ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ডিসেম্বরের শেষ মানেই শীতের আমেজ শহর কলকাতায়। শীতের সময় গরমের পোশাকে ঢেকে যায় ফ্যাশন (Winter Fashion)। কিন্তু বর্ষশেষে প্রিয় মানুষের সঙ্গে ডেটে যাওয়া কিংবা ২৫ ডিসেম্বরে পার্ক স্ট্রীটে বন্ধুদের সঙ্গে রাতজেগে পার্টি করা, মোটামুটি সব কিছুটেই নিজেকে স্টাইলিশ দেখানো চাই চাই-ই। এই ঋতুতে কী ধরনের জামাকাপড় পরলে ঠান্ডা কম লাগবে এবং স্টাইলিশও দেখাবে। এই নিয়ে অনেকেই সমস্যায় পড়েন। তবে কিছু ফ্যাশন টিপস মেনে চললে, শীতকালেও আপনাকে অনেক স্টাইলিশ দেখাবে। জানুন, এমন কিছু শীতের ফ্যাশন লুক সম্পর্কে, যা আপনাকে করে তুলবে ফ্যাশনিস্তা।
ডেনিম (Winter Fashion):
ডেনিম বছরভরই পরা যায়। গরমের জন্য পাতলা, নরম যেমন জনপ্রিয় তেমনই শীতের দিনে মোটা ডেনিমের জ্যাকেট হয়ে উঠতে পারেন ফ্যাশনের অন্যতম অঙ্গ। বি-টাউনের বহু তারকাই ডেনিমের রকমারি পোশাক এবং জ্যাকেটে বিভিন্ন সময়ে ক্যামেরাবন্দি হয়েছেন। খাটো ঝুল অথবা হাঁটু-ঝুলের রকমারি স্টাইলিশ ডেনিম জ্যাকেটের সঙ্গে গলাবন্ধ একরঙা টি-শার্টের যুগলবন্দি বেশ মানাবে।
আরও পড়ুন: Winter Tips: শীতে মোজার দুর্গন্ধে অস্বস্তি? সামান্য কিছু টোটকাতেই হবে মুশকিল আসান!
কর্ডের জ্যাকেট (Winter Fashion):
কর্ডের জ্যাকেট এবং প্যান্ট দুই-ই শীতের জন্য বেছে নিতে পারেন। বিভিন্ন রঙের বিভিন্ন ধরনের জ্যাকেট হয়। খাটো, লম্বা, বেল্ট বাঁধা। কোনওটি ব্লেজারের মতো, কোনওটি গলাবন্ধ। পার্টি হোক বা বাইরে বেড়ানো, এই ধরনের জ্যাকেট হতে পারে শীতের সঙ্গী।
লেদার জ্যাকেট (Winter Fashion):
ম্যাট অথবা উজ্জ্বল, বিভিন্ন ধরনের চামড়ার জ্যাকেট পাওয়া যায়। চামড়ার প্যান্টের সঙ্গে মিলিয়ে পরলে তা নজর কাড়বেই। হট প্যান্ট, মিনি স্কার্ট, জিন্স, লং স্কার্ট— অনেক কিছুর সঙ্গেই চামড়ার জ্যাকেট পরা যায়।
আরও পড়ুন: Facial Hair Removal: এখন আর যন্ত্রণাদায়ক ওয়্যাক্স নয়, মুখের রোম তুলুন এসব ঘরোয়া প্যাক দিয়েই
ফারের জ্যাকেট (Winter Fashion):
বিভিন্ন স্তন্যপ্রায়ী প্রাণীর চামড়া থেকে তৈরি হয় ফার। ফারের জ্যাকেটও পরতে পারেন শীতের দিনে। কারও উলে অ্যালার্জি থাকলেও তাঁর যে ফারে অসুবিধা হবে, এমনটা নয়। বরং প্রচণ্ড ঠান্ডার জায়গায় ফারের লং জ্যাকেট বেশ আরামপ্রদ।
থার্মাল (Winter Fashion):
সোয়েটারে অসুবিধা থাকলে পোশাকের নীচে থার্মাল গেঞ্জি বা টি-শার্ট পরতে পারেন। হাত কাটা, থ্রি কোয়ার্টার, ফুল হাতা — বিভিন্ন ধরনের থার্মাল গেঞ্জি বা টি-শার্ট পাওয়া যায়।