Bryan Adams in Kolkata: ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ব্রায়ান অ্যাডামস (Bryan Adams), কানাডিয়ান এই রক স্টারের আবেগে ভাসল ‘সিটি অফ জয়’। এই প্রথম তিনি কলকাতার(Kolkata) মাটিতে পা রাখলেন। এর আগেও তিনি বেশ কয়েকবার ভারতে এসেছেন। কিন্তু কলকাতার মাটি ছুঁয়ে দেখা হয়নি। ব্রায়ান অ্যাডামসের সাক্ষাতে রীতিমত মুগ্ধ রূপম ইসলাম। রবিবারের রাত রূপম ইসলামের কাছে চির স্মরণীয় হয়ে রইল। এই দিন অনুষ্ঠান শুরুর আগে তিনি ব্রায়ানের সঙ্গে দেখা করেন। নিজের শহরেই প্রিয় শিল্পীর সান্নিধ্য বলে কথা। দুজনের মধ্যে কী কথা হল? “A Night to remember…..”। এমন রাত কলকাতায় বারবার আসে না। বিশ্বখ্যাত রকশিল্পী ব্রায়ান অ্যাডাম্সের কনসার্ট শুনে বেরিয়ে এমনটাই বললেন এ শহরের রকস্টার রূপম ইসলাম (Rupam Islam)।
হিমে ভেজা কলকাতা মাতালেন রূপম ইসলাম
হিমে ভেজা কলকাতায় পা রেখেছিলেন গত শনিবার রাতে। পুরো রবিবারটা কলকাতাকে মাতিয়ে রাখলেন। এবারের পরিকল্পনা, ভারতের পাঁচটি শহরে পাঁচটি অনুষ্ঠান করা। কলকাতার মাটিতে দাঁড়িয়ে বললেন “বারবার ফিরে আসতে চাই এই শহরে…….।” আবার অকপটেও বললেন, “কলকাতায় কম আসা হয়”। কিন্তু কলকাতাকে ভালোবাসায় ভরিয়ে দিলেন তিনি। বললেন, “দূর থেকে এসেছি। ধকল কাটিয়ে উঠতে পারিনি। কলকাতা কেমন আছো? কাল অফিসের তাড়া নেই তো?” আন্দাজ করাই গিয়েছিল, রবিবারটা তিনি পুরোদমে মাতিয়ে রাখতে চলেছেন। আর ঠিক তাই হল। কলকাতার পর তাঁর লিস্টে রয়েছে গুরুগ্রাম, মুম্বাই, বেঙ্গালুরু এবং হায়দরাবাদ।
ব্রায়ান অ্যাডামাসের প্রিয় শহর কলকাতা!
নিশ্চয়ই এতক্ষণে জেনে ফেলেছেন, গত কয়েক দিন কিভাবে কলকাতায় টিকিটের জন্য হাহাকার ছিল। রবিবার বিকেল থেকে বহু মানুষের গন্তব্য ছিল অ্যাকোয়াটিকা। বিধান নগরের সেক্টর ফাইভ এমনি থেকেই ট্রাফিক জ্যামে নাজেহাল থাকে। এই দিন বিকেল থেকে সেই জ্যাম যেন আরও বাড়তে থাকে। অধিকাংশের তাড়া, রক সম্রাট ব্রায়ান অ্যাডামাসের স্টেজ পারফরম্যান্স দেখবেন। বহু মানুষের কাছে তিনি প্রাণের গায়ক। কলকাতার মাটিতে গেয়েছেন ” প্লিজ ফর গিভ মি, ক্যান্ট স্টপ লাভিং ইউ….”। অর্থাৎ “আমাকে ক্ষমা করো। তোমাকে না ভালোবেসে থাকতে পারি না”। তিনি তাঁর গানের মাধ্যমেই বুঝিয়ে দিলেন, কলকাতা তাঁর প্রিয় শহরের তালিকায় রয়েছে। কলকাতাকে না ভালোবেসে কি থাকা যায়!
আরও পড়ুন: Allu Arjun: ‘পুষ্পা ২’-র প্রিমিয়ারে পদপিষ্টে মৃত মহিলা, পরিবারকে আর্থিক সাহায্য দক্ষিণী অভিনেতার
ব্রায়ান অ্যাডামাসের কনসার্টের নেশায় বুঁদ কলকাতা
তাঁর কনসার্ট শেষের পরেও যেন নেশায় বুঁদ হয়েছিল সিটি অফ জয়। শীতের শহরকে যেন তিনি উষ্ণ করে গেলেন। ব্রায়ানের সঙ্গে রূপম ইসলামের আলাপ করিয়ে দেওয়া হয়, বাংলার পপুলার রক শিল্পী বলে। আর ঠিক তখনই ব্রায়ান অ্যাডামস কৌতুহলী সুরে বলেন “আপনার সঙ্গে আলাপ করে বেশ ভালো লাগল”। অপরদিকে রূপম উত্তর দিলেন, “আমি আপনার বিরাট ভক্ত। সেই শৈশব থেকে আপনার গান শুনছি” । ব্রায়ান সৌজন্য প্রকাশ করলেন। বললেন, ” এবার আমি আপনার ফ্যান হব”।
এক ফ্রেমে রূপম ইসলাম আর ব্রায়ান অ্যাডামস
ক্যামেরাবন্দি হল ‘রক’ মুহূর্ত। এক ফ্রেমে ধরা দিলেন রূপম ইসলাম আর ব্রায়ান অ্যাডামস। কানাডিয়ান এই সঙ্গীত শিল্পী এমন এক ব্যক্তিত্ব, যাঁর সঙ্গে বহু যুবক থেকে শুরু করে মধ্যবয়সীদের শৈশবের স্মৃতি জুড়ে রয়েছে। আর তাঁর লাইভ কনসার্টের সাক্ষী থাকা তো সৌভাগ্যের ব্যাপার। তাঁর গলায় “সামার অফ সিক্সটি নাইন” নস্টালজিয়ায় ভাসাল কলকাতাকে।