা, চিরঞ্জীবী, রানা ডুগুবাটি এবং তাদের পরিবার। অপরদিকে ছিলেন এসএস রাজামৌলি, প্রভাস, পিভি সিন্ধু, রামচরণ উপাসনা, মহেশবাবু, নম্রতা সহ অনেকেই।
বিয়ের মেন্যু
বিয়ের মেনুতে ছিল নানান ধরনের লোভনীয় পদ। বিভিন্ন রকমের বিরিয়ানির পাশাপাশি ছিল টমেটো চাট, পালক চাট, টিক্কি চানাচাট, কচুরি, দই, আপেলের হালুয়া, জিলিপি, অন্ধপ্রদেশ এবং তেলেঙ্গানার বিখ্যাত খাজা মাখন। সর তোলা দুধের স্যুপ, ছোট ছোট বেগুন দিয়ে কারি, আলু কোর্মা সহ অনেক কিছুই।
আরও পড়ুন: Lucky Baskhar: ভাগ্য, প্রতিভা আর লড়াইয়ের গল্প, ওটিটি কাঁপাচ্ছে ‘লাকি ভাস্কর’
পুরনো স্মৃতি মোছার আবেদন
গত বুধবার যখন নাগার বিয়ে নিয়ে চর্চা তুঙ্গে। তখন সমাজ মাধ্যমে পুরনো স্মৃতি মোছার অনুরোধ করলেন অনুরাগীরা। কোথাও গিয়ে সামান্থাকে নিয়ে যেন চিন্তিত অনুরাগীরা। অনেকেই মনে করেন, নাগা সামান্থাকে ভুলে গেলেও। সামান্থা এখনো নাগাকে ভুলতেই পারেননি। ২০১৭ সালে তারা সাত পাকে বাঁধা পড়েছিলেন। গোয়াতে দুই পরিবারের উপস্থিতিতে তাদের বিয়ে হয়েছিল।
২০২১ সালে বিচ্ছেদ
তারপর ২০২১ সালে বিবাহ বিচ্ছেদের ঘোষণা করেন। তখন ইন্ডাস্ট্রির গুঞ্জন ছিল, সেই সময়ই নাকি শোভিতার সঙ্গে নাগার আলাপ হয়। এখনও সামান্থার ইনস্টাগ্রামে একটি ছবি আছে। যেখানে দেখতে পাওয়া যায়, নাগাকে চুম্বন করছেন সামান্থা। কয়েক বছর আগে নাগার জন্মদিনের শুভেচ্ছা জানাতে ওই ছবিটি তিনি সমাজ মাধ্যমে পোস্ট করেন। সামান্থার অনুরাগীদের দাবি, নাগার দ্বিতীয় বিয়ের দিন সেই ছবি না থাকাই ভালো। এই মুহূর্তে পুরনো স্মৃতি আঁকড়ে ধরে বাঁচার কোনও মানে নেই।