ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সোমবার ঢাকা সফর করেছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রী (Bangladesh Visa)। ভারতের বিদেশ সচিবের এই ঢাকা সফরের পরেই বাংলাদেশের তরফে আশা প্রকাশ করা হয়েছে ভারত এবার বাংলাদেশিদের জন্য ভিসার সংখ্যা বাড়াবে।
‘কেন ভিসা বন্ধ হয়েছিল’ (Bangladesh Visa)
গত আগস্টের প্রথম সপ্তাহের পর থেকে বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। ভারতে পালিয়ে আসেন শেখ হাসিনা। এরপর থেকেই বাংলাদেশিদের জন্য ভিসা (Bangladesh Visa) দেওয়া সাময়িক বন্ধ করে দিয়েছিল ভারত।
‘সিমিত ভিসা ছাড়’ (Bangladesh Visa)
তবে কিছুদিন পর থেকে আবারও ভিসা দেওয়া শুরু করেছিল বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস (Bangladesh Visa)। তবে সেই ভিসা দেওয়ার সংখ্যা ছিল অনেকটাই কম। শুধু মাত্র চিকিৎসা সংক্রান্ত বিষয়ে ভিসা দেওয়া হচ্ছে। খুব জরুরি সমস্যা ছাড়া বাংলাদেশিরা পাচ্ছেন না ভারতীয় ভিসা। গত সেপ্টেম্বর মাসে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছিলেন, এখন আপাতত খুব জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশিদের ভিসা দেওয়া হচ্ছে না। শুধু মাত্র চিকিৎসা ও আপৎকালীন পরিস্থিতিতে ভিসা দেওয়া হচ্ছে বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে।
আরও পড়ুন: Delhi School Threat: দিল্লির শিক্ষা প্রতিষ্ঠানে বোমাতঙ্ক! ৩০ হাজার ডলার দাবি
‘বিদেশ সচিবের ঢাকা সফর’
সোমবার ঢাকা সফরে গিয়ে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রী বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব মুহাম্মদ জসীম উদ্দিনের সাথে।এই বৈঠকের পর ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রী সৌজন্য বিনিময় করেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গেও।বাংলাদেশের পররাষ্ট্রসচিব মুহাম্মদ জসীম উদ্দিনের সাথে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রীর বৈঠকের পর ঢাকার তরফে বলা হয়েছে,ভারতের বিদেশ সচিবের সাথে বৈঠকে সদর্থক আলোচনা হয়েছে। ভারত ও বাংলাদেশ উভয় দেশই সুসম্পর্ক চায়।
‘বাংলাদেশিদের ভারতীয় ভিসা বাড়বে’
ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রীর ঢাকা সফরের পর বাংলাদেশিদের ভারতের ভিসা সংখ্যা বৃদ্ধি করা হবে বলে প্রত্যাশা করছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দাবি করেন, ভারতের বিদেশসচিবও এই বৈঠকে বাংলাদেশিদের ভিসা দেওয়ার বিষয়ে ইতিবাচক পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানা গেছে।মিস্রী-ইউনূস বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে বাংলাদেশের পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা বলেন, ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রী বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসার সংখ্যা বাড়ানোর বিষয়ে আশ্বস্ত করেছেন।
আরও পড়ুন: SM Krishna: চিরঘুমের দেশে প্রাক্তন বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণ
‘ইউরোপীয় ইউনিয়নের ভিসা কেন্দ্র হবে ঢাকায়?’
সোমবার ভারত্র বিদেশ সচিব বিক্রম মিস্রীর সাথে বৈঠকের আগে ইউরোপীয় ইউনিয়নের বিশেষ প্রতিনিধি দলের সাথেও বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস।তাদেরকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস অনুরোধ করেছিলেন, ইউরোপীয় ইউনিয়নের দেশ গুলোর ভিসা কেন্দ্র দিল্লি থেকে সরিয়ে ঢাকা বা অন্য কোনো প্রতিবেশি দেশে নিয়ে যাওয়ার জন্য।