ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মেলার মধ্যে একসঙ্গে ঘুরতে দেখা গেল রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu) ও বিবৃতি চ্যাটার্জিকে (Bibriti Chatterjee)। এর আগে রণজয় বিষ্ণুর নাম জড়িয়েছিল বহু অভিনেত্রীর সঙ্গে। সোহিনী সরকারের সঙ্গে তিনি দীর্ঘদিন সম্পর্কে ছিলেন। সেই সম্পর্কের বিচ্ছেদ হয়েছে। অপরদিকে সোহিনী সেনগুপ্ত নিজের ব্যক্তিগত জীবনের বেশ কয়েকটি ধাপ এগিয়ে গিয়েছেন। কিন্তু রণজয় বিষ্ণু তাঁর ব্যক্তিগত জীবনে ঠিক কতটা এগিয়েছেন? সেটা এখনও খোলসা করেননি অভিনেতা।
সম্পর্কে শ্যামৌপ্তি (Ranojoy Bishnu)
‘গুড্ডি’ (Guddi) ধারাবাহিক চলার সময় থেকেই অভিনেতার সাথে শ্যামৌপ্তি মুদলির (Shyamoupti Mudly) সম্পর্ক নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম গুঞ্জন শোনা গিয়েছিল। এই গুঞ্জনকে সর্বদাই এড়িয়ে গিয়েছেন তিনি। বাস্তবে তাঁদের মধ্যে সেরকম কোনও সম্পর্ক নেই (Ranojoy Bishnu)। তবে তাঁরা একে অপরের ভীষণ ভালো বন্ধু।
নেই প্রেমের সম্পর্ক (Ranojoy Bishnu)
তিনি সর্বদা শ্যামৌপ্তির পাশে আছেন। অভিনেত্রীর বিভিন্ন খারাপ সময় থেকে শুরু করে, ভালো সময় তাঁকে গাইড করে গেছেন। তবে প্রেমের সম্পর্ক তাঁদের মধ্যে কোনও দিনও ছিল না। এটা বারংবার অভিনেতা (Ranojoy Bishnu) নিজের বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন। এত গুঞ্জনের মাঝেও, এই অভিনেতা-অভিনেত্রীকে একসঙ্গে বারংবার বিভিন্ন পার্টি থেকে শুরু করে পুজোর সময়ও ঘুরতে দেখা গিয়েছে। তাদের এই একসঙ্গে ঘুরে বেড়ানো এবং তাঁদের বন্ধুত্ব দেখে, বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়। সম্পর্ক কেন্দ্রীক সব প্রশ্ন দু’জনই খুব সাবলীল ভাবে সামলেছেন।
আরও পড়ুন: Rachna Banerjee: দিদি নম্বর ওয়ানের সঞ্চালনা করতেই চাননি রচনা, জোর করা হয়েছে!
বিবৃতির সঙ্গে ঘুরছেন রণজয়
এসবের মাঝে, সম্প্রতি একটি মেলাতে অভিনেত্রী বিবৃতির সঙ্গে ঘুরতে দেখা গেল অভিনেতা রণজয় বিষ্ণুকে। দু’জনে মিলে ময়ূরপঙ্খীতে চড়ছিলেন। সেই মজার ভিডিয়ো ভাগ করে নিয়েছেন নিজেদের সামাজিক মাধ্যমে। এই ভিডিয়ো দেখে দর্শকমহলে আবারও প্রশ্নের ঝড়। তাহলে কী এবার অভিনেতা মন দিলেন অভিনেত্রী বিবৃতিকে? এর আগে অভিনেত্রী বিবৃতির নাম জড়িয়েছে পরিচালক অভিনেতা তথাগতর সঙ্গে। অনেক সময় তথাগত-দেবলীনার ঘর ভাঙার কারণ হিসাবেও অভিনেত্রীকে চিহ্নিত করেছেন নেটিজেনরা। বর্তমানের তথাগত ও বিবৃতির সম্পর্ক নিয়ে সেই রকম গুঞ্জন শোনা না গেলেও, সর্বদাই কটাক্ষের শিকার হতে হয়েছে অভিনেত্রী বিবৃতিকে।
আরও পড়ুন: Abhishek-Aishwarya: অভিষেক-ঐশ্বর্যর সংসারে আসছে নতুন অতিথি! লজ্জায় লাল অভিনেতা
দর্শকের আন্দাজ
তবে মেলায় রণজয় বিষ্ণুর সঙ্গে ঘুরতে দেখেই মানুষজন আন্দাজ করছেন, এবার এই অভিনেতা-অভিনেত্রী কি টলিপাড়ার নতুন যুগল হতে চলেছেন? নাকি তাদের মধ্যে শুধুই বন্ধুত্বের সম্পর্ক? ভিডিয়োটি সামাজিক মাধ্যমে পোস্ট করার পরেই, এত জল্পনা। যদিও গুঞ্জনের উত্তরে এখনও পর্যন্ত বিবৃতি কিংবা রনজয় বিষ্ণু কোনও মন্তব্য করেননি।