ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দীর্ঘ অপেক্ষার অবসান। ভারতীয় নৌসেনার শক্তি বৃদ্ধি করতে চলেছে আইএনএস তুশীল এবং আইএনএস তমাল। আগামী ৯ ডিসেম্বর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের হাত ধরে রাশিয়ায় তৈরি এই দুটি রণতরীর উদ্বোধন হতে চলেছে।
ভারতীয় নৌবাহিনীর অর্ডারে অত্যাধুনিক প্রযুক্তিবিশিষ্ট দুটি রণতরী তৈরি করেছে রাশিয়া। দুবছর আগেই সেগুলি ভারতে পৌঁছে যাওয়ার কথা ছিল। কিন্তু রাশিয়া তার পড়শি দেশ ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ায় রণতরী তৈরির কাজ পিছিয়ে যায়। অবশেষে সেই কাজ প্রায় শেষের দিকে। কিছু দিন আগেই রাশিয়া থেকে ভারতীয় নৌসেনার একটি দল ঘুরে এসেছে। তারা জানিয়েছে, চলতি বছরের শেষের দিকেই ওই দু’টি যুদ্ধজাহাজ ভারতের হস্তগত হবে। অবশেষে আগামী ৯ ডিসেম্বর ভারতের হতে চলেছে অত্যাধুনিক এই আইএনএস তুশীল যুদ্ধজাহাজ।
আগামী সপ্তাহে রাশিয়ার কালিনিনগ্রাদে তার সর্বশেষ মাল্টি-রোল স্টিলথ গাইডেড মিসাইল ফ্রিগেট আইএনএস তুশিলকে কমিশন করতে প্রস্তুত রয়েছে। কমিশনিং অনুষ্ঠানে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ রুশ ও ভারতীয় প্রতিরক্ষা ও সরকারি শীর্ষকর্তারা উপস্থিত থাকবেন।
আরও পড়ুন: https://tribetv.in/joynagar-verdict-within-2-months-of-incident/
INS তুশীল ওয়েস্টার্ন নেভাল কমান্ডের অধীনে ভারতীয় নৌবাহিনীর ওয়েস্টার্ন ফ্লিটের ‘সোর্ড আর্ম’-এ যোগ দেবে এবং বিশ্বের সবচেয়ে প্রযুক্তিগতভাবে উন্নত ফ্রিগেটগুলির মধ্যে স্থান পাবে। শুধু তাই নয়, এই রণতরী অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত। যা নিঃসন্দেহে ভারতীয় নৌবাহিনীর আরও শক্তি যোগাবে বলেই মত প্রতিরক্ষা মন্ত্রকের