ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এবার হাড় কাঁপানো শীতের শুরু। সপ্তাহান্তে কততে নামবে পারদ? জানালো আবহাওয়া দফতর (Weather Update)।একদিনে প্রায় পাঁচ ডিগ্রি সেলসিয়াস কমবে তাপমাত্রা। বুধবারের পর বৃহস্পতিবার ফের এক ধাক্কায় অনেকটা তাপমাত্রা কমে যাবে রাজ্যের বিভিন্ন জেলায়। কেমন থাকতে চলেছে প্রতিটি জেলার আবহাওয়া?
আরও নামবে তাপমাত্রার পারদ (Weather Update)
শীতের কামড় (Weather Update) টের পেতে শুরু করেছেন রাজ্যের মানুষ। বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। যার জেরে হুড়মুড়িয়ে নেমেছে তাপমাত্রার পারদ। আগামী কয়েকদিনে আরও নামবে তাপমাত্রা। মূলত পরিষ্কার আকাশ, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তারইমধ্যে জেলায়-জেলায় কুয়াশা পড়বে। ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে ছ’টি জেলায়। বৃহস্পতিবারে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমে যাবে। তারপর কয়েকদিন সেরকমই থাকবে প্রতিটি জেলার সর্বনিম্ন তাপমাত্রা। অর্থাৎ, চলতি সপ্তাহের শেষে ও আগামী সপ্তাহের শুরুতে হাড়কাঁপানো শীত অনুভব হবে রাজ্যজুড়ে।
হু হু করে রাজ্যে ঢুকছে কনকনে উত্তুরে হাওয়া (Weather Update)
বিদায় নিয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। ফলে শীতের পথে আর বাধা নেই। হু হু করে রাজ্যে ঢুকছে কনকনে উত্তুরে হাওয়া। যার জেরেই একধাক্কায় অনেকটা নেমে গেল পারদ (Weather Update)। ইতিমধ্যেই পশ্চিমের জেলাগুলিতে ব্যাপকভাবে নেমে গিয়েছে তাপমাত্রা। উত্তরের জেলাগুলির সঙ্গে পাল্লা দিয়ে কমছে তাপমাত্রা। ১০ ডিগ্রিতে নেমে গিয়েছে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা।
আরও পড়ুন: Coochbehar News: কোচবিহারকে পৃথক রাজ্য ঘোষণার দাবি, ভাগের সমর্থন ‘না’ উদয়নের
বৃহস্পতিবার কলকাতায় তাপমাত্রা সকালে তা নেমে গেল ১৩.৮ ডিগ্রিতে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির আশেপাশেই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কলকাতার আকাশ মূলত পরিষ্কারই থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৪৪ থেকে ৯৬ শতাংশ।
মঙ্গলবার পর্যন্ত দক্ষিণের সব জেলায় শুষ্ক আবহাওয়া
মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। একই শুষ্ক আবহাওয়া বিরাজ করবে উত্তরবঙ্গেও। কোনও জেলায় বৃষ্টি হবে না। তবে উত্তরবঙ্গের ৬ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং ও উত্তর দিনাজপুরের একটি বা দুটি অংশে ঘন কুয়াশার হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুন: Kolkata weather: মরশুমের শীতলতম দিন! একধাক্কায় ২ ডিগ্রি নামল কলকাতার পারদ
উত্তরবঙ্গেও কোনও পরিবর্তন নেই পরিস্থিতির
উত্তরবঙ্গেও পরিস্থিতিরও কোনও পরিবর্তন হবে না। বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার এবং মঙ্গলবার উত্তরবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না। দার্জিলিং সহ একাধিক জেলায় কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে বলে আভাস দিয়েছে হাওয়া অফিস। ঘন কুয়াশার দাপটে সড়কে যান চলাচল ও বিমান চলাচল ব্যাহত হওয়ার সম্ভাবনা। এদিকে, দৃশ্যমানতা দু-এক জায়গায় ৫০ মিটারে নেমে আসতে পারে।