ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দেবকে (Dev) হঠাৎই সোশ্যাল মিডিয়ায় (Social Media) আনফলো (Unfollow) করে দিলেন রুক্মিণী (Rukmini Maitra)। কিন্তু কেন? অনস্ক্রিন থেকে অফস্ক্রিন, তাদের জুরি মেলা ভার। বন্ধুত্ব বহুদিনের। হঠাৎ করে কি তাহলে সেই সম্পর্কে চিড় ধরল? অনেকে বলাবলি করছে, দেব-ইধিকার ‘খাদান’ ছবিতে রোমান্টিক গান প্রকাশ্যে আসতেই, মন ভার হয়েছে নায়িকার। আর সেই দুঃখে নায়ককে আনফলো করলেন। কিন্তু সত্যিটা কী?
বন্ধুত্ব থেকে প্রেম (Rukmini Maitra)
দেব আর রুক্মিণীর (Rukmini Maitra) বন্ধুত্ব থেকে প্রেমের কথা। কারোর অজানা নয়। সম্পর্ক বেশ কয়েক বছরের। একজন সফল অভিনেতা, প্রযোজক আবার রাজনীতিক। তো অপরদিকে আরেকজন সুপার মডেল এবং সফল অভিনেত্রী। দুই পরিবারও ভীষণ ঘনিষ্ঠ। ইনস্টাগ্রাম থেকে শুরু করে ফেসবুক, তাদের প্রোফাইল গুলোতে ঢুঁ দিলে দেখতে পাবেন, একসঙ্গে একগুচ্ছ ছবি। পারিবারিক কোনও অনুষ্ঠান কিংবা নিজেদের জন্মদিনে, তাঁরা একসঙ্গেই সময় কাটান। সম্প্রতি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানেও হাসিমুখে দুজনকে একমঞ্চে দেখা গিয়েছে। কিন্তু ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই কী হল? যে ইনস্টাগ্রাম থেকে দেবকে আনফলো করলেন রুক্মিণী?
প্রযুক্তিগত সমস্যা (Rukmini Maitra)
আসলে এটা একটা টেকনিক্যাল সমস্যা। অধিকাংশ তারকা সোশ্যাল মিডিয়া প্রোফাইল তারা নিজেরা দেখভাল করেন না। বিষয়টি প্রকাশ্যে আসা মাত্রই রুক্মিণী (Rukmini Maitra) জানান, তাদের প্রোফাইল বেশিরভাগ সময় তাদের টিম দেখে। তাই আচমকা কী ঘটেছে, তিনি বুঝতে পারেননি। তবে এটা একটা টেকনিক্যাল সমস্যা হতে পারে। সম্পর্ক ভাঙা নিয়ে যে কথা উঠছে, এগুলো নিছক গুঞ্জন মাত্র।
আরও পড়ুন: Anandi Serial Upcoming Episode: মা দুর্গার গয়না উদ্ধারে গোয়েন্দা আনন্দী! আসছে ধামাকাদার টুইস্ট
প্রিয় বন্ধু
রুক্মিণী মৈত্র, বিগত সাত বছরের ক্যারিয়ারে বলিউডেও কাজ করেছেন। দেব রুক্মিণীর প্রিয় বন্ধু। ইনস্টাগ্রাম থেকে হঠাৎ করেই দেবকে আনফলো করা। সেই কথা নিয়ে কম হইচই হয়নি। প্রশ্ন উঠেছে প্রচুর। আর তাছাড়া এই মুহূর্তেই দুজনেই তাদের কাজ নিয়ে প্রচুর ব্যস্ত। খাদান এই ডিসেম্বরে মুক্তি পেতে চলেছে। সেই ছবির প্রচার নিয়ে দেবের ব্যস্ততার শেষ নেই। এই ছবিতে দেব জুটি বেঁধেছেন ইধিকা পালের সঙ্গে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে তাদের একটা রোমান্টিক গান। অপরদিকে কিন্তু রুক্মিণীও বসে নেই। তাঁর ঝুলিতে প্রচুর কাজ। এই তো কয়েকদিন আগেই। নতুন ছবি ‘হাঁটি হাঁটি পা পা’ ঘোষণা হয়েছে। এছাড়াও তাকে দেখা যাবে বিনোদিনী চরিত্রে।
আরও পড়ুন: Tota Roy Chowdhury: বাঙালি পুরুষও নাচতে পারে, বলিউডে প্রমাণ করলেন টোটা রায় চৌধুরী
প্রেমের খবর হইচই
২০১৭ সালের দেব রুক্মিণীর প্রেমের খবরে গোটা টলিউডে হইচই পড়ে গিয়েছিল। তাদের প্রথম অভিনীত ছবি ছিল চ্যাম্প। টলিউডের সূত্র বলছে, এই ছবির শুটিং সেটেই তাদের প্রেমের সূত্রপাত। সম্প্রতি আনফলো করার বিষয়ে এক সংবাদ মাধ্যমকে অভিনেত্রী জানিয়েছেন, “সোশ্যাল মিডিয়ায় কী এসে যায়? আমি তো রিয়েল লাইফে দেবতে ফলো করি” এই কথা বলেই তিনি হেসে ওঠেন। এই মুহূর্তে ইনস্টাগ্রামে রুক্মিণী ফলো করছেন ৫১৫ জনকে। সেই তালিকায় আপাতত দেব নেই। হয়ত টেকনিক্যাল সমস্যার কারণেই এমনটা হয়েছে।