ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ রাজধানী দামাস্কাস ছেড়ে রাশিয়ায় পালিয়ে যাওয়ার পরেই শুরু হয়েছে লুটপাট ও বৈদেশিক আক্রমণ (Israel vs Syria)। আমেরিকা ইতিমধ্যেই সিরিয়ায় অবস্থিত আইসিস ঘাঁটি গুলোতে হামলা চালিয়েছে। এবার কাতারের সংবাদ সংস্থা ‘আল জাজিরা’-দাবি করছে সিরিয়ার গোলান মালভূমির দিক থেকে সিরিয়ার জমি দখল করতে শুরু করেছে ইহুদি বাহিনী।
দখল শুরু ইজরায়েলের (Israel vs Syria)
ইতিমধ্যেই নাকি বেশ কিছু এলাকাতে পৌঁছে গেছে ইজ়রায়েল ডিফেন্স ফোর্স (Israel vs Syria)। অনেক আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞেরা বলছেন, এটা নাকি ‘গ্রেটার ইজ়রায়েল’ তৈরির স্বপ্নপূরণের পথে আরও একটি পদক্ষেপ! ১৯৭৪ সালের যুদ্ধবিরতির পর এই দুই দেশের মধ্যে তৈরি হয়েছিল বাফার জোন। কাতারের ঐ সংবাদ সংস্থা আল-জাজিরা দাবি করছে, এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঐ বাফার জোন এলাকা দখল করার নির্দেশ দিয়েছেন ইজ়রায়েল ডিফেন্স ফোর্সকে।
কিছু জানায়নি ইজরায়েল (Israel vs Syria)
তবে এখনও এই বিষয়ে ইসরায়েলের তরফে কিছু জানানো হয়নি (Israel vs Syria)। জানা গেছে, ৮ ডিসেম্বর ইসরায়েল ডিফেন্স ফোর্সের উচ্চ পদস্থ সেনাকর্তাদের সঙ্গে বৈঠক করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ১৯৬৭ সালের বিখ্যাত ‘ছ’দিনের যুদ্ধে’ মিশর, সিরিয়া এবং জর্ডনের বাহিনীকে পরাজিত করেছিল ইহুদি সেনা। এই যুদ্ধের কারনেই গোলান মালভূমি সহ ওয়েস্ট ব্যাঙ্ক, পূর্ব জ়েরুজ়ালেম, সিনাই উপদ্বীপ ও গাজ়া স্ট্রিপ দখল করে নিয়েছিল ইসরায়েল। কিন্তু পরে সেই সকল জমি ঐ দেশ গুলোকে ফিরিয়ে দিয়েছিল ইসরায়েল। তবে গোলান মালভুমির সামান্য অংশ নিজেদের দখলেই রেখেছিল ইহুদিরা।
মান্যতা দেয়নি কেউ
এই গোলান মালভূমিকে শুধু মাত্র আমেরিকা ইসরায়েলের বলে মেনে নিলেও আর কোনও দেশ সেই মান্যতা দেয়নি।এজন্যই এখন আবারও সেই গোলান মালভূমি নিজেদের দখলে নিতে পারে ইসরায়েল! বাফার এলাকা সংলগ্ন ওফানিয়া, কুনেইত্রা, আল-হামিদিয়া, সামদানিয়া আল-গারবিয়া এবং আল-কাহতানিয়া মতো গ্রামগুলির নাগরিকদের ঘরবন্দী থাকার জন্য সতর্ক করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্স।
আরও পড়ুন: Syrian President: বিদ্রোহীদের দখলে সিরিয়ার রাজধানী দামাস্কাস, দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট!
সমাজ মাধ্যমে দাবি
সমাজ মাধ্যমে ইজরায়েল সেনাবাহিনীর এক মুখ্যপাত্র লিখেছেন, “আপনাদের ক্ষতি করতে আমরা চাই না, কিন্তু মুখোমুখি যুদ্ধে নামলে চরম পদক্ষেপ নেওয়া হতে পারে।“ গোলান মালভূমি এলাকায় বর্তমানে কৃষিকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ইসরায়েল। নিরাপত্তার কারণে ঐ এলাকার সমস্ত স্কুলে চলছে অনলাইন ক্লাস। কেননা বাফার জোনে ঢুকলে সিরিয়াও আক্রমণের উত্তর দিতে পারে। সেক্ষেত্রে এই সংঘর্ষে বাড়তে পারে উত্তেজনা। ইসরায়েলের একটি সংবাদ সংস্থা দাবি করেছে, রবিবার রাজধানী দামাস্কাসের হাতিয়ার গুদামে হামলা চালিয়েছে আইডিএফ। ইসরায়েলের বিরোধীদের হাতে হাতিয়ার না গিয়ে পড়ে এজন্য এই পদক্ষেপ বলে জানা গেছে।