ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ঐশ্বর্যা (Aishwarya Rai Bachchan) আর অভিষেকের (Abhishek Bachchan) সম্পর্কের মাঝে নাকি নিমরত এন্ট্রি নিয়েছেন? সত্যি কি তাই? নিমরতের জীবনে তো অন্য কেউ রয়েছে। নিমরত (Nimrat Kaur) তাকে সঙ্গী বলেই পরিচয় করালেন। তাও আবার সোশ্যাল মিডিয়ায়। নিমরতের এই সঙ্গী কে জানেন?
সোশ্যাল মিডিয়ায় ট্রোলের পাহাড় (Nimrat Kaur)
অভিষেকের সঙ্গে নিমরত (Nimrat Kaur) সম্পর্কে আছেন কি নেই, তা নিয়ে তো সোশ্যাল মিডিয়ায় (Social Media) ট্রোল আর মিমের পাহাড়। বিষয়টাকে নিয়ে কাঁটাছেড়া করতে শুরু করে দিয়েছেন নেটিজেনরা। আর ওদিকে নিমরত কিন্তু দিব্যি আছেন। এইসব বিষয়ে মাথা ঘামাচ্ছেন না। একবার স্পষ্ট বলে দিয়েছিলেন, তিনি সিঙ্গেল। তবে তাঁর জীবনের নতুন সঙ্গীটি কে? যাকে পেয়ে নিমরত, এক্কেবারে বিন্দাসে রয়েছেন।
নতুন সঙ্গিকে নিয়ে পোস্ট (Nimrat Kaur)
বলিউডে (Bollywood) এখন তো অভিষেক বচ্চন নিমরত কৌরের (Nimrat Kaur) নাম জুড়ে দিয়ে, রোজ গুঞ্জন। এই বিষয়ে কেউ মুখ খুলছে না। এবার সোশ্যাল মিডিয়ায় নিমরত তার নতুন সঙ্গীর ছবি পোস্ট করলেন। যার সঙ্গে বিকেলে চায়ের আড্ডা চলছে অভিনেত্রীর। ইনস্টাগ্রাম স্টোরির (Instagram story) পোস্ট বলে দিচ্ছে, তাঁর এই নতুন সঙ্গী একটা কিউট বিড়াল (cat)। আপাতত তাকে নিয়েই সময় কাটছে অভিনেত্রীর।
আরও পড়ুন: Tota Roy Chowdhury: বাঙালি পুরুষও নাচতে পারে, বলিউডে প্রমাণ করলেন টোটা রায় চৌধুরী
বলিপাড়ার হাওয়া
প্রসঙ্গত, বলিপাড়ার হাওয়া বলছে অভিষেক বচ্চনের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন নিমরত। এর আগে অভিনেত্রীর নাম জড়িয়ে ছিল রবি শাস্ত্রীর সঙ্গে। যদিও নিমরত কিছুদিন আগে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি সিঙ্গেল। কোনও সম্পর্কে নেই।
সাংবাদিকদের মুখোমুখি
‘সিটাডেল হানি বানি’ সিরিজে স্পেশাল স্ক্রিনিং ছিল। সেখানে উপস্থিত ছিলেন নিমরত। তখনই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরাসরি বলে দেন, তাঁর প্রেম জীবন নিয়ে নানান কথা। এটা ঠিক, তিনি জুনিয়র বচ্চনের সঙ্গে সম্পর্কে আছেন কি নেই তা নিয়ে মুখ খোলেননি। তবে বলে দিয়েছেন, তিনি আপাতত কোনও সম্পর্কে নেই। উপরন্তু সিঙ্গল মেয়েদের ঘুরতে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
আরও পড়ুন: Salman Khan: শুটিং ফ্লোরে সলমনকে মারার হুমকি! বিষ্ণোই গ্যাং তাড়া করছে ভাইজানকে?
অভিষেক অন্যান্য বিষয় নিয়ে সমস্যায়
অপরদিকে বচ্চন পরিবার ঘনিষ্ঠ এক ব্যক্তিও জানিয়েছিলেন, অভিষেক এখন অন্যান্য বিষয় নিয়ে একটু সমস্যায় রয়েছেন। ছবির প্রচার চলছে। তাই ঐশ্বর্যার সঙ্গে বিচ্ছেদ বিতর্ক নিয়ে মুখ খুলছেন না। এক্ষেত্রে নিমরতের এগিয়ে আসা উচিত। তবে ঐশ্বর্যা আর অভিষেকের যে বিচ্ছেদ হচ্ছে না, এটা সঠিক। যে গুঞ্জন চলছে সেটা পুরোটাই একটা ভুয়া খবর।
মেয়ের জন্মদিনেও ছিলেন অভিষেক
আরাধ্যার জন্মদিনে ঐশ্বর্যা রাই যে ছবিগুলো পোস্ট করেছিলেন, সেখানে অভিষেককে দেখা যায়নি। সেটা নিয়েও চলে তুমুল সমালোচনা। অনেকেই বলতে থাকেন, মেয়ের জন্মদিন কি তবে অভিষেক ভুলে গেলেন? যে মেয়ের জন্মদিনে থাকতে পারলেন না! কিন্তু সেটাও পরবর্তীকালে ভুল প্রমাণিত হয়েছে। ঐ দিন বার্থডে পার্টির আয়োজক সংস্থার শেয়ার করা কিছু ছবিতে অভিষেককে দেখা গিয়েছে।
কেউ আসছেননা সামনে
কিন্তু প্রশ্ন হল, যখন বলিউড জুড়ে এত কথা উঠছে, সারা দেশ জুড়ে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে, তখন অভিষেক কিংবা ঐশ্বর্যা রাই কেনই বা সামনে এসে কিছু বলছেন না? কেনই বা ট্রোলারদের মুখ বন্ধ করে দিচ্ছেন না? এমনকি অমিতাভ বচ্চনকেও ব্লগে লিখতে দেখা গিয়েছিল, যা রটছে সবই গুজব। তবে সেটা ছেলে-বৌমার সম্পর্কে সমীকরণ নিয়ে লিখেছিলেন কিনা তা স্পষ্ট করে বলেননি।