ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ডিসেম্বরের শুরুতে তেমন ভাবে শীতের আমেজ লক্ষ্য করা না গেলেও এবার জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবারই মরশুমের শীতলতম দিন। এক ধাক্কায় ২ ডিগ্রি কমে কলকাতার (Kolkata weather) সর্বনিম্ন তাপমাত্রা নামল ১৬.২ ডিগ্রি সেলসিয়াসে। আজ থেকে তাপমাত্রা নিম্নমুখী হবে। এবার আরও জোরসে কামড় বসাবে শীত।
মঙ্গলবার রাত থেকেই পথঘাট মুড়ছে কুয়াশায় (Dense fog)। শহর কলকাতাতেও অনুভূত হচ্ছে শীতের আমেজ। জানা যাচ্ছে, সপ্তাহান্তে কলকাতার (Kolkata weather) তাপমাত্রা নামবে ১৫ ডিগ্রির ঘরে। শনিবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা। দাপট দেখাবে উত্তুরে হাওয়াও। ফলে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা প্রবল।
আরও পড়ুন: Mamata Banerjee: দু’দিনের দিঘা সফরে মুখ্যমন্ত্রী, করবেন জগন্নাথ মন্দির পরিদর্শনে
পশ্চিমের জেলার বাসিন্দাদের জবুথবু করে দিতে পারে শীত (Winter)। তাপমাত্রা নামতে পারে দশ ডিগ্রির নিচে। ঘন কুয়াশার সতর্কবার্তা মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। দৃশ্যমানতা ২০০ মিটারের মধ্যে থাকতে পারে। নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলিতে মাঝারি কুয়াশার সম্ভাবনা।
আরও পড়ুন: Snowfall: মরশুমের প্রথম তুষারপাত সিমলায়, শীতের দাপট শুরু দিল্লিতে
উত্তরে হু হু করে নামছে তাপমাত্রা। উত্তরবঙ্গের (North Bengal Weather) দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার কোনো জেলাতেই আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। কুয়াশার দাপট লক্ষ্য করা যাবে উত্তরের জেলাগুলিতে। সমস্ত জেলাতেই কুয়াশার সতর্কতা জারি হয়েছে। উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপটে সড়ক পথে যান চলাচল ও বিমান পরিষেবা ব্যাহত হওয়ার সম্ভাবনা। দৃশ্যমানতা ৫০ মিটারে নামতে পারে। আগামী দু’দিনে আরও নামতে পারে তাপমাত্রা।