ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মেসেজিং অ্যাপ হিসেবে হোয়াটসঅ্যাপের (Whatsapp) জনপ্রিয়তা একই রকম অটুট। বরং তা বেড়েই চলেছে। আর সেদিকে তাকিয়েই ব্যবহারকারীদের জন্য আরও আকর্ষণীয় ফিচার নিয়ে আসার চেষ্টা করে মেটা। বছরের শুরু থেকেই হোয়াটসঅ্যাপ বিভিন্ন নতুন নতুন ফিচার নিয়ে হাজির হয়েছে। তারই মধ্যে অনেক ফিচার ইতিমধ্যেই জনপ্রিয়। বর্ষশেষে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নিয়ে এল বড় আপডেট।
কী এই নয়া ফিচার? (Whatsapp)
টাইপিং ইন্ডিকেটার্স(Whatsapp):
কিছুদিন আগেই হোয়াটসঅ্যাপ (Whatsapp) আপডেটের পর দেখা যায় চ্যাটে টাইপিং ইন্ডিকেটর এসেছে। টাইপিং ইন্ডিকেটার্স আসলে কী? ওয়ান-অন-ওয়ান চ্যাট হোক কিংবা গ্রুপ চ্যাট, কেউ টাইপ করতে শুরু করলেই বাকিরা দেখতে পাবেন তিনটি বিন্দুর ‘বাবল’। যা বুঝিয়ে দেবে কে টাইপ করছেন। আইওএস এবং অ্যান্ড্রয়েড, দুই ধরনের ডিভাইসেই এই ফিচার থাকছে। ইউজারদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতেই এই পরিকল্পনা বলে জানা যাচ্ছে।
টাইপিং ইন্ডিকেটরের সঙ্গে ব্যক্তির ছবি(Whatsapp):
শুধু টাইপিং ইন্ডিকেটর এসেছে তাই নয়, ওই তিনটি বিন্দুর পাশেই উঁকি দেবে সেই ইউজারের প্রোফাইল ছবি। হোয়াটসঅ্যাপ (Whatsapp) গ্রুপে অনেকে মিলে কিছু টাইপ করলে আগে যেমন অনলাইনের জায়গায় নাম দিয়ে টাইপিং দেখাত, বার বার নাম পাল্টে যেত, সেটা আর হচ্ছে না। বদলে ৩-৪ জন টাইপ করলে তাদের ছবি দেখাচ্ছে। গ্রুপ চ্যাটের ক্ষেত্রে এই ফিচার বিশেষ ফলপ্রসূ। কারণ এতে ইউজারদের পক্ষে বোঝা সম্ভব হবে গ্রুপে এই মুহূর্তে কারা অ্যাকটিভ আছেন। ফলে ‘রিয়েল টাইমে’ ভাবনার আদানপ্রদান আরও সহজ হবে।
অডিও ইন্টিকেটর(Whatsapp):
টাইপিংয়ের মতোই কেউ যদি ভয়েস নোট দিয়ে থাকে তাহলেও মাইকের সাইন চ্যাটে (Whatsapp) দেখা যাচ্ছে। এই সব ফিচার অনেক বেশি প্রাণবন্ত করছে বোরিং চ্যাটকেও।
লিস্টস(Whatsapp):
সম্প্রতি হোয়াটসঅ্যাপ (Whatsapp) এনেছে আর এক ফিচার। যার নাম ‘লিস্টস’। যার লক্ষ্যই হল গ্রুপ চ্যাটকে আরও সহজ করে তোলা। এবছরের গোড়ার দিকে এসেছিল চ্যাট ফিল্টার। এবার সেই অভিজ্ঞতাকে সমৃদ্ধ করতে হোয়াটসঅ্যাপ আরও একধাপ এগিয়ে গেল। এই ফিচারের সাহায্যে ইউজাররা নিজেদের চ্যাটকে আলাদা করে সাজাতে পারবেন। যেমন ‘পরিবার’, ‘অফিস’ এমনকী ‘প্রতিবেশী’ ইত্যাদি ভাগে ভাগ করে নিলে প্রতিটি গ্রুপই আলাদা স্পেস পাবে। যাঁরা নিয়মিত হোয়াটসঅ্যাপে বহু ইউজারের সঙ্গে চ্যাট করেন তাঁদের জন্য এই ফিচারটি অত্যন্ত লাভজনক হবে বলেই মনে করা হচ্ছে।