ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পাঞ্জাবি শিল্পী দিলজিতের (Diljit Dosanjh) অনুষ্ঠানে দোসর দীপিকা (Deepika Padukone)। মা হওয়ার পর এই প্রথম প্রকাশ্যে অভিনেত্রী। অভিনেত্রীকে নাকি চেনাই যাচ্ছে না। সত্যি কি তাই? দিলজিতের অনুষ্ঠানে তাঁকে দেখে সবাই বলছে, দীপিকার মাতৃত্বকালের চেহারায় বদল এসেছে। তবে হ্যাঁ, সৌন্দর্যে বিন্দুমাত্র ভাটা পড়েনি। শুধু মাত্র একটু ওজন বেড়েছে।
বেঙ্গালুরুতে দীপিকা (Deepika Padukone)
গত শুক্রবার বেঙ্গালুরুতে হঠাৎ দিলজিৎ দোসঞ্জের অনুষ্ঠানে পৌঁছে গেলেন বলিউড স্টার (Bollywood star) দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। শুধু তাই নয়। মঞ্চে উঠে পাঞ্জাবি শিল্পীর সঙ্গে রীতিমত পা’ও মেলালেন। পরনে ঢিলে ঢালা ডেনিম প্যান্ট। সঙ্গে ঢিলেঢালা টি শার্ট। খোলা চুল। কানে ছোট দুল, হাতে ঘড়ি। সাজে অতিনাটকীয়তা নেই।
কবে দেখা গিয়েছিল শেষবার? (Deepika Padukone)
দীপিকাকে শেষ দেখা গিয়েছিল প্রায় দু মাস আগে। যখন তিনি মেয়ে দুয়াকে নিয়ে ঘরে ফিরছিলেন। তারপর বিগত দুই মাস তিনি রীতিমত আড়ালেই ছিলেন। বলতে পারেন, অভিনেত্রী মাতৃত্বকাল নিয়ে ব্যস্ত। অনুরাগীদের মনে নানান প্রশ্ন উঠেছে। অনেকে এও বলেছেন, মেয়ে হওয়ার পর অভিনেত্রী হারিয়ে গেলেন। তাঁকে প্রকাশ্যে কবে দেখা যাবে? এই ধরনের হাজারো প্রশ্নের মাঝে উত্তরটা অভিনেত্রী নিজেই দিলেন। অবশেষে তাঁর আত্মপ্রকাশ হল। মন খারাপের কথা বললেন। আনন্দে দু’হাত মেলে নাচলেন। একেবারে অন্যরূপে ধরা দিলেন দিলজিতের অনুষ্ঠানে। সোশ্যাল মিডিয়ায় এখন ঝড় তুলেছে সেই ভিডিয়ো।
আরও পড়ুন: Three Khan in One Film: এক ছবিতে তিন খান, সই হয়েছে চুক্তি! আমিরের চাঞ্চল্যকর দাবি
আরও বড় ঘটনা
জানেন? দিলজিতের এই অনুষ্ঠানে আরও বেশ কয়েকটা বড় ঘটনা ঘটে গিয়েছে। দীপিকাকে কখনও মঞ্চের পিছনে, কখনও বা শ্রোতাদের মধ্যেও নাচতে দেখা গেল। শুধু তাই নয়। পাঞ্জাবি শিল্পীকে দীপিকা শেখালেন কন্নড় ভাষা। অপরদিকে দিলজিৎ দীপিকাকে দেখে বেশ খুশি। বললেন, “কত ভালো ভালো কাজ করেছেন। বড় পর্দায় আমরা তাঁকে দেখেছি। কখনও ভাবিনি এত কাছ থেকে ওকে দেখব। কি মিষ্টি মানুষ। নিজের যোগ্যতায় বলিউডে জায়গা তৈরি করেছেন। ওকে অনেক ভালোবাসা। আমার অনুষ্ঠানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ”।
আরও পড়ুন: Iman Chakraborty: বাংলায় থেকে বাংলা গান শুনবে না, এসব ভন্ডামি! প্রতিবাদ ইমনের
কী বলছেন অনুরাগীরা?
অপরদিকে দীপিকার অনুরাগীরা বলছেন, হঠাৎ করে দীপিকার এই সামনে আসা আর দিলজিতের অনুষ্ঠানে অংশগ্রহণ করা, এই সবকিছুই এক কটাক্ষের জবাব। দীপিকা আর রণবীর সিংয়ের (Ranveer Singh) কোলে প্রথম সন্তান এসেছে ৮ সেপ্টেম্বর। এই সময় এই তারকা জুটিকে কম সমালোচিত হতে হয়নি। অনেকেই আঙুল তুলেছিলেন অভিনেত্রীর দিকে। বলেছিলেন, বেবি পাম্প নাকি নকল। যদিও নিন্দুকদের সেই কথার কোনও জবাব দেননি অভিনেত্রী। তবে দিলজিতের অনুষ্ঠানে দীপিকার চেহারার গড়ন বলে দিচ্ছে, তিনি এখন মাতৃত্বকালীন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন।