ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দিল্লিতে একের পর এক স্কুলে বোমাতঙ্ক ছড়াল সোমবার সকালে (Delhi School Threat)। জানা যাচ্ছে, ইমেইলের মাধ্যমে দেওয়া হয় এই হুমকির বার্তা। দাবি করা হয় ৩০ হাজার ডলার। তবে কারা দিল এই হুমকির ইমেইল? এবার কেন নিশানায় শিক্ষা প্রতিষ্ঠান? শুরু এনিয়ে রাজনৈতিক তরজা।
কীভাবে হুমকি? (Delhi School Threat)
হুমকির বার্তা (Delhi School Threat) রাজধানীর বিদ্যালয়গুলিতে। সোমবার দিল্লির ৪৪ টি স্কুলে হুমকির বার্তা পাঠানো হয়। হুমকির বার্তা পাঠানো হয়েছে ইমেইলের মাধ্যমে। রবিবার রাত ১১:৩৮ মিনিটে এক ইমেল করা হয় সেখানে বলা হয়, দিল্লির ৪৪ টি স্কুলে বোমা রাখা আছে। ছোট বোমাগুলি রাখা আছে গোপন জায়গায়। দাবি করা হয়েছে ৩০ হাজার ডলার। পুলিশ জানিয়েছে, দুটি স্কুলের নাম জানা গিয়েছে। একটি একটি দিল্লির আরকে পুরমে এবং অন্যটি পশ্চিম বিহার অঞ্চলে।
তোপ আপ নেতার (Delhi School Threat)
দিল্লির স্কুলে স্কুলে বোমাতঙ্ক (Delhi School Threat) ঘিরে পুলিশকে নিশানা করেছেন আপ নেতা মনীশ সিসোদিয়া। তাঁর প্রশ্ন আমাদের বাচ্চারা কি সুরক্ষিত? স্কুলে পড়াশোনার জন্য সন্তানকে পাঠান অভিভাবকরা। তারাও আজ আতঙ্কিত।
আরও পড়ুন: SM Krishna: চিরঘুমের দেশে প্রাক্তন বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণ
প্রাথমিক ধারণা
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে এক ইমেইল করে হুমকি-বার্তা পাঠানো হয়। রাতে কেউ টের না পেলেও, সোমবার সকালে স্কুল খুলতেই বিষয়টি নজরে আসেন স্কুল কর্তৃপক্ষের। বোমাতঙ্কের খবর ছড়িয়ে পড়তেই স্কুল কর্তৃপক্ষ যোগাযোগ করেন অভিভাবকদের সঙ্গে এবং পড়ুয়াদের বাড়ি ফিরিয়ে নেওয়ার জন্য ব্যবস্থা করেন। দিল্লি পুলিশের জানিয়েছে, সকাল সাতটা নাগাদ বোমাতঙ্কের খবর জানতে পারেন তারা। এখনও পর্যন্ত ২টি স্কুলের নাম জানা গিয়েছে। তবে ৪৪ টি স্কুলে বোমা থাকার হুমকি পাওয়া গিয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। যদিও প্রকাশ্যে বাকি স্কুল গুলির নাম আসেনি।
আরও পড়ুন: Kumbh Mela 2025: একমাসের মহাকুম্ভ শুরু ১৩-য়, ডিজিটাল মহাকুম্ভে জোর যোগী সরকারের
দাবি কী
ওই হুমকি ইমেইলে দাবি করা হয়েছে, স্কুল চত্বরের বিভিন্ন জায়গায় ছোট ছোট আকৃতির বোমা লুকিয়ে রাখা হয়েছে। বোমাগুলি ফাটলে স্কুল ভবনের বিশেষ ক্ষতি না হলেও, অনেকেই আহত হবেন। অপরদিকে হুমকি-বার্তায় দাবি করা হয়েছে ৩০ হাজার ডলার। ভারতীয় মুদ্রায় যা ২৫ লাখ ৪১ হাজার ৪৫৩ টাকা। টাকা না পেলে বোমা ফাঁটবে বলেও জানানো হয়েছে।
তদন্ত শুরু
পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লির পুলিশের তদন্ত আধিকারিকেরা। ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে। হুমকির-বার্তা পাওয়ার পর স্কুল কর্তৃপক্ষের থেকে খবর দেওয়া হয় দিল্লি পুলিশকে। খবর পাওয়া মাত্রই স্কুলে পৌঁছে যায় দিল্লি পুলিশের দু’টি দল। এই হুমকির পেছনে কার হাত? খতিয়ে দেখছে পুলিশ।